Bengali Cinema: বাংলা ছবি সিনেমা হল পায় না, এই অভিযোগ বিগত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। বাস্তবে এই চিত্র অবশ্য অনেকটাই সত্যিও। মাল্টিপ্লেক্সের রমরমায় এমনিই দর কমেছে সিঙ্গেল স্ক্রিনের। সেখানে আবার বাংলা ছবি চলে বেশ কম। আর মাল্টিপ্লেক্সেও যে প্রচুর শো পাওয়া যায় তেমনটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে সিনেমা প্রেমীরা মাঝে মাঝে ক্ষোভ উগরে জানান যে, শো কম থাকার কারণে, বেশিরভাগ সিনেমা হলে ছবি আসেনি বলেনি, অনেক ভাল সিনেমা তাঁদের দেখার সুযোগ হয় না। 

Continues below advertisement

এই প্রসঙ্গে আজ প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠক ছিল মন্ত্রী অরূপ বিশ্বাসের। সেই বৈঠকের পর সাংসদ অভিনেতা দেব জানিয়েছেন, 'বাংলায় বাংলা ছবি চালাতে হবে, সে যে ছবিই আসুক না কেন। অন্য ভাষার ছবিও চলুক, বাংলা ছবিও চলুক। আমরা যেন বাংলা ছবি দেখানোর জায়গা পাই। এ-ব্যাপারে আমরা সবাই একমত। সামনের সপ্তাহে মুক্তির সময়, ছবিটি দেখানোর সমান সুযোগ পাব আশা করি।' দেব বলেছেন, 'ভাল একটা মিটিং হয়েছে। সবাই সহমত যে বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে। সব হলে বাংলা ছবি চালাতে হবে। ধূমকেতু সব সিঙ্গেল স্ক্রিনে ৫০ শতাংশ শো পাবে প্রাইম টাইমে। সিনেমাগুলোকে পারফর্মও করতে হবে, বাস্তব কথা। আমি সব শো নিয়ে নিলাম, সিনেমাটা চলল না, এক্সিবিউটারদের ক্ষতি করিয়ে তো লাভ নেই। যে ছবি চলবে, তার শো বাড়বে, সেই সিনেমা চালাতে হবে। আমরা সবাই সহমত হয়েছি। পরিচালক, এক্সিবিউটার, ডিস্ট্রিবিউটার, সিনেমা হল মালিক... আজ যারা যারা ছিলেন সবাই সহমত হয়েছেন যে বাংলায় বাংলা ছবি চালাতে হবে।' 

আগামী ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির জন্য দীর্ঘ ৯ বছর ধরে অপেক্ষা করছেন দেব এবং শুভশ্রীর অনুরাগীরা। বহু বছর পর অবশেষে অন-স্ক্রিন দেখা যাবে এই জুটিকে। ইতিমধ্যেই ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হয়েছে। রিলিজ হয়েছে ছবির গানও। অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গীত পরিচালনায় ধূমকেতু ছবির গান এর মধ্যেই দর্শকদের মনে ধরেছে। ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন দেব এবং রানা সরকার। আজকের বৈঠকের পর দেব জানিয়েছেন যে, আগামী সপ্তাহে রিলিজের পর সমস্ত সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে ধূমকেতু। প্রাইমে টাইমেই থাকবে ৫০ শতাংশ শো। চলতি বছর মুক্তি পাবে দেব- এর আরেকটি ছবি 'রঘু ডাকাত'। 

Continues below advertisement