কলকাতা: অবশেষে রুপোলি পর্দায় (Sliver Screen) হাজির হয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও রাজকুমার হিরানি (Rajkumar Hirani) 'কম্বো'। ২০২৩ সালে কিং খানের তৃতীয় ছবি 'ডাঙ্কি' ('Dunki' Box Office Collection Day 1) মুক্তি পেয়েছে ২১ ডিসেম্বর। কিন্তু আগের দুই ছবির মতো প্রথম দিনে ব্যবসা করতে পারল না রাজু-কিং খান জুটির প্রথম ছবি। বৃহস্পতিবার এই ছবি বক্স অফিসে আয় করল ৩০ কোটি টাকা। প্রভাস (Prabhas) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'সালার' (Salaar) মুক্তি পেল প্রেক্ষাগৃহে, আজ, শুক্রবার, ২২ ডিসেম্বর। Sacnilk.com প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই অ্যাকশন ড্রামা (action drama) ঘরানার ছবি মুক্তির আগেই ৪৮ কোটির টিকিট বিক্রি করে ফেলেছিল। প্রথম দিনেই টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ প্রায় ৪৮.৯৪ কোটি টাকা। ফলে সহজেই আন্দাজ করা যাচ্ছে যে, এই ছবির প্রথম দিনের আয় ছাপিয়ে যাবে 'ডাঙ্কি'র (Dunki) প্রথম দিনের ব্যবসাকে। আজ বিনোদন দুনিয়ায় চর্চায় রইল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন।


আইনি যুদ্ধে মিমি-টোটা!


'ধনঞ্জয়' ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সেই স্মৃতিই যেন ফেরালেন তাঁর প্রথম ওয়েব সিরিজে। মুক্তি পেল মিমির প্রথম ওয়েব সিরিজ 'যাহা বলিব সত্য বলিব' (Jaha Bolibo Sottyo Bolibo)-র ট্রেলার। আর সেই সিরিজের ঝলকে, আদ্যোন্ত খলচরিত্রে নজর কাড়লেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhary)। ট্রেলারে যে ঝলক মুক্তি পেয়েছে, তাতে মিমি আর টোটার চরিত্রের দ্বৈরথ ভীষণ স্পষ্ট। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। সাংসারিক গল্পের বাইরে এই সিরিজ অন্যরকম স্বাদ দেবে বলেই নির্মাতাদের বিশ্বাস। পৃথা রায়ের (Pritha Roy) চরিত্রের হাত ধরেই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন মিমি। এই ঘটনা তুলে ধরবে, কলকাতায় রাস্তায় বর্ষশেষের রাতে ঘটে যাওয়া একটি ঘটনাকে। খুন, শ্লীলতাহানি আর সেই ঘটনার আইনি বিচার... এই ঘটনাকে নিয়েই তৈরি হয়েছে সিরিজ। মিমি চক্রবর্তী এই সিরিজ নিয়ে বলছেন, 'এই কাজটা আমার ভীষণ কাছের তার অনেকগুলো কারণ। প্রথমত, এটা আমার ওটিটি প্ল্যাটফর্মে প্রথম কাজ। দ্বিতীয়ত, এই সিরিজের স্ক্রিপ্ট। প্রত্যেকটা দৃশ্য যেন আমায় চ্যালেঞ্জ করছিল। আমার চরিত্রকে গভীরভাবে চিনেছি, জেনেছি... চেষ্টা করেছি এই সুযোগের সদ্বব্যবহার করার। আশা করি দর্শকদের ভাল লাগবে আমাদের এই কাজটা। 


অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পৌষালী


অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় (Paushali Banerjee)। আজ সকালে অনুষ্ঠানে যাওয়ার পথে বেথিয়াডহরির কাছে নাকাশিপাড়ায় তাঁর মিউজিশিয়নদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে পৌষালীর মিউজিশিয়নদের গাড়িকে। সঙ্গীতশিল্পীর চোট লাগলেও তা গুরুতর নয় বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি শেয়ার করে নিয়েছেন পৌষালী। তুবড়ে গিয়েছে কালো রঙের এসইউভির সামনের অংশ। আর এই দৃশ্য দেখার পর থেকেই উদ্বিগ্ন হয়েছেন পৌষালীর অনুরাগীরা। অনেকেরই জানতে চেয়েছেন, তিনি কেমন আছেন। পৌষালীর সফর শুরু হয়েছিল 'সারেগামাপা'-র মঞ্চ থেকে। এখন তাঁর জনপ্রিয়তা বেড়েছে, মুক্তি পেয়েছে একাধিক অ্যালবামও। তাঁর দরাজ গলার গান বিভিন্ন শো-এ বেশ জনপ্রিয়তা পায়। আর শুক্রবার, একটি শো-তে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। পৌষালী জানিয়েছেন, তাঁদের গাড়ি নিয়ম মেনেই চলছিল। হঠাৎ অন্য একটি গাড়ি ইন্ডিকেটর না দিয়ে বাঁ দিক থেকে ডানদিকে চলে আসে। এক্কেবারে পৌষালীদের গাড়ির সামনে। টাল সামলাতে না পেরে সঙ্গীতশিল্পীর গাড়ি আর ওই গাড়ি ধাক্কা খায়। সম্ভবত ওই গাড়ির চালকের অপটু হাতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পৌষালীর। আহত হয়েছেন পৌষালীর গাড়ির চালক, ও সাউন্ড ম্যান। কাছের একটি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন সঙ্গীতশিল্পী।


অগ্রিম বুকিংয়েই ৪৮ কোটি আয় করল প্রভাসের 'সালার'


প্রভাস (Prabhas) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'সালার' (Salaar) মুক্তি পেল প্রেক্ষাগৃহে, আজ, শুক্রবার, ২২ ডিসেম্বর। Sacnilk.com প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই অ্যাকশন ড্রামা (action drama) ঘরানার ছবি মুক্তির আগেই ৪৮ কোটির টিকিট বিক্রি করে ফেলেছিল। প্রথম দিনেই টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ প্রায় ৪৮.৯৪ কোটি টাকা। ফলে সহজেই আন্দাজ করা যাচ্ছে যে, এই ছবির প্রথম দিনের আয় ছাপিয়ে যাবে 'ডাঙ্কি'র (Dunki) প্রথম দিনের ব্যবসাকে। শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা প্রভাসের 'সালার: পার্ট ১ - সিজফায়ার'। বক্স অফিস সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের ১৬ হাজার ৫৯৩ শোয়ের প্রায় ১৭ লক্ষ টিকিট বিক্রি হয় অগ্রিম বুকিংয়েই। এর মধ্যে তেলুগু শোয়ের জন্যই ১৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। যার থেকে মোট আনুমানিক আয় প্রায় ৩৮.২৫ কোটি টাকা। ছবির মুক্তির আগে ২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে তামিল ও হিন্দি মিলিয়ে। এর থেকে তামিলে ব্যবসার পরিমাণ প্রায় ১.৯ কোটি টাকা, এবং হিন্দিতে ৫.৬২ কোটি টাকা। 


প্রথম দিনে বক্স অফিসে 'পাঠান'-'জওয়ান'কে টেক্কা দিতে পারল না শাহরুখ-রাজুর 'ডাঙ্কি'


অবশেষে রুপোলি পর্দায় (Sliver Screen) হাজির হয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও রাজকুমার হিরানি (Rajkumar Hirani) 'কম্বো'। ২০২৩ সালে কিং খানের তৃতীয় ছবি 'ডাঙ্কি' ('Dunki' Box Office Collection Day 1) মুক্তি পেয়েছে ২১ ডিসেম্বর। কিন্তু আগের দুই ছবির মতো প্রথম দিনে ব্যবসা করতে পারল না রাজু-কিং খান জুটির প্রথম ছবি। বৃহস্পতিবার এই ছবি বক্স অফিসে আয় করল ৩০ কোটি টাকা। শাহরুখ খানের 'ডাঙ্কি' মুক্তি পেয়েছে একটি কর্মদিবসে। ছুটি শুরু হতে এখনও দিন তিন বাকি। সেই অনুযায়ী, এমনিতে প্রথম দিনের আয় খুব খারাপ নয় 'ডাঙ্কি'র। কিন্তু 'পাঠান' ও 'জওয়ান' যে মাপকাঠি স্থির করে দিয়েছে তার কাছে খানিক ফিকে 'ডাঙ্কি'র প্রথম দিনের আয়। টিকিটের অগ্রিম বুকিংয়ের সময় 'ডাঙ্কি' ১৫.৪১ কোটি টাকা আয় করে ফেলেছিল। আজ, ২২ ডিসেম্বর, মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত 'সালার', যার অগ্রিম টিকিট বুকিংয়ের পরিমাণও বেশ ভালই। ফলে বক্স অফিসে টক্কর হবে জোরদার। সকলেই দেখার অপেক্ষায় বলিউড বাদশাহ্ কেমন টক্কর দিতে পারেন এই তেলুগু ছবিকে। 


বাংলার হারিয়ে যাওয়া লোককথার 'দলিল' বড়পর্দায়


এবার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস (Saurav Das) ও শ্রীতমা দে (Sritama Dey)। এদিন ঘোষণা করা হল 'নানা হে' (Nana hey) ছবির নাম। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পকে তুলে ধরা হবে এই ছবিতে। বাংলার হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে উল্লেখযোগ্য লোকপালা 'গম্ভীরা'। এই গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদা জেলার হিন্দুসমাজে। গম্ভীরা নৃত্যটি মালদা জেলাজুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয়। মালদার গম্ভীরার বিশেষত্ব হল মুখোশের ব্যবহার৷ স্থানীয় সূত্রধর সম্প্রদায় নিম এবং ডুমুর গাছের অংশ বিশেষের সাহায্যে মুখোশগুলি তৈরি করে। সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করেই মোজোটেল এন্টারটেনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং বায়োস্কোপ ভেঞ্চার্সের নতুন সিনেমা 'নানা হে'র শ্যুটিং শুরু হল সম্প্রতি! ছবিতে অভিনয়ে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সৌরভ দাস, শ্রীতমা দে, বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য, অঞ্জন কাঞ্জিলাল, প্রহ্লাদ সর্দার ও কাঞ্চনা মৈত্রকে। অত্যন্ত স্পর্শকাতর ও আবেগঘন এই গল্পের কাহিনিকার অঞ্জনাভ রায়, চিত্রনির্মাতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অঞ্জনাভ রায় এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন: Salaar Movie Review: উপভোগ করার মতো অ্যাকশন সিকোয়েন্স, তবে অভিনয়ে কতটা মন জিততে পারলেন প্রভাস?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।