কলকাতা: ঝমঝমিয়ে বৃষ্টি। রাতের অন্ধকারে দাঁড়িয়ে একটি গাড়ি। কাচ তোলা। ভিতরে চালক। হঠাৎই দরজায় টোকা। সঙ্গে সঙ্গে জোরে মেঘ ডেকে উঠল। ৩৮ সেকেন্ডের সাদা-কালো টিজারে রহস্য টানটান। প্রকাশ্যে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'তীরন্দাজ শবর'-এর (Tirandaj Shabor) টিজার।
আসছে শবর...
'তীরন্দাজ শবর আসছে তার নতুন লক্ষ্যভেদে।' টিজার পোস্ট করা হল এমনই ক্যাপশনে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমা।
অরিন্দম শীলের জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ 'শবর'-এর চতুর্থ ভাগ আসতে চলেছে। ৪ বছর পর। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল 'আসছে আবার শবর'। টিজার পোস্ট করে পরিচালক লেখেন, 'তীরন্দাজের তীর কি করবে লক্ষ্যভেদ? শবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার।' (অপরিবর্তিত)
এরপর ২০২০ সালে 'তীরন্দাজ শবর'-এর কাজ শুরু হলেও বারবার করোনার ধাক্কায় তা বন্ধ হয়েছে বা পিছিয়ে গেছে। অবশেষে মুক্তির তারিখ ঘোষণা হয়। ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে আগামী ২৭ মে মুক্তি পাচ্ছে এই ছবি। প্রকাশ্যে এল টিজার।
আরও পড়ুন: Satyajit Ray Birthday: 'মহারাজা, তোমারে সেলাম', ১০১তম জন্মবার্ষিকীতে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা টলিপাড়ার
অভিনয়ে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, নাইজেল আকারা, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, পৌলমী দাস, রম্যাণি মণ্ডল, চন্দন সেনকে (Saswata Chatterjee, Subhrajit Datta, Nigel Akkara, Debjani Chatterjee, Devlina Kumar, Poulomi Das, Rammani Mandal, Chandan Sen)।