কলকাতা: আবারও খবরের শিরোনামে উঠে এলেন অনিল কপূর। সম্প্রতি তিনি দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে যে, অনুমতি ছাড়া যেন তাঁর  নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, ছবি কোনও বাণিজ্যিক বা ব্যক্তিগত স্বার্থের জন্য় ব্য়বহার করা না হয়। নিজের ব্য়ক্তিত্বের অধিকারের সুরক্ষা রক্ষার জন্য়ই এই মামলা বলে জানিয়েছেন অভিনেতা।


'মিস্টার ইন্ডিয়া' জানিয়েছেন, 'আমি আমার নাম, ইমেজ, কণ্ঠস্বর এবং আমার ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্য সহ আমার ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য আমার আইনজীবী অমিত নায়েকের মাধ্যমে দিল্লি হাইকোর্টে একটি মামলা করেছি। ডিজিটাল মিডিয়া সহ যে কোনও মাধ্য়মের অপব্যবহারের বিরুদ্ধে এই মামলা। এই মামলায় এমন অনেক উদারহণ আছে, যেখানে অনুমতি ছাড়াই আমার নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, ছবি ব্য়বহার করা হয়েছে।'


আরও পড়ুন...


১৩ দিনে দেশে ৫০০ কোটি পার 'জওয়ান' ছবির, আয়ের নিরিখে পিছনে ফেলল 'কেজিএফ ২'-কে


অন্য়দিকে, চলতি বছরই মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ছবি 'ইমার্জেন্সি'। তাই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। অনেকেরই দাবি, এই ছবিতে কঙ্গনা কংগ্রেস দলকে খারাপ ভাবে দেখাবেন। কারণ, সকলেই জানেন অভিনেত্রী গেরুয়া শিবিরের সমর্থক। আর ছবি মুক্তিও পাচ্ছে ২০২৪-এর লোকসভা ভোটের আগে। ফলে বিতর্ক দানা বেঁধেছে সহজেই। আর এই বিতর্কেরই খোলাখুলি জবাব দিলেন অভিনেত্রী।


তিনি বলেন, ‘আগে ছবিটি দেখুন। আমার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই, নাকি কোনও রাজনৈতিক দলের। তবে আমি বলতে চাই এটা আমাদের প্রধানমন্ত্রী মোদীজির জন্যও খুব সম্মানের, পরপর তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া। এটা ইন্দিরা গাঁধীর জীবনের গল্প। জীবনে যা কিছু খারাপ বা ভালো করেছেন। যেমন আমি বলেছি, একজন নারী তাঁর নিজের অধিকারে প্রতিনিধি। এটা ধরে নেওয়া ভুল যে কোনও রাজনৈতিক দলকে আমি ভুলভাবে দেখাব।’ 


এর পাশাপাশি, অ্যাটলি কুমারের (Atlee Kumar) পরিচালনায়, শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতির (Vijay Sethupathi) অভিনয়ে তৈরি 'জওয়ান' ঝড় এখনও অব্যাহত প্রেক্ষাগৃহে ('Jawan' Box Office Collection)। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ১৩ দিন পরেও দুর্দান্ত ব্যবসা করল ছবিটি। দেশের বাজারে ৫০০ কোটির ব্যবসা পার করল 'জওয়ান'। আর ১৩ দিনের মাথায় বিশ্বব্যাপী ৯০০ কোটির বেশি আয় করেছে এই ছবি।  প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে এই আয়ের পরিমাণ।


চোখ রাখব অন্য় খবরে। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই চারহাত এক হতে চলেছে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার। তাঁদের বিয়ে নিয়ে দুই পরিবারেই এখন খুশির হাওয়া। আর এই আবহেই দিল্লির গুরুদ্বারে দেখা মিলল এই ডুয়োর। গুরুদ্বারের কীর্তনসহ একাধিক অনুষ্ঠানে ভক্তিভরে সামিল হলেন রাঘব-পরিণীতি। (Parineeti-Raghav Pre-wedding) এদিন সাবেকি পোশাকে দেখা মিলল দুজনের। রাঘব চাড্ডা পরেছিলেন একটি অফ হোয়াইট রঙের কুর্তা-পাজামা, ও পরিণীতিকে দেখা গেল পীচ রঙের সালোয়ারে। তাঁদের গুরুদ্বারে প্রার্থনা করার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। যা ইতিমধ্য়েই বেশ পছন্দ করেছে তাঁদের অনুরাগীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial