কলকাতা: বড়দিনেই জন্মদিন টলিউড সুপারস্টার দেবের (Dev)। ক্রিসমাস ডে (Christmas Day 2021) তাই তাঁর কাছে আরও একটি বেশিই স্পেশাল। তার উপর সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'টনিক' (Tonic)। ফলে, সব মিলিয়ে ব্যস্ততা এবং উদযাপনের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তিনি। আর এই বিশেষ দিনে তিনি কেক কেটে জন্মদিন উদযাপন করলেন মনের মানুষের সঙ্গে। বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা দেবের মনের মানুষকে অনুরাগীরা সকলেই চেনেন। তিনি রুক্মিনী মৈত্র (Rukmini Maitra)। এদিন রুক্মিনীর সঙ্গেই কেক কেটে জন্মদিন উদযাপন (Dev Birthday) করলেন অভিনেতা।


আরও পড়ুন - Mimi Chakraborty: মিমি চক্রবর্তীর সুন্দর ত্বকের রহস্য কী?


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র। ছবিদুটির একটিতে দেখা যাচ্ছে গালে কেক লেগে রয়েছে দেবের। আর তিনি হাসিমুখে কথা বলতে ব্যস্ত রয়েছেন বান্ধবী রুক্মিনী মৈত্রর সঙ্গে। অন্য একটি ছবিতে বান্ধবীর সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেতা। দুটি ছবি শেয়ার করে রুক্মিনী মৈত্র লিখেছেন 'এমনি'। সঙ্গে ভালোবাসার চিহ্ন জুড়ে দিতে ভোলেননি। অভিনেতা দেবের জন্মদিনে সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা বইছে। অনুরাগী থেকে অন্যান্য তারকারা অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু তিনি জন্মদিন কাটাচ্ছেন বিশেষ মানুষের সঙ্গে।




চলতি বছরের জন্মদিনটা অভিনেতা দীপক অধিকারী বা দেবের জীবনে অনেকটাই স্পেশাল। এমনিতেই তাঁর জন্মদিনে কেক খান গোটা বিশ্বের মানুষ। জন্মদিন উপলক্ষে তিনি কেক কাটলেও বড়দিন উপলক্ষে গোটা বিশ্বের মানুষ কেক খান। তার উপর সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'টনিক'। বহু প্রতীক্ষিত 'টনিক' দেখে প্রতিক্রিয়া দিচ্ছেন অনুরাগীরা। এই ছবিতে আশি বছর বয়সেই নানারকম অ্য়াডভেঞ্চারের কর্মকাণ্ড করতে দেখা গিয়েছে বাংলা ছবির এক বর্ষীয়ান এবং কিংবদন্তি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। 'টনিক' রূপে সেই সমস্ত অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েছেন দেব। দুটো আলাদা প্রজন্মের দুই তারকার মেলবন্ধনে জমজমাট 'টনিক'। তারইমধ্যে জন্মদিন সেলিব্রেশন। এদিন দেবকেও খুবই উচ্ছ্বসিত মুখে দেখা গেল নানা ছবিতে।