কলকাতা: বড়পর্দায় এবার সাংবাদিকের জীবন! নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন আতিউল ইসলাম। একসময় নিজে সাংবাদিকতা করেছেন, আর সেই অভিজ্ঞতাকেই এবার বড়পর্দায় তুলে ধরতে চান নতুন পরিচালক। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে শ্রেয়া হালদারকে। এছাড়াও রয়েছেন  লাবণী সরকার, সুদীপ মুখার্জী, বিনায়ক ত্রিবেদী , সায়ন সরকার ও অন্যান্যরা।


খুব তাড়াতাড়ি ছবির কাজ শুরু হবে। ছবির নাম 'টিআরপি' (TRP)। ছবির প্রযোজনায় এক্সপ্রেশন মুভিজ ও শেখ মন্টু। নিজের সাংবাদিক জীবনের অভিজ্ঞতাকেই পর্দায় তুলে ধরতে চান পরিচালক। ছবির মুখ্যভূমিকাতেও অভিনয় করছেন নতুন অভিনেত্রী। পর্দায় তাঁর চরিত্রের নাম শ্রেয়া। 


আরও পড়ুন: Chiranjit Sreelekha: পোষ্যদের সঙ্গে ভালবাসার বন্ধন, অভিনব উদ্যোগে সামিল চিরঞ্জিৎ, অনন্যা, দেবলীনারা


এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র শ্রেয়া। একটি প্রথম সারির সংবাদমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করে সেষ। হঠাৎ করেই শ্রেয়া জড়িয়ে পড়ে এক খুনের ঘটনার সঙ্গে। মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত শ্রাবণী রায় নাকি খুন করেছেন তাঁর ছেলে অর্ঘ্যকে। এই খবরে চাঞ্চল্য ছড়ায় সংবাদমহলে। কিন্তু শিরোনামের পিছনের আসল গল্প খুঁজতে গিয়ে শ্রেয়া সম্মুখীন হয় নতুন এক অভিজ্ঞতার। সত্যের সন্ধানে একের পর এক মোড় ঘোরানো সত্য তার অপেক্ষায়। আসল অপরাধীকে কি চিহ্নিত করতে পারবে শ্রেয়া? সেই গল্প শোনাতে আসছে আতিউল ইসলাম এর ছবি 'টিআরপি '। ছবির শ্যুটিং শুরু হতে চলেছে সামনের মাসেই।                                                       


অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), দেব (Dev), মমতা শঙ্কর (Mamata Shankar), শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharyya), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee) অভিনীত 'প্রজাপতি' (Projapoti)-র ট্রেলার। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দেব ও মিঠুনকে। অন্যদিকে 'মৃগয়া' (Mrigoya) ছবির দীর্ঘদিন পরে একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন মিঠুন ও মমতা শঙ্কর।                                                                                                       


অন্যদিকে মুক্তি পেয়েছে শ্রীজাতর প্রথম সিনেমার ট্রেলার। ছবির গল্পের আঁচ কিছুটা পাওয়া গিয়েছে ট্রেলারে। স্কুল তৈরি করার জন্য লড়াই করছেন প্রিয়ঙ্কা আর পরমব্রত। এক গ্রামের মেয়েদের স্কুল বানানোর চেষ্টা করছেন তাঁরা। ২ বছর ধরে। এই আশায় নাকি মেয়েদের বিয়ে আটকে রেখেছেন গ্রামের অনেকেই। কিন্তু অর্থের অভাবে বন্ধ হয়ে যায় সেই স্কুল তৈরির কাজ। অন্যদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি স্বর্গের জমি কেনার জন্য টাকা জমাচ্ছেন। এই নিয়ে পরমব্রত ও প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর বচসা। সত্যিই কী পরকাল বলে কিছু রয়েছে? স্বর্গের জমি কেনা যায়? অদ্ভুত এক টানাপোড়েনের গল্প বলবে শ্রীজাতর প্রথম ছবি 'মানবজমিন'।