মুম্বই: বড় পর্দায় আসার পর থেকেই জনপ্রিয়তা দ্রুতগতিতে বেড়েছে বলিউড অভিনেতা টাইগার শ্রফের। ২০১৪-তে হিরোপন্তী সিনেমার মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। আর শুরু থেকেই অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি। ভারতে তো বটেই, বিদেশেও তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। ইনস্টাগ্রামে টাইগারের ফলোয়ার সংখ্যা ১৮.১ মিলিয়ন। আর অনুরাগীরা তাঁর প্রত্যেক ছবি ও ভিডিওতে কমেন্ট করে থাকেন অনুরাগীরা। টাইগার বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ ও আয়েশা শ্রফের সন্তান।
শ্যুটিংয়ের ব্যস্ততার অবকাশে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ভোলেন না টাইগার। আর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত শেয়ার করেন তিনি। সম্প্রতি টাইগারের মা আয়েশা ছেলের ছোটবেলার একটি ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। আর ওই ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ছবির সঙ্গে আয়েশা টাইগারের ঠাকুমা ও দিদিমার কথা স্মরণ করে আবেগবিহ্বল পোস্ট লিখেছেন।

<

/code>

টাইগারের ওয়ার সিনেমা বক্স অফিসে বেশ ভালো সাফল্য পেয়েছে। এই সিনেমায় টাইগারের সঙ্গে হৃত্বিক রোশন ও বাণী কপূরকেও উল্লেখযোগ্য চরিত্রে দেখা গিয়েছে। টাইগার এখন তাঁর আগামী বাগী ৩ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। এই সিনেমায় শ্রদ্ধা কপূরের সঙ্গে কাজ করছেন তিনি। আগামী বছরের ৬ মার্চ এই সিনেমা মুক্তি পাবে।