কলকাতা: করোনার থাবা ক্রমশই লম্বা হচ্ছে টলিউডে। নতুন করে একের পর এক আক্রান্ত হচ্ছেন তারকারা। আজ করোনা আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। অন্যদিকে আজ করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে দেবের। একঝলকে দেখে নেওয়া যাক টলিউডের বাকি অভিনেতা অভিনেত্রীরা কেমন আছেন-


 


করোনা সংক্রমিত ইমন


করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানান গায়িকা নিজেই। তবে কেবল খবরই দিলেন না ইমন, রসিকতা করে তাতে জুড়ে দিলেন নিজেরই গাওয়া সুপারহিট গানের একটি লাইন। আজ সোশ্যাল মিডিয়ায় স্টেটাস আপডেট করে ইমন জানান, তিনি কোভিডে আক্রান্ত। ইমন লিখছেন, "আমার দরজায় খিল " Have tested positive for covid.'  আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সঙ্গীতশিল্পী। করোনা পজিটিভ ইমনের স্বামী নীলাঞ্জনও। 


 


করোনামুক্ত দেব


করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে অভিনেতা দেবের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেতা। তবে সকলের সুরক্ষার কথা ভেবে এখনও কয়েকটা দিন নিভৃতবাসেই কাটাবেন দেব। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব লেখেন, 'করোনা পরীক্ষা করালাম। আর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরও বাড়িতেই সাত দিনের আইসোলেশনের মেয়াদ পূর্ণ করব। প্রত্যেকের ভালোবাসা এবং প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। সকলে মাস্ক পরে থাকুন। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা করোনার সঙ্গে লড়াই করতে পারি। সকলে নিজের খেয়াল রাখুন।' অভিনেতার এই পোস্ট দেখে কিছুটা স্বস্তিতে অনুরাগীরা। তাঁরা অভিনেতার সম্পূর্ণ সুস্থতা কামনা করছেন।


 


কোভিড পজিটিভ বনি-কৌশানি


করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্য়ায়। শ্যুটিং চলছিল বনির। এরমধ্যেই কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। অনুরাগীদের সবাইকে আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বনি নিজেই। এরপরেই করোনা আক্রান্ত হওয়ার খবর দেন অভিনেত্রী কৌশানিও। আপাতত নিভৃতবাসে রয়েছেন দুজনেই। 


 


'ভুলভুলাইয়া টু'তে কি দেখা যাবে মঞ্জুলিকাকে?


 


নিভৃতবাসে রাজ-শুভশ্রী


আরবানায় একরত্তি ইউভানকে ছেড়ে নিভৃতবাসে দিন কাটাচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন দুজনেই। এরপর সোশ্যাল মিডিয়ায় নিভৃতবাসের টুকরো ছবি ভাগ করে নিয়েছেন রাজ। সেখানে কোথাও শুভশ্রীকে দেখা দিয়েছে যোগাসন করতে আবার কোথাও তিনি ভিডিও কলে কথা বলছেন ইউভানের সঙ্গে। 


 


করোনা আক্রান্ত ঋতুপর্ণা


এর আগেও করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। আবারও করোনা সংক্রমিত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। জানা গিয়েছে, সম্প্রতি দার্জিলিংয়ে (Darjeeling) পরিচালক অতনু বসুর ছবির শ্যুটিং-এ গিয়েছিলেন তিনি। সঙ্গে তাঁর স্বামী সঞ্জয় -সহ গিয়েছিলেন পরিবারের অন্যান্যরাও। ফিরে এসেই শরীর খারাপ হয়েছিল সকলের। এরপর করোনা সন্দেহে আরটিপিসিআর করানো হয়। রিপোর্ট এলে দেখা যায় অভিনেত্রী-সহ পরিবারের সকলেই করোনা সংক্রমিত হয়েছেন। 


 


রেশমীর পর আক্রান্ত ঋদ্ধি


করোনা আক্রান্ত হলেন বাংলা ছবির অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনা সংক্রমিত হওয়ার খবর শেয়ার করেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ঋদ্ধি লেখেন, 'আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। যাঁরা গত বাহাত্তর ঘণ্টায় আমার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে অনুরোধ করছি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে।'


 


সপরিবারে আক্রান্ত সোহম


রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যাটা। একের পর এক করোনা কাঁটায় বিদ্ধ টলিউড। আজ করোনা আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ''আমি আর আমার পরিবারের বেশ কিছু সদস্য কোভিড পজিটিভ। আমরা সবাই বাড়িতেই আইসোলেশনে রয়েছি। প্রত্যেকে দয়া করে করোনাবিধি মেনে চলুন ও সুরক্ষিত থাকুন।'