কলকাতা: টালিগঞ্জে আবার ডামাডোল। পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ। বেশ কিছু সিরিয়ালের শ্যুটিং বন্ধ, খবর সূত্রের। টেকনিসিয়ানদের দাবি না মানলে বুধবার থেকে সব সিরিয়ালের শ্যুটিং বন্ধ হওয়ার আশঙ্কা। টেকনিসিয়ান ও ফেডারেশনের বিরুদ্ধে কথা বলায় সেটের কাজ বন্ধের অভিযোগ। এবার এনিয়ে প্রতিক্রিয়া দিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও সুদেষ্ণা রায়।
'মুখ্যমন্ত্রীর সঙ্গে কমিউনিকেট করতে পারবেন..'
এদিন রাজ চক্রবর্তী বলেন, 'আমাদের ইন্ডাস্ট্রির যে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা এসে কিন্তু সমস্যার সমাধান করে দিয়েছিলেন।.. আমরা সেটাই বোঝাই চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও , যে কোনও কাজ বন্ধ হবে না। যেকোনও সমস্যায়, কথা বলে আলোচনা করে সমস্যার সমাধান করতে বলা হয়েছে। আমরা তো কেউ কারও শত্রু তো নই। আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি। এটা একটা ফ্যামিলির মতো। সৃজিত (সৃজিত রায়) বলেছে যে, যদি আমি কোনও অন্যায় করে থাকি, তাহলে তোমরা আমাকে, বলো যে আমি কী অন্যায় করেছি, আমাকে পাঠাও। তারপরে প্রত্যেকের কাছে আলাদা করে আমি করজোড়ে ক্ষমা চাইব। যদি সেটা না হয়, তাহলে তোমরা আমরা কাজে এসো প্লিজ। কারণ ১৫-২০ বছর ধরে সৃজিত কাজ করে। সৃজিতের হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর সিরিয়াল বড়ো হয়েছে। এবং ওর হাত ধরে শিল্পী-টেকনিশিয়ান ধরে প্রায় ৩০০ জন কাজকর্ম করে। আমার মনে হয় যে, ওনারা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কমিউনিকেট করতে পারবেন, এই অবধি বলে দাঁড়িয়ে রাজের সংযোজন, ..তবে সব ব্যাপারে ছোট ছোট বিষয়গুলি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে না যাওয়াই ভাল, যদি আমাদের নিজেদের মধ্য সমস্যার সমাধান হতে পারে, তাহলে ভাল হয়।'
আপনাদের যদি কোনওরকম সাহায্য চাই, আমরা আছি : সুদৃষ্ণা রায়
সুদৃষ্ণা রায় বলেন, 'সেই সময় কমিটি হবার পর, তিন মাস সময় ছিল, সেখানে নানান পরিস্থিতির জন্য, আমরা আরও একমাস ওয়েট করেছিলাম। আমরা প্রত্যেক মাসে মাসে একটা করে চিঠি প্রত্যেক কমিটি মেম্বারকে, যাদের উনি বলেছিলেন, তাঁদেরকে পাঠিয়েছিলাম, যে কী হল ? আপনারা কত দূর এগোলেন , আপনাদের যদি কোনওরকম সাহায্য চাই, আমরা আছি।'