কলকাতা: আজ এ মরশুমের শীতলতম দিন। কলকাতায় পারদ নামল ১৬ ডিগ্রির নীচে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫. ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আগামী  দু’-তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহবিদদের।জেলাতেও নামবে পারদ। তবে রাজ্য জুড়ে শীতের আমেজ ফিরলেও, এখনই জাঁকিয়ে ঠান্ডার কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের পাশাপাশি, আজ দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও এর অভিমুখ দক্ষিণ ভারত। বাংলায় এর প্রভাব পড়বে না। 


পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ রবিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রোদের দেখা মিলবে। এদিন একটা আবছা ভাব থাকবে। রোদে থাকার সময় বেশ গরম অনুভূত হবে। এদিন বৃষ্টির কোনও পূ্র্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে। ভোরের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা দিনের বেলায় তুলনায় অনেকটা কমে যাবে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। রাতে জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। রাতেও একটু আবছা ভাব থাকবে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index-৪ এর আশেপাশে থাকছে। রবিবার জেলায় হাওয়ার গতিবেগ ৯-১০ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। জেলায় উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২২ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সূর্যাস্তের পরে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে (Weather forecast of Purba Medinipur-Digha)। ভোরের দিকে এবং সন্ধের পরে ভালরকম ঠান্ডা অনুভূত হবে।


দক্ষিণ ২৪ পরগনার আজকের আবহাওয়া (South 24 Parganas Weather Update): পারদ পতন বঙ্গে, ফিরল শীতের আমেজ। গত সপ্তাহে পরপর পারদ পতন হলেও মাঝে শীতের আমেজ একটু কম ছিল গোটা রাজ্যে। উত্তুরে হাওয়ায় পড়েছিল ভাটা। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  বাধাহীন উত্তুরে হাওয়ার দাপট ফের বাড়বে, পারদ ফের নামার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয় সপ্তাহে। উত্তর পশ্চিমের বাতাস থাকবে।  রাজ্যে জুড়ে শীতের আমেজ বজায় থাকবে।  চলতি সপ্তাহ থেকে শীতের আমেজ আরও বাড়বে বাংলাজুড়ে। হালকা উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই রাজ্যে পারদ পতন। অনেকেই চাদর গায়ে শীতের আমেজ উপভোগ করছে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু। আহাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়ার্স। মূলত গত কয়েকদিন ধরেই  নীল আকাশ আর সাদা রঙের মেঘ ভেসে বেড়াতে দেখা যাচ্ছে। 


আবহাওয়ার আপডেট: ফিরল শীতের আমেজ। কলকাতা সহ অন্যান্য জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের আমেজ ফিরলেও এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় শীতভাব বজায় থাকবে।