কলকাতা: দুই বাংলার পরিবর্তিত পরিস্থিতিতে বিনোদনের মানসিকতা নেই কারোরই। একদিকে অশান্ত হচ্ছে বাংলাদেশ, অন্যদিকে আরজি করে চিকিৎসক খুনের ঘটনায় ফুঁসছে কলকাতাবাসী। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। এই পরিস্থিতিতে মানুষ প্রেক্ষাগৃগে সিনেমা দেখতে যাবেন, এমন প্রত্যাশা করছেন না খোদ নির্মাতারাও। প্রচারেরও তেমন মানসিকতা নেই, বাতিল হচ্ছে একের পর এক অনুষ্ঠান। আজ, ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছিল দুটি বাংলা ছবির। মুক্তি পাওয়ার কথা ছিল একাধিক ছবির প্রথম ঝলকেরও। কী পরিস্থিতি সেগুলির? 


কলকাতায় আসতেই পারলেন না চঞ্চল চৌধুরী


বাংলাদেশের পরিস্থিতির কারণে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' এখনই মুক্তি পাবে না বাংলাদেশে। দেশ জোড়া আন্দোলন আর তার পরে শেখ হাসিনার পদত্যাগ, নতুন সরকার গঠন সব মিলিয়ে তোলপাড় পরিস্থিতি বাংলাদেশে। আর সেই কারণে প্রথমেই বাংলাদেশে ছবির মুক্তি পিছিয়ে দিয়েছিলেন নির্মাতারা। ছবি মুক্তির শেষ মুহূর্তে কলকাতার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আরজি করের চিকিৎসক খুনের ঘটনা ঘিরে। পশ্চিমবঙ্গে এই ছবির মুক্তি পিছনো সম্ভব হয়নি। নির্দিষ্ট দিনেই মুক্তি পেয়েছে 'পদাতিক'। ছবির বিশেষ স্ক্রিনিংও হয়েছে। তবে বাংলাদেশের পরিস্থিতির কারণে কলকাতায় প্রচারে আসতে পারেননি চঞ্চল চৌধুরী।


বাতিল হল 'বাবলি'-র স্পেশাল স্ক্রিনিং


আজ মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর পরিচালিত ও প্রযোজিত ছবি 'বাবলি'। আগামীকাল এই ছবির একটি বিশেষ স্ক্রিনিং হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে 'বাবলি'-র টিম সেই স্পেশাল স্ক্রিনিংকে বাতিল করেছে। আজ সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা দিয়েছেন ছবির নায়ক নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। রাজ জানিয়েছিলেন, ছবি মুক্তির একটা প্রস্তুতি থাকে। তাই শেষ মুহূর্তে ছবির মুক্তি পিছিয়ে দেওয়া সম্ভব হয়নি। তবে বন্ধ রাখা হচ্ছে স্পেশাল স্ক্রিনিং


বাতিল 'বহুরূপী'-র টিজার মুক্তি


বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি 'বহুরূপী'-র টিজার মুক্তি। এই সিনেমা মুক্তি পাওয়ার কথা পুজোর সময়। ১৪ তারিখ প্রকাশ্যে আসার কথা ছিল আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত এই ছবির প্রথম ঝলক। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই আয়োজন পিছিয়ে দেওয়া হয়েছে।


'খাদান'-এর টিজার মুক্তি পিছোলেন দেব


১৪ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল সুরিন্দর ফিল্মসের এবারের পুজোর ছবি 'খাদান'-এর টিজার। সেই কথা সোশ্যাল মিডিয়ায় আগেই ঘোষণা করেছিলেন দেব। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে 'খাদান'-এর প্রথম ঝলক মুক্তিও পিছিয়ে দিয়েছেন দেব। 


আরও পড়ুন: Madhumita-Riddhi: স্বাধীনতা দিবসের পোস্টে ভারতবর্ষ বানানই ভুল! মধুমিতাকে চাঁচাছোলা আক্রমণ ঋদ্ধির, পরে মুছলেন পোস্ট!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।