কলকাতা: আজ জন্মদিন টলিউড অভিনেতা জিতের (Jeet) একমাত্র কন্যা নবন্যার। আজ ন' বছরে পা দিল ছোট্ট নবন্যা। আর মেয়ের জন্মদিন কীভাবে উদযাপন করা হল, তা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেতা জিৎ। 


এদিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জিৎ। ভিডিওতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের সুন্দর পোশাকে সেজেছে ছোট্ট নবন্যা। আর তাকে ঘিরে রয়েছে একগাদা কচিকাঁচা। মেয়ের হাত ধরে কেক কাটেন জিতের স্ত্রী মোহনা। অভিনেতাকেও তারপরই মেয়েকে কেক খাইয়ে দিতে দেখা যায়। ছোট্ট নবন্যা বাবা মায়ের গালে কেক মাখিয়ে দেয়। আর তারপর জন্মদিনে আসা বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠে। 



মেয়ে নবন্যার সঙ্গে প্রায়ই নানা মজার সময় কাটাতে দেখা যায় জিৎকে। কখনও তাঁকে দেখা যায় মেয়ের সঙ্গে মেরি গো রাউন্ডে মজা করতে। আবার কখনও সময় পেলেই স্ত্রী ও কন্যাকে নিয়ে পাহাড় কিংবা সমুদ্রে বেড়াতে চলে যান। অভিনয়ের বাইরে আক্ষরিক অর্থে সংসারি মানুষ জিৎ। কাজের বাইরে তাই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল জুড়েও থাকে হয় তাঁর কোনও সিনেমার ছবি কিংবা ভিডিও। নাহলে পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি এবং ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে পছন্দ করেন জিৎ। কিছুদিন আগেই বরফের দেশ থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে ঘুরে এলেন অভিনেতা। আর সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। 





আরও পড়ুন - Tonic Update: কথা রাখলেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাফ্টিং করার পর ভিডিও দিলেন


প্রসঙ্গত, এই মুহূর্তে আগামী ছবি 'বারণ'-র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। জানা যাচ্ছে আগামী বছর মুক্তি পাবে এই ছবি। চলতি বছর জিতের জন্মদিনে 'বারণ' ছবির টিজার মুক্তি পায়। যা নিয়ে এখন থেকেই উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা।