কলকাতা: বছর শেষে ফের চিন্তা বাড়াচ্ছে করোনা। সেই সঙ্গে রয়েছে ওমিক্রন আতঙ্কও। একে একে সিনে জগতের একাধিক তারকা করোনা আক্রান্ত হচ্ছে। বছরের শেষ দিনে খারাপ খবর শোনালেন চিত্র পরিচালক শতরূপা সান্যালও (Satarupa Sanyal)। করোনা আক্রান্ত তাঁর বড় মেয়ে চিত্রাঙ্গদা (Chitrangada Satarupa)। সামনের বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁর।
শুক্রবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্ট করে পরিচালক লেখেন, 'নতুন বছরের শুরুতেই আমার ঘরে উৎসব হবার কথা। আমার মেয়ে চিত্রাঙ্গদার বিয়ে সম্বিতের সাথে। সব আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতিও সারা। কিন্তু কোভিডের ক্রমবর্ধমান সংক্রমন আমার ঘরেও ঢুকলো। চিত্রাঙ্গদার কোভিড রিপোর্ট পজিটিভ। সবার মন খারাপ।
এই অবস্থায় দৃঢ়তার সঙ্গে ওরা দুজনেই জানালো, বিয়ে আপাতত স্থগিত থাক। কারণ, এই অতিমারীর অতি ক্ষিপ্রতার দিনে, বিয়ে উপলক্ষ্য করে যে মানুষের সমাগম হবে, সেখান থেকেও রোগ ছড়িয়ে যেতে পারে। চিত্রাঙ্গদা পুরোপুরি সুস্থ হোক আগে। তখন দিনক্ষণ আবার ঠিক করা যাবে। শুধু তাই নয়, ওরা সোশাল মিডিয়ায় ও সর্বত্রই সকলকে সতর্ক করে দিয়েছে, যাতে , যারাই ওর কাছাকাছি এসেছিল গত কয়েকদিনে, যেন কোভিড পরীক্ষা করিয়ে নেয়।
আমি আমার মেয়ে ও জামাইয়ের এই দায়িত্বশীল ও সৎ ভাবনায় ওদের প্রতি কৃতজ্ঞ। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম সিদ্ধান্ত নেওয়া সহজকথা নয়। আজকের তরুণ প্রজন্মের স্বার্থপরতার খবরই বারবার শুনি । কিন্তু সেই প্রজন্মেরই দায়িত্বশীলতা ও সঠিক চিন্তার উজ্জ্বল প্রতিনিধি ওরা। প্রাণভরা আশির্বাদ ও অফুরান ভালোবাসা ওদের।' (অপরিবর্তিত)
আরও পড়ুন: Nora Fatehi : করোনায় আক্রান্ত নোরা ফতেহি
কিছুদিন আগেই শোনা যায় চিত্রাঙ্গদা শতরূপা বিয়ে সারবেন ২০২২ সালে। স্বভাবতই পরিবারে উৎসবের মেজাজ ছিল। কিন্তু সেই সবকিছুতেই বাধ সাধল করোনা। আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে তাঁর বিয়ে। পরে আবার পরিস্থিতি বুঝে বিয়ের তারিখ ঠিক করা হবে বলে জানিয়েছেন শতরূপা।