করুণাময় সিংহ, মালদা: পাহাড়ে ঘুরতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদার যুবকের। মৃতের নাম সৌরভ সাহা। বাড়ি মানিকচকের এনায়েতপুরে। পরিবার সূত্রে খবর, দিনকয়েক আগে ৪ বন্ধু ২টি মোটরবাইকে চড়ে দার্জিলিঙে ঘুরতে যান। গতকাল বাড়ি ফেরার পথে, বাইক নিয়ে খাদে পড়ে যান সৌরভ ও তাঁর এক বন্ধু। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর বাইশের সৌরভের। তাঁর বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন।
এই একই দিনে চারু মার্কেট (Charu Market) থানা এলাকায় যুবকের অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) হয়েছে। টালিগঞ্জ রোডে খালের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। কীভাবে মৃত্যু যুবকের? তদন্তে নেমেছে চারু মার্কেট থানা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
চারু মার্কেট থানা সূত্রের খবর, নিহত যুবকের নাম আকাশ শীল। বয়স ২৫ বছর। তিনি স্থানীয় কামারপাড়া এলাকার বাসিন্দা। ওই খালের পাড়ে আজ সকালে দেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে চারু মার্কেট থানায় খবর দেন। পুলিশ আসে তদন্তের জন্য। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, যেখানে দেহ পড়েছিল সেখানে বেশ কিছু ইঞ্জেকশনের সিরিঞ্জ ছিল। তবে, যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। এর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু
এদিকে রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু হয়েছে। বাড়ি থেকে বাবা-মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে মা-বাবা-মেয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার। কীভাবে ৩ জনের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে রিজেন্ট পার্ক থানা।
বাবা ব্যবসায়ী, মেয়ে আইনের ছাত্রী বলে পুলিশ সূত্রে খবর। কীভাবে মৃত্যু ৩ জনের, তদন্তে রিজেন্ট পার্ক থানা। ব্যবসায় লোকসান, আর্থিক সঙ্কটের জেরে আত্মঘাতী, প্রাথমিক অনুমান পুলিশের। ঝুলন্ত দেহে ইতিমধ্যে পচনও ধরেছে বলে জানা যায়।
এর পাশাপাশি যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ সিউড়ি শহরও। ভোররাতে বাড়ি থেকে উদ্ধার হয় বছর পঁচিশের তন্ময় সাহার ঝুলন্ত দেহ। পুলিশের চাপে আত্মহত্যার অভিযোগ তুলে পথ অবরোধ করেন মৃতের আত্মীয়-পরিজনেরা। অবরোধ হঠাতে গেলে ঢিল ছুড়ে পুলিশের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়।
অভিযোগ, লকডাউনের সময় বেআইনি অনলাইন লটারির ব্যবসা শুরু করেন ওই যুবক। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরিবারের অভিযোগ, মামলা তুলে নেওয়ার টোপ দিয়ে টাকা চেয়ে চাপ দিতে শুরু করেন সিউড়ি থানার এক এসআই। যদিও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার। ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করে বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি হাইকোর্টে ওই যুবকের আগাম জামিনের আবেদন খারিজ হয়।