তিরুঅনন্তপুরম: টি-টোয়েন্টি সিরিজের (T20 Series) দ্বিতীয় ম্যাচে আজ প্রথমে ব্য়াট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান বোর্ডে তুলে নিল ভারত (Indian Cricket Team)। অর্ধশতরানের ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। লোয়ার অর্ডারে নেমে ৯ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেললেন রিঙ্কু সিংহ (Rinku Singha)। শেষ পর্যন্ত দলের স্কোর ২৩৫/৪-এ পৌঁছে দিলেন ভারতের স্কোর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এটিই ভারতের সর্বোচ্চ স্কোর। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথম টি-টােয়েন্টিতে বিশ্রামের পর এদিনের ম্যাচে অজি একাদশে ঢুকেছিলেন ম্যাক্সওয়েল ও জাম্পা। আগের দিন ওপেনে নেমেছিলেন রুতুরাজ ও যশস্বী। কিন্তু খাতা খোলার আগেই ফিরতে হয়েছিল রুতুরাজকে। এদিন অবশ্য ও ২ ওপেনারই অর্ধশতরানের ইনিংস খেলেন। সবচেয়ে বিধ্বংসী মেজাজে ছিলেন জয়সওয়াল। সিন অ্যাবটের একটি ওভারে ২৪ রান তোলেন তিনি। তবে ২৬৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে প্য়াভিলিয়নে ফিরে যান। ৯টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে রুতুরাজ ৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ঈশান কিষাণও এদিন অর্ধশতরানের ইনিংস খেলেন। ৩২ বলে ৫২ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। তবে তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এদিন ফের জমিয়ে দেন রিঙ্কু সিংহ। মাত্র ৯ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁহাতি। ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। সূর্য ১৯ রান করে আউট হন। অজি বোলারদের মধ্যে ৩ উইকেট নেন নাথান এলিস ও ১ উইকেট নেন স্টোইনিস।


 






 এমনিতেই এখনও বিশ্বকাপ ফাইনালের ক্ষত দগদগে। গোটা ক্রিকেট বিশ্বযুদ্ধে দুরন্ত খেললেও ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে। ষষ্ঠবার বিশ্বকাপ জেতা অজি দলের অধিকাংশ তারকা ক্রিকেটারই চলে গিয়েছেন দেশে। তবে বিশ্বকাপের ঠিক পরেই টি২০ সিরিজ যেন ভারতীয় ক্রিকেট দল ও ক্রিকেটপ্রেমীদের কাছে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ। যে কাজ সম্পূর্ণ হবে টি ২০ সিরিজ জিতলেই।