কলকাতা: কোচি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে বিশৃ্ঙ্খলা, পদপিষ্ট হয়ে ৪ ছাত্রের মৃত্যুতে ক্ষমা চাইলেন সঙ্গীতশিল্পী নিকিতা গাঁধী (Nikita Gandhi)। সোশ্যাল মিডিয়ায় শিল্পীর পোস্টে ঝরে পড়ল বেদনা। কোচির যে কনসার্টে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেইদিন সেখানকার মূল শিল্পী ছিলেন নিকিতাই। বলিউডে ফের বিয়ের সানাই! সামনেই বিয়ের পিঁড়িতে বসবেন বলিউড অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda), পাত্রী মণিপুরের বাসিন্দা লিন লাইশরাম। তিনিও গ্ল্যামার দুনিয়ার অংশ। মডেলিং ও অভিনয় করেন তিনি। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


 


মাল্টিপ্লেক্সে টিকিটের চড়া দাম... আপনার সাহায্যে হাত বাড়াচ্ছেন সলমন খান!


এর আগেও তিনি সরব হয়েছেন মাল্টিপ্লেক্সের টিকিটের দাম নিয়ে। চড়া দামে যে সাধারণ মানুষ সিনেমা দেখতে আসতে পারছেন না অনুরাগীরা... সেই নিয়ে একাধিকবার মুখ খুলেছেন 'ভাইজান'। তবে এবার, সিনেমাহল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সলমন খান (Salman Khan)। তবে এই পরিকল্পনা নতুন নয়.. তিনি নাকি আগেও পরিকল্পনা করেছিলেন সিনেমাহলের ব্যবসা করার। তবে করোনার জন্য থমকে যায় সেই পরিকল্পনা। সদ্য মুক্তি পেয়েছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ছবি 'টাইগার ৩' (Tiger 3)। আর সেই ছবি নিয়ে কথা বলতে এসেই, নিজের নতুন পরিকল্পনার কথা একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন সলমন। তিনি জানিয়েছেন, সলমন টকিজ নাম দিয়ে একটি প্রেক্ষাগৃহের ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাঁর। যেখানে অন্যান্য মাল্টিপ্লেক্সের তুলনায় অনেকটা কম দামে সিনেমা দেখতে পাবেন অনুরাগীরা। সলমন আরও জানান, পরের বছরই তিনি চেষ্টা করবেন এই সিনেমাহলগুলি খুলে ফেলার। করোনার আগেই তাঁর পরিকল্পনা ছিল সিনেমা হল খোলার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা থমকে যায়। তবে এই কাজটি করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। সলমন জানিয়েছেন, ধীরে ধীরে হলেও এই পরিকল্পনা তিনি বাস্তবায়িত করতে চান।


কোচিতে তাঁর গান শুনতে এসেই মৃত ৪ ছাত্রছাত্রী! ভেঙে পড়লেন নিকিতা গাঁধী


কোচি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে বিশৃ্ঙ্খলা, পদপিষ্ট হয়ে ৪ ছাত্রের মৃত্যুতে ক্ষমা চাইলেন সঙ্গীতশিল্পী নিকিতা গাঁধী (Nikita Gandhi)। সোশ্যাল মিডিয়ায় শিল্পীর পোস্টে ঝরে পড়ল বেদনা। কোচির যে কনসার্টে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেইদিন সেখানকার মূল শিল্পী ছিলেন নিকিতাই। ঠিক কী ঘটেছিল কোচির সেই অভিশপ্ত কনসার্টে? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওপেন এয়ার অডিটোরিয়ামে নিকিতা গাঁধীর কনসার্ট চলছিল। রিপোর্ট অনুযায়ী, যাঁদের পাস ছিল অনুষ্ঠানে শুধুমাত্র তাঁদেরই প্রবেশাধিকার ছিল। কিন্তু, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পরিস্থিতি বিগড়াতে শুরু করে। বাইরে অপেক্ষারত মানুষজন আশ্রয় নেওয়ার জন্য অডিটোরিয়ামে ঢুকে পড়েন। যার জেরে প্রচণ্ড ভিড় হয়ে যায়। সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। অন্তত ৫৫ জন ছাত্র-ছাত্রীর আঘাত নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, কোচির কলামাসেরি মেডিক্যাল কলেজে দুই ছাত্র ও দুই ছাত্রীকে মৃত অবস্থায় আনা হয়। এই ঘটনায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নিকিতা গাঁধী। নিজের অনুভূতির কথা শিল্পী লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। নিকিতার কথায়, 'আমার হৃদয় ভেঙে গিয়েছে, আজ সন্ধেয় কোচির ঘটনায় আমি ভেঙে পড়েছি। ওই কনসার্ট থেকে আমি চলে যাওয়ার আগেই এমন একটা ঘটনা ঘটে গেল। এই কষ্টটাকে প্রকাশ করার জন্য আমার কাছে সত্যিই কোনও ভাষা নেই। ওই ছাত্র-ছাত্রীদের পরিবারের জন্য আমার সমবেদনা।'


৪৭ বছরে বিয়ের পিঁড়িতে রণদীপ হুডা! পাত্রীও বলি-অভিনেত্রী


বলিউডে ফের বিয়ের সানাই! সামনেই বিয়ের পিঁড়িতে বসবেন বলিউড অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda), পাত্রী মণিপুরের বাসিন্দা লিন লাইশরাম। তিনিও গ্ল্যামার দুনিয়ার অংশ। মডেলিং ও অভিনয় করেন তিনি। একসময় শোনা যেত সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে রণদীপের সম্পর্কের গুঞ্জন। দীর্ঘদিন ধরে নাকি সম্পর্কে ছিলেন তাঁরা। তবে সেই সম্পর্ক এখন অতীত। ৪৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন রণদীপ, তাঁর সঙ্গে লিনের বয়সের ফারাক ১০ বছর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই বিয়ের খবর জানিয়েছেন অভিনেতা। তবে মায়ানগরী নয়, শোনা যাচ্ছে মণিপুরেই নাকি বিয়ে করবেন রণদীপ। ঐতিহ্যবাহী মণিপুরী রীতির মাধ্যমে গাঁটছড়া বাঁধবেন বলিউডের এই নায়িকা। 


রণবীর কার নাম লিখিয়েছেন কাঁধে?


বলিউডে সবসময়েই নজরে থাকে ট্যাটু-তরজা। কখনও কারও নাম শরীর ট্যাটু করানোর পরেও সম্পর্ক ভেঙেছে.. কখনও আবার ট্যাটুই প্রকাশ্যে এনেছে সম্পর্কের কথা। আর এবার... ফের প্রকাশ্যে এল আরও এক ট্যাটুর কথা। আর সেই ট্যাটু দেখা গেল রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর শরীরে! আপাতত নতুন ছবি 'অ্যানিম্যাল' (Animal)-এর প্রচারে ব্যস্ত রণবীর কপূর। আর সেই প্রচারের সময়েই রণবীর প্রকাশ্যে এনেছেন, শরীরে নতুন ট্যাটু করিয়েছেন রণবীর। সেখানে একজনের নাম লেখা। সেই নাম স্ত্রী আলিয়া ভট্টের (Alia Bhatt) নয়, কন্যা রাহার (Raha)। আলিয়া বারে বারে বলেছেন, রণবীর বাবা হিসেবে ভীষণ ভাল। সবসময়েই নাকি আগলে রাখতে চান রাহাকে। আর এবার, সেই ট্যাটুই প্রকাশ্যে ক্যামেরার সামনে দেখালেন রণবীর। 


মুখ থুবড়ে পড়েছে নতুন ছবি! বলছেন খোদ অঙ্কুশই


নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি, সেই সঙ্গে কাজ করছেন অন্যান্য প্রযোজকদের সংস্থাতেও। তবে যেখানে অনেক অভিনেতা-প্রযোজকদের বিরুদ্ধে ওঠে নিজেদের সব কাজকেই হিট বলার অভিযোগ... সেখানে ছবির সত্যিটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপটে লিখলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। জানালেন... তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'কুরবান' (Kurban) নাকি কেউ দেখছেন না! শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় অঙ্কুশ ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-এর এই ছবিটি মুক্তি পেয়েছে সদ্য। সেখানে অঙ্কুশকে দেখা গিয়েছে এক্কেবারে অন্য লুকে। কাঁধ ছোঁয়া চুল, চোখে চেহারায় এক অদ্ভুত উদাসীনতা। ট্রেলারে যতটুকু দেখা মিলেছিল.. তাতেই বোঝা গিয়েছিল অঙ্কুশের কেরিয়ারে বেশ অন্যরকম ছবি এটি। বেশ চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ। তবে প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে নাকি মানুষ প্রায় আসছেনই না। 


আরও পড়ুন: বিদেশে বসেই দেখতে চান বাংলা ছবি? জেনে নিন কোথায় দেখা যাচ্ছে 'রক্তবীজ'