মুম্বই: নিজের কাজে প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে পর্ন অ্যাপ সংক্রান্ত কোনও ব্যাপারে তিনি খোঁজ রাখেননি, মুম্বই পুলিশকে এমনটাই জানালেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। সম্প্রতি পর্নোগ্রাফি কাণ্ডে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদে এমনটাই জানান অভিনেত্রী।
এই প্রসঙ্গে শিল্পা শেট্টি আরও জানান, রাজ কুন্দ্রা ২০১৫ সালের এপ্রিল মাসে ভিয়ান ইন্ডাস্ট্রিস লিমিটেড লঞ্চ করেন। শিল্পা তাঁর সঙ্গে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত ছিলেন। এরপর কিছু ব্যক্তিগত কারণবশত তিনি সেই ব্যবসার কাজ থেকে সরে আসেন। বুধবার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখা যে চার্জশিট পেশ করে তাতেও একই তথ্য দেওয়া আছে।
পুলিশ সূত্র অনুযায়ী, রাজ কুন্দ্রা তাঁর কোম্পানির মুম্বইয়ের অফিস ব্যবহার করেই অশ্লীল ছবি তৈরির অ্যাপের কাজ চালাতেন।
প্রায় ১৫০০ পাতার দীর্ঘ চার্জশিটে মোট ১১ জন গ্রেফতার হওয়া অভিযুক্ত এবং আরও ২ অভিযুক্তের বিরুদ্ধে সংগৃহীত প্রমাণ এবং তদন্তের খতিয়ান দেওয়া রয়েছে।
১৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে ১৫০০ পাতার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট (supplementary chargesheet) পেশ করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা (Crime Branch of Mumbai Police)। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চলা পর্নোগ্রাফি কাণ্ডে সেশন কোর্টে এই চার্জশিট পেশ করা হয়। রাজ কুন্দ্রা এবং এই কাণ্ডে জড়িত বাকিদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়।
মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ গত ১৯ জুলাই মোবাইল অ্যাপে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার করে রাজ কুন্দ্রাকে। চলতি বছরের এপ্রিল মাসে ৯ জনের বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরির অভিযোগে চার্জশিট পেশ করা হয়।
ইতিমধ্যেই এই কেসের তদন্ত করার জন্য মুম্বই ক্রাইম শাখা একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে। তারা এই কেসের সমস্ত এফআইআর খতিয়ে দেখছেন বলে খবর সূত্রের।