নয়াদিল্লি: নয় নয় করে জীবনের ছয়টি বসন্ত পার করে ফেলেছেন। কিন্তু আজও পৃথিবীর অন্যতম সেরা তারকা হিসেবে গণ্য হন। কোনও ইঁদুর দৌড়ে নেই তিনি, কিন্তু এক মুহূর্ত থেমেও নেই। বিপর্যয়, মোকাবিলা সব পেরিয়ে একের পর এক ছবি তৈরি করে চলেছেন। তাই যতই খরা চলুক না কেন, তাঁর হাত ধরেই বার বার চাঙ্গা হয়ে ওঠে হলিউড। পৃথিবীর অন্যতম সেরা তারকা, চলচ্চিত্র শিল্পী টম ক্রুজ এবার সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন। ‘সাম্মানিক অস্কার’ পেলেন তিনি। (Tom Cruise)

Continues below advertisement

টম ক্রুজ, সিনেমাপ্রেমীদের জন্য একটি নামই যথেষ্ট। গোড়ার দিকে মিষ্টি হাসি, নিষ্পাপ চাহনি যেমন মন কেড়ে নিত সকলের, বয়স যত বেড়েছে, নিজেকে ততই ভেঙেছেন, ততই গড়েছেন। যে সুদর্শন চেহারার জন্য় এত উন্মাদনা, তাকে আড়াল করতেও পিছপা হননি। অভিনয়ক্ষমতা যেমন প্রমাণ করেছেন, তেমনই বুঝিয়ে দিয়েছেন, তিনিই হলেন ‘আল্টিমেট হিরো’। ৬০ পেরিয়েও তাই কোনও ‘মিশন’ ‘ইমপসিবল’ নয় তাঁর কাছে। (Tom Cruise First Oscar)

কিন্তু এতকিছু সত্ত্বেও এতদিন সেরার শিরোপা থেকে বঞ্চিতই ছিলেন টম। একাধিক বার মনোনীত হলেও, ‘অস্কার’ হাতে ওঠেনি এতদিন। ৬৩ বছর বয়সে অবশেষে ‘সাম্মানিক অস্কার’ পেলেন তিনি। আর সেই পুরস্কার হাতে নিয়েও নিজের গুণগান করা তো দূর, বরং নিজের সাফল্যের কৃতিত্ব অন্যদেরই দিতে দেখা গেল তাঁকে। কৃতজ্ঞতা প্রকাশ করলেন দর্শকদের কাছে।  বিনম্র সুরে টম বললেন, “ছবি তৈরি করা আমার পেশা নয়, আমিই ছবি।” এ যেন দর্শকদের মনের কথাই বললেন টম, তিনি সিনেমা বানান না, তিনি নিজেই সিনেমা। আর তাতেই হাততালিতে মুখরিত হয়ে উঠল গোটা হলিউড। 

Continues below advertisement

এতদিন ‘অস্কার’ থেকে কেন বঞ্চিত ছিলেন টম, সেই নিয়ে হতাশা ব্যক্ত করেছেন তাঁর অনুরাগীরা। প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একাধিক তত্ত্বও উঠে এসেছেন। সিনেমাপ্রেমীদের একাংশের মতে, হলিউড তাঁদেরই সম্মান জানায়, যাঁরা নিজেদের কষ্ট-যন্ত্রণা তুলে ধরেন। তুলে ধরেন, চরিত্রের জন্য কত খেটেছেন, মানসিক ভাবে কত ঝড়ঝাপটা সয়েছেন, চরিত্রের মধ্যে কতটা ডুবে গিয়েছিলেন। কিন্তু টম কোনও দিনই সেই গোত্রে ঢোকেননি, ঢোকার চেষ্টাও করেননি। নিজের পেশাকে উপভোগ করেছেন চুটিয়ে। কে কী বলল, কে কী ভাবল, পরোয়া করেননি কখনও। নিজেকে জাহির করার পরিবর্তে এগিয়ে দিয়েছেন অন্যকে। 

তাই অনুরাগীদের মতে, শেষ পর্যন্ত ‘অস্কারে’ টমকে সম্মানিত করতে বাধ্য হল হলিউড। টম যে ‘সাম্মানিক অস্কার’ নিতে আসবেন, তাও কল্পনাতীত ছিল অনেকের কাছে। কিন্তু বরাবরের মতোই ভাবনার ঊর্ধ্বে রইলেন টম। তই সিনেমাপ্রেমীরা বলছেন, "টম অস্কার পেলেন না, অস্কার টমকে পেল।"