কলকাতা: টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। দুই তারকার সম্পর্কের রসায়ন নজরকাড়া। পর্দা থেকে বাস্তব জীবনে। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা তাঁদের রসায়নে ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব, খুনসুটি, ঝগড়া এবং আরও অনেক কিছু দিয়ে অনুরাগীদের মন জিতে নেন। সেই অঙ্কুশই এবার ঐন্দ্রিলাকে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, তিনি তাঁর কোন অভাব পূরণ করতে পারবেন না।
অঙ্কুশ - ঐন্দ্রিলার সম্পর্কের রসায়ন-
এদিন টলিউড অভিনেতা অঙ্কুশ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। পোস্টটি প্রেমিকা ঐন্দ্রিলা সেনের প্রয়াত বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। ঐন্দ্রিলার সঙ্গে তাঁর বাবার একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত উঠে এসেছে অঙ্কুশের পোস্টে। সঙ্গে লিখেছেন অনেক কথা। অঙ্কুশ লিখছেন, 'ঐন্দ্রিলা, তোমার জীবনে আমি ওনার (বাবার) অভাব হয়তো পূরণ করতে পারব না। কিন্তু আজ উনি বেঁচে থাকলে তোমার যা যা আবদার, স্বপ্ন পূরণ করতেন, আমি সেই সব আবদার, স্বপ্ন পূরণ করব। আর কাকু একদম চিন্তা কোরো না। তোমার মেয়েকে রানি করে রাখব। যেখানেই থাকো, ভালো থেকো। হ্যাপি বার্থ ডে কাকু। আজ তুমি থাকলে হয়তো আমরা বেস্ট ফ্রেন্ড হতাম। অনেক অনেক ভালোবাসা আদর নিও...' (অপরিবর্তিত)
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">
অঙ্কুশের পোস্টে ভালোবাসা জানিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। উত্তর দিয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা সেনও। লিখেছেন, 'আছে তো সবসময়।' বিক্রম চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী থেকে অন্যান্য তারকারা অঙ্কুশকে এই পোস্টে হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন - Bigg Boss 16: 'প্রেমিক হওয়ার যোগ্যতা নেই'! কোন বলি তারকাকে নিয়ে বিস্ফোরক বাঙালি কন্যা টিনা?
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">