কলকাতা: নেট দুনিয়ায় কটাক্ষের শিকার হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সম্প্রতি তিনি একটি বাসনের দোকানে ফোটোশ্যুট করেছেন। আর সেই ছবি ও ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন। এরপর কার্যত রে রে করে উঠেছেন নেট নাগরিকরা। কমেন্টে ভরিয়েছেন তাঁরা। অভিনেত্রীকে তাঁরা জানতে চেয়েছেন, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়ে কীভাবে তিনি বাসনের দোকানে রিল তৈরি করতে পারলেন। তিনি চাইলে তো আরও একটু ভালো কিছু চেষ্টা করে দেখতে পারতেন।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


নেট দুনিয়ায় কটাক্ষের শিকার শুভশ্রী-


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও এবং একটি ছবি পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'আলাদাই ভালো'। ছবি পোস্ট করে লেখেন, 'আলাদা কিছু অনুভব করছি'। শুভশ্রীর ছবি ও ভিডিও দেখে নেটিজেনরা ট্রোল করতে শুরু করেছেন। কেউ কমেন্ট করেছেন, 'তুমি একজন প্রথম সারির অভিনেত্রী। তোমায় এরকম ফোটোগ্রাফি বা রিল মানায় না। আরও বেটার ফোটোগ্রাফি বা রিল করা উচিত ছিল।' আবার কেউ লিখেছেন, 'এতে তোমার কোনও দোষ নেই। তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু তোমার ছবি কিংবা ভিডিও আমাদের পছন্দ হয়নি।' এমনই অনেক কমেন্ট ভরে গিয়েছে তাঁর ছবি এবং ভিডিওতে। যদিও এ প্রসঙ্গে এখনও মুখ খুলতে দেখা যায়নি শুভশ্রীকে।



আরও পড়ুন - Suniel Shetty: প্রথমবার কে এল রাহুলের সঙ্গে দেখা হওয়ার সেই মুহূর্ত কেমন ছিল? স্মৃতিচারণা সুনীল শেট্টির 


প্রসঙ্গত, কিছুদিন আগেই হকি দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল ইংরেজি লেখেন শুভশ্রী। আর ফের ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। ভারতের প্রথম ম্যাচের আগে শ্রীজেশ-হার্দিকদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপত্তিতে জড়ান অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন টলি সুন্দরী। শুভশ্রী ইংরেজিতে শুভেচ্ছা জানান ভারতীয় হকি দলকে। কিন্তু সেখানে ‘হকি ওয়ার্ল্ড কাপ’-এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’ বলে ফেলেন অভিনেত্রী। তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার অভিনেত্রী। এক নেটিজেন লেখেন, ‘ওয়ার্ল্ডস কাপ!! হে ঈশ্বর, ইংরেজি বলতে না পারলে বলেন কেন? এত চেষ্টার দরকার নেই তো!!’ কেউ আবার শুভশ্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করেন। তিনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন, এমন অভিযোগ আনেন কেউ কেউ। যদিও যাঁদের উদ্দেশে শুভশ্রীর এই বার্তা, তাঁরা ধন্যবাদ জানাতে ভোলেননি শুভশ্রীকে। ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং শুভশ্রীর কমেন্ট বক্সে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ’।