আবির দত্ত ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: টলিপাড়ায় অচলাবস্থার মধ্যেই ফের আলোচনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), গৌতম ঘোষ (Goutam Ghosh)। আলোচনার জন্য প্রসেনজিতের বাড়িতে গেলেন দেব, খবর সূত্রের। আলোচনার শেষে নবান্নে পৌঁছলেন প্রসেনজিৎ ও গৌতম ঘোষ। (Tollywood Shooting Strike) 


একাধিক বৈঠকেও কাটল না জট, দ্বন্দ্ব গড়াল নবান্ন পর্যন্ত


পরিচালক (Directors) ও টেকনিশিয়ান (Technician) দ্বন্দ্বে মেলেনি সমাধান সূত্র। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আজও বন্ধ লাইট, সাউন্ড, ক্যামেরা ও অ্যাকশন। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট ছাড়াও আরও একাধিক সমস্যার কথা তুলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিচালকদের। ফেডারেশনের কর্মপদ্ধতি একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছেন তাঁরা। সমস্ত সমস্যার স্থায়ী সমাধান না হলে ফ্লোরে যাবেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন টালিগঞ্জের পরিচালকরা। তার জেরে সিনেমা, সিরিয়াল, OTT-র সব শ্যুটিং বন্ধ। থমকে গিয়েছে মহালয়ার শ্যুটিংও। টেকনিশিয়ান্স, এনটি ওয়ান, ইন্দ্রপুরীর মতো স্টুডিয়োর ফ্লোরে ঝুলছে তালা। কবে ছন্দে ফিরবে টালিগঞ্জের স্টুডিও পাড়া? এখনও উত্তর অজানা।                                                                       


তবে টলিপাড়ায় এই অচলাবস্থার মধ্যেই কালকের পর ফের আজও আলোচনায় বসেন প্রসেনজিৎ, গৌতম ঘোষ। সূত্রের খবর, আলোচনায় প্রসেনজিতের বাড়িতে পৌঁছন দেবও। এই আলোচনার শেষে নবান্নে পৌঁছলেন প্রসেনজিৎ ও গৌতম ঘোষ। সেখানে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় কি না, সেটাই দেখার।


আরও পড়ুন: Shah Rukh Khan: চোখের চিকিৎসা করাতে মার্কিন মুলুকে পাড়ি শাহরুখ খানের, হতে পারে অস্ত্রোপচার?


এই প্রসঙ্গে ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেন, 'এটা একেবারেই কাম্য। ইন্ডাস্ট্রির জন্যও ভাল নয়। এইটুকু ছোট একটা ইন্ডাস্ট্রি, সেখানে আজ 'কর্মবিরতি' মোটেই কারও জন্য ভাল সংবাদ আনে না। সেটা কলাকুশলী এবং প্রযোজক সকলের জন্যই ক্ষতি। আর্থিক ক্ষতি ও কাজের ক্ষতি। আমি অনুরোধ করব ফেডারেশন ও পরিচালক ও প্রযোজদের, যত তাড়াতাড়ি সম্ভব নিজেরা বসে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য। যত দ্রুত কাজ শুরু করা যায় সেই চেষ্টা করতে, এবং তার জন্য ইম্পাকে যদি কোনও সাহায্য করতে হয় তা নিশ্চয়ই করা হবে।'