কলকাতা: বাবা মায়ের বিচ্ছেদের গুঞ্জনে সরব গোটা বলিউড.. কীভাবে এই পরিস্থিতি সামলাচ্ছেন গোবিন্দ (Govinda) আর সুনীতা আহুজা (Sunita Ahuja)-র একমাত্র কন্যা টিনা আহুজা (Tina Ahuja)? তাঁর বাবা মায়ের বিচ্ছেদ নিয়ে সম্প্রতি আবার বিতর্ক শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সুনীতাই নাকি গোবিন্দের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসা ও ঠকানোর অভিযোগ এনে নাকি বিচ্ছেদ চেয়েছেন সুনীতা। হিন্দু ম্যারেজ অ্যাক্ট-এর সেকশন ১৩-র (1) (i), (ia), (ib) ধারায় মামলা দায়ের করেছেন সুনীতা। ৩৮ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানতে চেয়েছেন সুনীতা। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন সুনীতা ও গোবিন্দের কন্যা টিনা।
বাবা মায়ের বিচ্ছেদ নিয়ে টিনা বলেছেন, 'এই বিষয়ে আমি কিই বা বলতে পারি? আমার বাবা বর্তমানে দেশে পর্যন্ত নেই। বিভিন্ন কাজে বাইরে রয়েছেন। আমি এত সুন্দর একটা পরিবার পেয়েছি, তার জন্য আমি নিজেকে আশীর্বাদধন্য বলে মনে করি। আমার পরিবার নিয়ে যাঁরা এত ভাবনাচিন্তা করছেন, তাঁরা নিশ্চয়ই আমায় আর আমার পরিবারকে ভালবাসেন। তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। তবে এটুকুই বলতে পারি, গোটাটাই গুঞ্জন। এই গুঞ্জনে কেউ কান দেবেন না দয়া করে।'
সুনীতা আহুজা (Suneeta Ahuja) আর গোবিন্দ (Govinda)-র বিচ্ছেদ নিয়ে সদ্য ফের চর্চা শুরু হয়েছে। এর কয়েক মাস আগে একবার শোনা গিয়েছিল, গোবিন্দের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন সুনীতা। সেই সময়ে ও যথেষ্ট জলঘোলা হয়েছিল বিষয়টা নিয়ে। তবে সেই সময়ে বিষয়টি স্থিমিত করে দিয়েছিলেন সুনীতাই। তিনি বারে বারেই বলেছিলাম, তাঁর আর গোবিন্দের বিচ্ছেদ হতেই পারে না। যে তাঁর ও গোবিন্দের বিচ্ছেদ চাইবে, ঈশ্বর তাঁর ক্ষতি করবে। তবে হঠাৎ প্রকাশ্যে এসেছে যে এই সুনীতাই নাকি বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন! আর এবার এই বিষয়ে সিলমোহর দিয়েছেন শশী সিংহ (Sashi Singha)।
সংবাদ সংস্থাকে গোবিন্দের ম্যানেজার জানিয়েছেন, এই ঘটনাটা একেবারেই নতুন নয়। ৬ থেকে ৭ মাসের পুরনো ঘটনা এটা। তবে এখন সমস্ত ঠিকঠাক হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই তাঁরা গোটা পরিবার একসঙ্গে গণেশ পুজোয় মেতে উঠবে। ১ সপ্তাহের মধ্যেই এই খবর প্রকাশ্যে আসবে। আপাতত সুনীতা গণেশ পুজোর প্রস্তুতিতে ব্যস্ত। গোবিন্দের আইনজীবী ললিত বিন্দল এই খবরকে পুরনো খবর বলে উড়িয়ে দিয়েছে। ২০২৪ সালেই নাকি সুনীতা বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। তবে এখন সেই মামলা আর চলছে না বলেই জানিয়েছেন আইনজীবী ও গোবিন্দের ম্যানেজার।