কলকাতা: শারদ উৎসবে সামিল টলিউড। পুজো উদযাপনের ছবি ভাগ করে নিচ্ছেন অনেকেই। আর এক অন্যরকম দেবী আরাধনার ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বাড়িতেই সারদা মায়ের আরাধনা করেছেন তিনি। আর সেখানে পৌরোহিত্য করেছেন নন্দিনী ভৌমিক ও তাঁর দল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই শেয়ার করে নিলেন দিতিপ্রিয়া। সেই সঙ্গে লিখলেন তাঁর ছোটবেলার কথা, অনুভূতি।
মহিলাদের পুজো করা নিয়ে নিজের অনুভূতির কথা লিখেছেন দিতিপ্রিয়া। ছোটবেলায় পিসিকে পুজো করতে দেখে বড় হয়েছেন তিনি। আর তাই, পৌরোহিত্যে পুরুষ বা মহিলার যে ভেদাভেদ নেই, সেই কথাই লিখেছেন দিতিপ্রিয়া। ২০১১ সালে পিসিকে হারান দিতিপ্রিয়া, তবে এক মুহূর্তের জন্যও ভুলতে পারেন না তাঁর কথা। সেই সঙ্গে ভাগ করে নিয়েছেন ছোটবেলার একটি ছবি। পিসির কোলে বসে ছোট্ট দিতিপ্রিয়া। লাল ফ্রকে অভিনেত্রীকে চেনাই যায় না। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি বেশ জনপ্রিয় হয়েছে। অনেকে প্রশংসা করেছেন, অনেকে আবার বলেছেন, মা সারদাকে পুজো করার এই ভাবনা অভিনব ও প্রশংসনীয়। নিজের মায়ের সঙ্গেও ছবি শেয়ার করে নিয়েছেন দিতিপ্রিয়া।
সামনেই আরও ২টো নতুন ওয়েব সিরিজে কাজ করার কথা দিতিপ্রিয়ার। একটি 'আবার রাজনীতি' অন্যটি 'ডাকঘর ২'। হইচইয়ের জনপ্রিয় এই দুই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে দিতিপ্রিয়াকে। অভিনেত্রী দীর্ঘ একটা সময় ধরে ধারাবাহিকে রানি রাসমণির চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিভিন্ন চরিত্রে অভিনয় নিয়ে তিনি বলেছিলেন, 'মানুষ যখন ছোটপর্দায় আমায় দেখতেন, তখন প্রায় ৫ বছর ধরে আমি রানি রাসমণির ইমেজ বজায় রেখেই চলেছি। এমনকি ব্যক্তিগত জীবনেও। এখন আমি রানি রাসমণি নই, দিতিপ্রিয়া। এখন আমি বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরবই। সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কে কি বলল তাতে আমার খুব একটা যায় আসে না। চরিত্রের প্রয়োজনে আমায় অনেক কিছুই করতে হতে পারে। সেটা চরিত্রের জন্য বা চিত্রনাট্যের প্রয়োজন হলে আমি করব।'
আরও পড়ুন: Deepika-Ranveer: বিদেশে বিলাসবহুল বিয়ের ৩ বছর আগেই বাগদান সেরেছিলেন রণবীর-দীপিকা!