কলকাতা: আরজি কর কাণ্ডের ছায়া এবার কি বড়পর্দায়? নারীদের ওপর অত্যাচারের গল্প নিয়ে আসছে আতিউল ইসলামের নতুন ছবি 'দানব'। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে রূপসা মুখোপাধ্যায় ও পিয়ায় খানকে। গোটা রাজ্য যখন জ্বলছে আর আরজি কর কাণ্ডের আঁচে, ন্যায়বিচারের দাবিতে যখন উত্তাল কলকাতার রাজপথ তখন পর্দায় ফুটে উঠবে নারীদের ওপর অত্যাচার এবং তার থেকে নিস্তার পাওয়ার গল্প। 


এই প্রজন্মের পরিচালক চিরকালই বাস্তবের চর্চিত ঘটনাকে পর্দায় তুলে ধরতে ভালবাসেন। তার উদাহরণ হিসেবে ধরা যায় 'ফতেমা' ছবিটিকে। আর এবার। আরজি কর কাণ্ডের আবহেই 'দানব' ছবিটির ঘোষণা করলেন আতিউল ইসলাম। এই ছবিটিতে রূপসা ও পিয়ার খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। থ্রিলারের মোড়কে বড়পর্দায় আসতে চলেছে এই ছবি। একজন সাধারণ নার্সের ভূমিকায় দেখা যাবে রূপসাকে। অন্যদিকে পিয়ার খানকে দেখা যাবে একজন মর্গের ডোমের চরিত্রে। এটিই তাঁর প্রথম ছবি। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়,  অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদার ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের। 


এই গল্পে রূপসার চরিত্রের নাম উমা ও পিয়ারের চরিত্রের নাম শিবা। শিবার জীবনের একমাত্র ভালবাসার মানুষ উমা। কিন্তু গল্পের মোড়ে মৃত্যু হয় উমার। শিবার কাছের মর্গেই আসে উমার মৃতদেহ। কিন্তু পরেরদিন সকালেই খবরের কাগজে খবর বের হয় যে মর্গে একটি মৃতদেহকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। কী হবে এরপর? সেই গল্পই দেখা যাবে পর্দায়। 


এই ছবিটি নিয়ে আতিউল ইসলাম বলেছেন, 'এই ছবিতে এক কঠিন বাস্তবকে তুলে ধরা হবে। মানুষ যে কত নৃশংস তাই ফুটে উঠবে এই ছবিতে। একজন মানুষ যে তার ভালবাসার মানুষের জন্য কতটা বলিদান দিতে পারে, সেটাই উঠে আসবে এই ছবিতে। বেশ কয়েকটি গান রয়েছে এই ছবিতে। মোহনা ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে এই ছবিটা।


আরও পড়ুন: Sreelekha on Lovely Maitra: 'এত বড় স্পর্ধা যেন কারও না হয়', লাভলি মৈত্র প্রসঙ্গে কড়া বার্তা শ্রীলেখার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।