কলকাতা: টলিউডে এবার শার্লক হোমস (Sherlock Holmes)! নাহ.. শার্লক নয়, বরং বলা যায় তাঁরই এক বঙ্গ সংস্করণের চরিত্র, সরলাক্ষ। এবার সেই চরিত্রকেই পর্দায় নিয়ে আসছেন সায়ন্তন ঘোষাল (Shayantan Ghoshal)। মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋষভ বসু (Rishav Basu)-কে।                                                                                                                                                         


পরশুরামের গল্পেই উল্লেখ রয়েছে এক চরিত্রের। 'সরলাক্ষ হোম'। এই চরিত্র শার্লক হোমসের চরিত্র থেকেই অনুপ্রাণিত। সরলচন্দ্র সোম নামে এক চরিত্রকে নিয়ে এই সিরিজ। আসল নাম সরলচন্দ্র সোম। পর্দায় সেই চরিত্রকেই সায়ন্তন ফিরিয়ে আনছেন কি না তা এখনও জানা যায়নি। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে ঋষভ বসু (Rishav Basu)-কে। এই প্রথম কোন গোয়েন্দা চরিত্রে দেখা যাবে ঋষভকে।


আরও পড়ুন: Ram Setu: অক্ষয় কুমারের অভিনয় যথাযথ হলেও চিত্রনাট্যের খামতি থেকে গেল 'রামসেতু'-তে


ঋষভের সহকারী অর্থাৎ ওয়াটসনের আদলে যে চরিত্র, সেই চরিত্রে অভিনয় করছেন অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee)। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজনন্দিনী পাল (Rajnandini Paul), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), সাহেব চট্টোপাধ্যায় (Shaheb Chattopadhyay), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও সাতাফ ফিগার (Shataf Figar)।                                                             


এসকে মুভিজের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। তবে এখনও পর্যন্ত কারও লুক প্রকাশ্যে আসেনি। শার্লক হোমসের দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস (The Hound of the Baskervilles)-এর গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।