কলকাতা: কখনও রেস্তোরাঁয়, কখনও রাস্তায় আবার কখনও শ্যুটিং সেটেই.. মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) দেখলেই সবার মুখে একটাই কথা। দারুণ হয়েছে 'মিনি'-র ট্রেলার। এই কথা শুনে প্রত্যেকবার কার্যত আকাশ থেকে পড়ছেন অভিনেত্রী মিমি। কেন? কারণ এখনও তো মুক্তিই পায়নি 'মিনি'-র (Mini) ট্রেলার। শ্যুটিং শেষ, শেষ এডিটিংও। দর্শক অপেক্ষায় ছিলেন, কবে পর্দায় নতুন জুটিকে দেখবেন দর্শক? অবশেষে প্রকাশ্যে এল মুক্তির দিন। অয়ন দে পরিচালিত ওম সাহানি (Om Sahani) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) অভিনীত ছবি 'ভয় পেও না' (Voy Peo Na) মুক্তি পাবে মে মাসের ২৭ তারিখে। বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
২৭ মে মুক্তি পাবে শ্রাবন্তী আর ওমের 'ভয় পেও না'
শ্যুটিং শেষ, শেষ এডিটিংও। দর্শক অপেক্ষায় ছিলেন, কবে পর্দায় নতুন জুটিকে দেখবেন দর্শক? অবশেষে প্রকাশ্যে এল মুক্তির দিন। অয়ন দে পরিচালিত ওম সাহানি (Om Sahani) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) অভিনীত ছবি 'ভয় পেও না' (Voy Peo Na) মুক্তি পাবে মে মাসের ২৭ তারিখে। আজই শেয়ার করে নেওয়া হয়েছে এই ভুতুড়ে ছবির মুক্তির দিন। এই ছবির অফিসিয়াল পোস্টার মুক্তি পাবে ১০ এপ্রিল। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধছেন ওম সাহানি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হরর-থ্রিলার এই ছবিতে কেবল শ্রাবন্তী ও ওম নয়, দেখা মিলবে দর্শনা বণিকেরও (Darshana Bonik)। একটি আইটেম গানে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন ডাব্বু (Dabbu)। গান গেয়েছেন অনুপম রায় (Anupam Roy), রাজ বর্মণ (Raj Burman) ও অন্তরা মিত্র (Antara Mitra)।
ট্রাফিক নিয়ম ভাঙতেই ৭০০ টাকা জরিমানা 'পুষ্পারাজ' অল্লু অর্জুনের
ট্রাফিক আইন (Trafic Rule) ভাঙলেই দিতে হবে মাশুল। তা সে আপনি সাধারণ মানুষ হোন বা স্বয়ং অল্লু অর্জুন (Allu Arjun)। কড়া হাতে নিয়মরক্ষা করছেন হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police)। এবার নিয়ম ভাঙার খেসারত সত্যিই দিতে হল অল্লু অর্জুনকে। প্রশাসনের সামনে 'ঝুঁকেগা নেহি' বলে পার পাওয়া যাবে না যে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, তেলঙ্গানা রাজ্য পুলিশ (State Police) দক্ষিণী তারকা অভিনেতা অল্লু অর্জুনের কালো রেঞ্জ রোভার লাক্সারি এসইউভিতে (Range Rover SUV) কালো রঙের কাচ ব্যবহারের জন্য জরিমানা করেছে। প্রসঙ্গত ভারতে গাড়ির জানালায় কালো কাচ ব্যবহার নিষিদ্ধ। জরিমানা (fine) হিসেবে ৭০০ টাকা (700 rs) দিতে হল 'পুষ্পারাজ'কে।
বিমানবন্দরে সাবার হাত ধরে প্রকাশ্যে হৃত্বিক
বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে সাবা আজাদের (Saba Azad) সম্পর্কের কথা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছেল। এবার প্রকাশ্যে তাঁদের হাত-ধরা অবস্থায় দেখা গেল। গতকাল সন্ধের কিছু পরের দিকে বিমানবন্দরে সাবা আজাদের হাত ধরে প্রকাশ্যে দেখা যায় হৃত্বিক রোশনকে। আর তারপর থেকেই দুই অভিনেতার সম্পর্কের গুঞ্জন আরও বেশি করে শোনা যাচ্ছে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের টানাপোড়েনে ‘হে সিনামিকা’-য় নজর কাড়লেন অদিতি, দুলকর, কাজল
গাড়ি কিনলেন 'বিগ বস ১৫' জয়ী তেজস্বী প্রকাশ
'বিগ বস সিজন ১৫' (Bigg Boss 15) জেতার পর থেকে অভিনেত্রী তেজস্বী প্রকাশের (Tejasswi Prakash) জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। তার সঙ্গে অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন সেই জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। 'বিগ বস ১৫' জেতার পরই তাঁকে 'নাগিন ৬'-এ মুখ্য চরিত্রে অভিনয়ের ঘোষণা করা হয়। সম্প্রতি তিনি নতুন গাড়ি কিনেছেন। প্রেমিক কর্ণ কুন্দ্রার সঙ্গে তাঁর বেশ কিছু নতুন ছবি ও ভিডিও ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর গাড়ির দাম শুনে চোখ কপালে নেট নাগরিকদের।
আনুষ্ঠানিক মুক্তির আগেই ফাঁস 'মিনি'-র ট্রেলার
কখনও রেস্তোরাঁয়, কখনও রাস্তায় আবার কখনও শ্যুটিং সেটেই.. মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) দেখলেই সবার মুখে একটাই কথা। দারুণ হয়েছে 'মিনি'-র ট্রেলার। এই কথা শুনে প্রত্যেকবার কার্যত আকাশ থেকে পড়ছেন অভিনেত্রী মিমি। কেন? কারণ এখনও তো মুক্তিই পায়নি 'মিনি'-র (Mini) ট্রেলার। তাহলে? মুক্তির দিন ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। ৬ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মিনি'। এখনও প্রকাশ্যে আসেনি তার ট্রেলার। কিন্তু মিমির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকেই নাকি প্রশংসা করছেন মিমির নতুন ছবির। এমনই অবাক নায়িকা যে তিনি ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায়কে ফোন করে জানিয়েও ফেলেছেন এই ঘটনার কথা। গল্প সেখানেও। অয়ন্নাকেও নাকি বন্ধুদের থেকে শুনতে হচ্ছে একই কথা। অথচ এখনও ট্রেলার দেখেনি সেও! গোটা ঘটনায় অবাক মাসি বোনঝি দুজনেই।