কলকাতা: 'কাকা, কতদিন পর সাইকেল চালালে?' প্রশ্ন শুনে খানিক ভেবে 'কাকা'র উত্তর তা প্রায় বছর পঞ্চাশ পর হয়তো। এই 'কাকা'র নাম পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banyopadhyay), আর প্রশ্নকর্তা স্বয়ং দেব (Dev)। 


২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অভিজিৎ সেন পরিচালিত ও দেব-পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'টনিক' (Tonic)। ছবি মুক্তির তারিখ যত এগোচ্ছে, ততই মজার মজার ভিডিও পোস্ট করছেন দেব। ছবিতে একাধিক দুঃসাহসিক সিনের ঝলক দেখতে পাওয়া গেছে ট্রেলারে। একাধিক ভিডিও পোস্ট করে দেব দর্শকদের জানিয়েছেন যে এই সমস্ত স্টান্ট কারও সাহায্য ছাড়াই করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী চালিয়েছেন সাইকেলও।


 






অবশ্য ৭০ বছর বয়সেও অনায়াসে যিনি রিভার র‍্যাফ্টিং করে ফেলতে পারেন, সাইকেল চালানো তাঁর কাছে এমন কী কঠিন ব্যাপার। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন দেব। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রশ্ন করেন, 'কতদিন পর সাইকেল চালালেন?' প্রশ্ন শুনে পরাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'তা আমি বোধ হয় ষাটের দশকে চালিয়েছি। ৬৫-৬৬ সালের পর এই বোধ হয় প্রথম চালালাম।' দেবের গলায় বিস্ময়, 'মানে প্রায় পঞ্চাশ বছর পর।' 


আরও পড়ুন: Prosenjit Chatterjee: সাফল্য পাওয়ার বিশেষ 'মন্ত্র' শেখালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়


তবে এরপর পরাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়ও প্রশংসা, 'সাইকেলের চাকার পাম্পে শুধু সাইকেল চলে না। পাশে দেব থাকলে সাইকেল তরতর করে চলে।' সঙ্গে সঙ্গে গোটা সেট ফেটে পড়ে হাততালিতে। 


ভিডিওর উপসংহার টানেন দেব। তাঁর মতে এই বয়সেও যে মাউন্ট এভারেস্ট জয় করা যায় পরাণ দার তারই উদাহরণ।