মুম্বই: ১১ অগাস্ট মুক্তি পাবে ছবিটি। তার আগেই অনলাইনে প্রকাশিত হয়ে গেল অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি টয়লেট-এক প্রেম কথা। অক্ষয় ফ্যানদের অনুরোধ করেছেন, ছবি পাইরেসির বিরুদ্ধে তাঁর লড়াইয়ে তাঁরাও যেন সঙ্গ দেন।
গতকালই সংবাদমাধ্যমে প্রকাশ হয়, অক্ষয় কুমার ও ভূমি পেডনেকরের ছবিটি অনলাইনে দেখা যাচ্ছে। কোরিওগ্রাফার রেমো ডি সুজাও বিষয়টি নির্মাতাদের নজরে আনেন।

তারপর অক্ষয় টুইটারে পোস্ট করেন, পাইরেসির বিরুদ্ধে লড়াইটা কঠিন। ক্রাইম ব্রাঞ্চ আশ্বাস দিয়েছে টয়লেট-এক প্রেম কথা সংক্রান্ত যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে। তাঁর সকল বন্ধু, সহকর্মী, ভক্ত ও দর্শকদের তাঁর অনুরোধ, দয়া করে চোরাই কপি দেখবেন না।

দেখুন সেই টুইট