কলকাতা: সাদা কালো ছবিতে মাখামাখি স্মৃতি। বাবা-মায়ের কোলে খলখলিয়ে হাসছে এক খুদে। মা আর বাবা, দুজনেরই চোখ সেই খুদের দিকে। আর সে দিব্যি তার চেয়েও বড় এক পাঞ্জাবিতে ধোপদূরস্ত। সোশ্যাল মিডিয়ায় ছুটির দিনের সকালে ছোটবেলার স্মৃতি শেয়ার করে নিলেন টলিপাড়ার এক অভিনেতা।
হামেশাই সোশ্যাল মিডিয়ায় শৈশবের স্মৃতি ফিরে ফিরে আসে। বাদ যান না তারকারাও। তাঁদের ছোটবেলার ছবি দেখতে ভালবাসেন অনুরাগীরাও। অনেক সময়েই আমূল পরিবর্তন ঘটে যায় চেহারার। চেনাই যায় না অভিনেতা বা অভিনেত্রীকে। এক্ষেত্রেও তাই। এই ছবি দেখে বর্তমানের অভিনেতার সঙ্গে মিল পাওয়াই দায়।
এই ছবি যাঁর, তিনি আপাতত ছোটপর্দা থেকে বড়পর্দা দাপিয়ে কাজ করছেন, কেবল টলিউড নয়, অভিনেতা কাজ করেছেন বলিউডেও। পর্দা ভাগ করে নিয়েছেন অমিতাভ বচ্চনের সঙ্গেও (Amitabh Bacchan)। অন্যধারার এই অভিনেতাকে চিনতে পারছেন কী?
আরও পড়ুন: Gargee Roychowdhury: বাস্তবে কেমন 'হামি ২'-র তিন খুদে? ছবির নেপথ্য গল্পে নায়িকা গার্গী
অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)। সোশ্যাল মিডিয়ায় আজ ছোটবেলার ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা। শৈশবের সেই ছবির সঙ্গে অভিনেতার মুখের এখন মিল পাওয়াই ভার। তবে এই ছবিতে মজেছেন অনুরাগীরা। অনেকেই বেশ অবাক হয়েছেন। কেউ কে আবার জানিয়েছেন, ছবি দেখে মন ভাল হয়ে গেল। ক্যাপশানে অম্বরীশ লিখেছেন, 'যখন ছোট ছিলাম'