কলকাতা: প্রকাশ্যে স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-র নতুন ধারাবাহিকের প্রোমো। শুভঙ্কর সাহা (Subhankar Saha)-র সঙ্গে জুটি বেঁধে বেশ কিছুদিন পরে ছোটপর্দায় কামব্যাক করছেন স্বস্তিকা। ধারাবাহিকের নাম 'তোমার খোলা হাওয়া'। আজই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের ঝলক। এতদিন স্বস্তিকার ছোটপর্দায় ফেরার জল্পনা ছিলোই। আজ সেই জল্পনাতেই শিলমোহর দিয়ে চ্যানেলের তরফ থেকে ভাগ করে নেওয়া হয়েছে ধারাবাহিকের ঝলক।
এই ধারাবাহিক এক অসম প্রেমের গল্প বলবে। শুভঙ্করের সঙ্গে বয়সের পার্থক্য দেখানো হয়েছে স্বস্তিকার। অসম বয়স্ক এক সম্পর্কের গল্প বলবে এই ধারাবাহিক। ১২ ডিসেম্বর থেকে জি বাংলার পর্দায় সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের। ২০১৯ সালে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিল স্বস্তিকা দত্ত এবং ক্রুশল অহুজার জুটি। এরপরে ক্রুশল একটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন। অন্যদিকে ওয়েব সিরিজে অভিনয় করেন স্বস্তিকা।
আরও পড়ুন: New Bengali Serial: বিরতি পেরিয়ে ধারাবাহিকের মুখ্যভূমিকায় রাজদীপ, জুটি বাঁধছেন সুস্মিতার সঙ্গে
এই ধারাবাহিকে ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। মঞ্চে দাঁড়িয়ে পুতুল হাতে কথা বলার শিল্পকে বলা হয় ভেন্ট্রিলোকুইজম। এই শিল্পে শিল্পী নিজেই গলার স্বর পরিবর্তন করে পুতুলের স্বরে কথা বলেন, কিন্তু তা ধরতে পারেন না দর্শক। সামান্য হাঁ করা থাকে শিল্পীর মুখ। যতটা সম্ভব ঠোঁট না নাড়িয়ে, গলা বদলে কথা বলতে হয় শিল্পীকে। ‘শশী-সুমিত প্রোডাকশন’-এর প্রযোজনায় এই ধারাবাহিকটি তৈরি হবে।