কলকাতা: জিৎ (Jeet) ও মোহনার (Mohna) কোল আলো করে এল পুত্র সন্তান (baby boy)। দ্বিতীয়বার বাবা হলেন টলিউড তারকা জিৎ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন সুখবর। 


সুখবর দিলেন জিৎ


তিনজনের পরিবার বেড়ে হল চার। কোলে এল পুত্র সন্তান। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লেখেন, 'আমাদের হৃদয়ে কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে এই সুন্দর পৃথিবীতে এসে পৌঁছেছে আমাদের ছোট্ট পুত্র সন্তান। আপনাদের প্রার্থনায় রাখুন আমাদের। ভালবাসার সহিত, নবন্যা, মোহনা ও জিৎ।'


গত ২৭ সেপ্টেম্বর, সন্তান আগমনের খবর দেন অভিনেতা। সেদিন ফটোশ্যুটের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ প্রয়োজন।' জিতের মেয়ের বয়স ১১ বছর। দুটি পোস্ট করেন জিৎ। দ্বিতীয় পোস্টের ক্যাপশনে রাখেন খানিক মশকরাও।


এক ফ্রেমে দেখা যায় তারকা বাবা, মেয়ে ও মাকে। নীল রঙের থিম পোশাকে সাজেন তিনজনেই। হয় বিশেষ 'ম্যাটার্নিটি শ্যুট'। দেখা যায় মোহনার বেবি বাম্পও। ক্যাপশন ও ছবি দুই থেকে বোঝা যাচ্ছিল যে দ্বিতীয় সন্তার ভূমিষ্ঠ হতে বিশেষ দেরি নেই। আর আজ মিলল সুখবর।






অন্যদিকে দিন কয়েক আগেই পরিবারে দ্বিতীয় সন্তান এসেছে গায়ক অনীক ধরের। তাঁরও প্রথম সন্তান মেয়ে। এবার কোলে এসেছে পুত্র সন্তান। সম্প্রতি প্রথম সন্তান এসেছে তারকা জুটি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষের কোলে। কিছুদিনের মধ্যেই ডেলিভারি হবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও।                  


আরও পড়ুন: Israel Palestine Conflict: 'যা প্রয়োজন করব', দেশের যুদ্ধ পরিস্থিতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন 'ফওদা' অভিনেত্রী রোনা-লি শিমন


সুখবর দিতেই কমেন্টবক্সে শুভেচ্ছার বন্যা। শুভেচ্ছা জানাতে থাকেন অনুরাগীরা।                                                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial