কলকাতা: 'টনিক'-কে নিয়ে ৫৩তম গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (IFFI 2022) হাজির দেব ও  পরিচালক অভিজিৎ সেন (Avijit Sen)। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। দেব এই ছবির কেবল অভিনেতা নয়, সহ প্রযোজকও। করোনাকালেও সাফল্য পেয়েছিল এই ছবি। আর এবার গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হল 'টনিক'। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন দেব স্বয়ং।



 


২০২১ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রণব কুমার গুহ ও বেঙ্গল টকিজ প্রযোজিত 'টনিক'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স ছিল এই ছবির সহ প্রযোজক।  দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন জুটির মুগ্ধ করা মেলবন্ধন চাক্ষুস করতে পেরেছিলেন দর্শক। একেবারেই দুটো আলাদা প্রজন্মের অভিনেতা তাঁরা। কিন্তু পর্দায় তাঁদের জুটি মন জিতে নিয়েছে দর্শকের। আর তাতেই বাজিমাৎ 'টনিক'।                                                                                                                                                                                 


আরও পড়ুন: Film Cirkus: প্রথমবার দ্বৈতচরিত্রে রণবীর, 'সার্কাস'-এর নতুন পোস্টারে চমক


সোশ্যাল মিডিয়ায় আজ কালো পোশাকে ছবি শেয়ার করে নিয়েছেন দেব। লিখেছেন, 'গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ডায়েরিজ'। আজ ফেস্টিভ্যালে হাজির ছিলেন দেব ও অভিজিৎ সেন।