কলকাতা:  থমকে গেল স্প্লিটসভিলা খ্যাত আদিত্য সিং রাজপুতের জীবন। আজ ১১ তলা বিল্ডিং-এর বাথরুম থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। আদিত্যকে মৃত অবস্থায় দেখতে পান তাঁর বন্ধু। তখনই বিল্ডিং-এর নিরাপত্তারক্ষীকে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আদিত্যকে। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালের রির্পোট অনুযায়ী, অতিরিক্ত মাদক সেবনের জন্য়ই মৃত্য়ু হয়েছে  আদিত্য সিং রাজপুতের।


অন্যদিকে, এইমুহূর্তে স্পোর্টস ফিল্ম 'বিজয় 69'-এর শ্য়ুটিং-এ ব্যস্ত বলিউডের প্রবীণ অভিনেতা  অনুপম খের। আর সেখানেই একটি শ্য়ুটিং চলাকালীন গুরুতর চোট পেলেন অভিনেতা। জানাযাচ্ছে, তাঁর হেয়ারলাইন ফ্র্যাকচার। সম্প্রতি ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করে নিজেই এই খবর প্রকাশ্য়ে আনলেন অভিনেতা।পোস্টে রসিকতার ছলে অভিনেতা লেখেন, 'স্পোটর্স ছবির শ্য়ুটিং-এ চোট লাগবে না তাও কী হয়!' তিনি আরও লেখেন,'যিনি আমার হেয়ারলাইন ফ্র্যাকচারের চিকিৎসা করেছেন তিনি বলেছেন এর আগে তিনি শাহরুখ খান ও ঋত্বিক রোশনেরও চোটের চিকিৎসা করেছেন। আর এই কথা শুনে আমার ব্য়থা যেন খানিকটা কমে গেছে।'


পাশাপাশি,  আজ ২৩ বছরে পা দিলেন সুহানা খান (Suhana Khan)। আর বিশেষ এই দিনে, তাঁকে শুভেচ্ছা, ভালবাসায় ভরালেন 'বাদশা' শাহরুখ খান (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট রিল শেয়ার করে শাহরুখের সুহানার প্রতি অভিনব বার্তা। শাহরুখ লিখেছেন, 'আজ দিনটা তোমার খুশি থাকার। আজ, কাল এবং প্রতিদিন। অনেক ভালবাসা তোমায়।' উত্তরে সুহানা লেখেন, 'তোমায় সবচেয়ে বেশি ভালবাসি'। বর্তমানে বিনোদন দুনিয়ায় পা রেখেছেন সুহানা। বিদেশে পড়াশোনা করেছেন সুহানা। থিয়েটার করেন সুহানা, 'দ্য আর্চিজ' ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। আজ শাহরুখ যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, স্কেটিং করছেন সুহানা। খোলা চুলে, সুহানা যেন পাখি। সোশ্যাল মিডিয়ায় মেয়ের এই মিষ্টি ভিডিওটি বেশ মনেও ধরেছে নেটিজেনদের। এই পোস্টে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তাও।


আরও পড়ুন...


নীল, কমলা না কি সাদা? কোন পাসপোর্ট আপনার? কেন এত ভাগ?


অন্য়দিকে, ২০২৩ সালের কানের রেড কার্পেটে প্রথমবার পা রেখেছেন একাধিক ভারতীয় নায়িকারা। সারা আলি খান (Sara Ali Khan), মানুসী চিল্লার (Manushi Chillar), এশা গুপ্তা (Esha Gupta), উর্বশী রাউতেলা (Urvashi Rautela)- এঁরা প্রত্যেকেই মাতিয়েছেন কানের রেড কার্পেট। অনুষ্ঠানের প্রথমদিনে নজর কেড়েছিল উর্বশী রাউতেলার গলার নেকলেস। তার ডিজাইন ছিল, একে অপরকে কামড়ে ধরে রয়েছে দুটি সরীসৃপ। তবে সম্প্রতি এক গয়না বিশেষজ্ঞ দাবি করেছেন, উর্বশীর গলায় যে কার্টিয়ারের নেকপিস দেখা গিয়েছিল, সেটি মোটেই আসল নয়।


এর পাশাপাশি, এবার প্রকাশ্য়ে এল এই ছবির দ্বিতীয় গান 'তেরে ভাস্তে' (Tere Vaaste)। সচিন-জিগরের সঙ্গীত পরিচালনায় গানটি গেয়েছেন বরুণ জৈন। গানটির কথা অমিতাভ ভট্টাচার্যর। সোমবার জয়পুরের আইকনিক রাজ মন্দির থিয়েটারে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য়ে আনেন ছবির মুখ্য় অভিনেতা ভিকি এবং সারা।