কলকাতা: ধুলোয় বদলে গিয়েছে চুলের আসল রঙ.. মুখের অযত্নে বেড়ে ওঠা গোঁফ দাড়িতে নোংরা। কোথাও ঝলসে গিয়েছে মুখের চামড়া, কোথাও রক্তের আভাস। একঝলক দেখলে সত্যিই চেনা কঠিন এই অভিনেতাকে।
এর আগে, একাধিক লুকেই চমক লাগিয়েছেন অভিনেতা দেব (Dev)। তবে নতুন ছবি 'বাঘাযতীন'-এর এই লুক যে ভীষণ অবাক করা.. তা বলার অপেক্ষা রাখে না। এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রের বিভিন্ন অধ্যায়কে ফুটিয়ে তুলতে গিয়েই এই ছবিতে দেবকে একাধিক লুকে দেখা যাবে। তবে যে লুকটি এবিপি লাইভ (ABP Live) প্রকাশ্যে আনল, তা এখনও পর্যন্ত দেবের অন্যতম চমকে দেওয়ার মতো লুক। অভিনেতার এই লুকটি তৈরি করেছেন প্রস্থেটিক রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু (Somnath Kundoo)।
এই ছবি ও লুকটি নিয়ে দেব বলছেন, 'বাঘাযতীন আমায় এমন একজন স্বাধীনতা সংগ্রামীর জুতোয় পা গলানোর সুযোগ করে দিয়েছে, যিনি শুধু সাহসীই নন, দেশের জন্য আত্মবলিদান দিতেও প্রস্তুত ছিলেন। ব্রিটিশরাজকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছিলেন এই মানুষগুলো। মানুষের মনে ইংরেজ সরকারের ওপর তৈরি করেছিলেন ঘৃণা। সেসময়ে স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের চেহারা পরিবর্তন করতেন ব্রিটিশদের হাতে যাতে ধরা না পড়েন সেই কারণে। আমার চরিত্রেরও তাই অনেকগুলো লুকের পরিবর্তন রয়েছে। আমাদের ইতিহাসের এক অজানা অধ্যায়কে. স্বাধীনতা সংগ্রামের লড়াইকে বড়পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করছি মাত্র।'
দেবের এই লুকটি যথেষ্ট রুক্ষ। ব্রিটিশ পুলিশদের হাত থেকে বাঁচতে সেসময়ে স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্ন জায়গায় গিয়ে আত্মগোপন করতেন। আশ্রয় নিতেন অজ্ঞাতস্থানে। অনেক সময় তাঁদের চেহারারও পরিবর্তন ঘটত বিভিন্ন কারণে। গোটা ছবিতে দেবের যে লুকগুলি সামনে এসেছে, তার প্রায় কোনোটাতেই তাঁকে চেনা যাচ্ছে না। এর আগে সন্ন্যাসী ও পাঞ্জাবী পুলিশের বেশে দেবের যে লুক প্রকাশ্যে এসেছিল, তাও রীতিমতো চর্চার বিষয় হয়েছিল।
পুজোয় মুক্তি পাবে অরুণ রায়ের এই ছবি। দেব ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty), নবাগত স্নেহা দত্ত (Sneha Dutta), রোহন ভট্টাচার্য্য় (Rohan Bhattacharyya), সমিউল আলম (Samiul Amal) ও অন্যান্যরা।
আরও পড়ুন: Roktobeej New Song: পুজোর আগমনী সুরে সুরে, তীর্থ-রোহনের গলায় গ্রামবাংলার ছবি আঁকবে 'গৌরী এল'