কলকাতা: কর্ণাটকের দাওয়াঙ্গেড়ে থেকে প্রায় ৪০ লাখ টাকার রূপোর সামগ্রী বাজেয়াপ্ত করল ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)। কর্ণাটকের প্রান্তে এক টোল প্লাজার কাছাকাছি, একটি চেকপোস্টে গাড়ি পরীক্ষা করার সময় ধরা পড়ে এই নথিবিহীন বিপুল পরিমাণ রুপোর সামগ্রী। অভিযোগ, এই সামগ্রী নাকি বলিউডের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব, প্রযোজন বনি কপূরের (Bonny Kapoor)-এর! এক নয়, ভারতে ফিরে এক সপ্তাহে পর পর দুটি অপ্রিয় ঘটনার সম্মুখীন হলেন অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity G Zinta)। একটি তাঁর একরত্তি কন্যা জিয়াকে নিয়ে, অন্যটি তাঁর নিজের সঙ্গেই ঘটে যাওয়া। আইপিএলের (IPL)-এর জন্যই ভারতে এসেছেন পাঞ্জাব কিংসের মালকিন। আজ তিনি পুজো দিয়েছেন কামাখ্যা মন্দিরেও। কিন্তু দুটি ঘটনাই যথেষ্ট বিচলিত করেছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন প্রীতি। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


প্রীতির 'অপ্রীতিকর' অভিজ্ঞতা


এক নয়, ভারতে ফিরে এক সপ্তাহে পর পর দুটি অপ্রিয় ঘটনার সম্মুখীন হলেন অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity G Zinta)। একটি তাঁর একরত্তি কন্যা জিয়াকে নিয়ে, অন্যটি তাঁর নিজের সঙ্গেই ঘটে যাওয়া। আইপিএলের (IPL)-এর জন্যই ভারতে এসেছেন পাঞ্জাব কিংসের মালকিন। আজ তিনি পুজো দিয়েছেন কামাখ্যা মন্দিরেও। কিন্তু দুটি ঘটনাই যথেষ্ট বিচলিত করেছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন প্রীতি। প্রীতি জানিয়েছেন, একদিন মেয়েকে নিয়ে রাস্তায় প্রয়োজনেই বেরিয়েছিলেন তিনি। হঠাৎ এক মহিলা এসে ছবি তোলার চেষ্টা করে কন্যা জিয়ার। তাঁকে ভদ্রভাবে বারণ করেন প্রীতি। চলে যেতে গিয়েও ওই মহিলা হঠাৎ ফিরে এসে কার্যত প্রীতির কোল থেকে জিয়াকে কেড়ে নিয়ে তার ঠোঁটের পাশে একটি চুম্বন করেন। তারপর, 'মিষ্টি বাচ্চা' বলে চলে যান। প্রীতির কথায়, 'আমি যদি তারকা না হতাম, হয়তো প্রতিবাদ করতাম। কিন্তু কোনও ঝামেলা করতে চাইনি সেই মুহূর্তে। তাই নিজেকে ঠাণ্ডা রেখেছিলাম।'


কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এলেন পাঞ্জাব মালকিন প্রীতি


আইপিএল (IPL) ট্রফির দেখা কখনও পায়নি তাঁর দল। সেরা পারফরম্যান্স বলতে, ২০১৪ সালে ফাইনালে ওঠা। সেবার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারতে হয়েছিল পাঞ্জাবকে। তারপর থেকে আর কখনও প্লে অফেও ওঠেনি পাঞ্জাব। দলের নাম বদলে ফেলা হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব এখন পাঞ্জাব কিংস। কিন্তু নাম বদলেও ট্রফি ভাগ্য ফেরেনি। তবে ষোড়শ আইপিএলে পাঞ্জাব কিংসের শুরুটা দুর্দান্ত হয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে পাঞ্জাব। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ রানে হারিয়ে দেন শিখর ধবনরা। পরের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫ রানে হারিয়েছে পাঞ্জাব। স্বাভাবিকভাবেই খোশমেজাজে দলের অন্যতম মালকিন প্রীতি জিন্টা। তিনি এতটাই খুশি যে, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এলেন। সেই সঙ্গে হয়তো দলের সাফল্য কামনাও করলেন।


সমুদ্রতটে ঘনিষ্ঠ শাহিদ-কৃতি


'ককটেল', 'লাভ আজ কাল', 'লুকাছুপি'-র নির্মাতাদের হাত ধরে নতুন জুটি পাচ্ছে বলিউড। আজ সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবির শ্যুটিং শেষের কথা ঘোষণা করা হয়েছে। দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওর ব্যানারে নতুন এই ছবির নাম এখনও ঠিক হয়নি। এই ছবিতে জুটি বাঁধছেন বলিউডের 'কবীর সিং' শাহিদ কপূর (Shahid Kapoor) ও কৃতি শ্যানন (Kriti Shanon)।


 বাবা হচ্ছেন বরুণ ধবন?


বাবা হতে চলেছেন বরুণ ধবন (Varun Dhawan)? মুম্বইতে ক্লিনিকের বাইরে স্ত্রী নাতাশা দালাল (Natasha Dalal)-এর সঙ্গে বলিউডের নায়ককে ক্যামেরাবন্দি করলেন পাপারাৎজিরা। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি বরুণ বা নাতাশা কেউই। সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেননি তাঁরা। ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন বরুণ ধবন ও তাঁর প্রেমিক নাতাশা দালাল। দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁদের। সেই সম্পর্কই পরিণতি পায় আলিগড়ের স্বপ্নের বিয়েতে। আজ খুব সাদামাটা পোশাকে ক্লিনিকে ক্যামেরাবন্দি হলেন তাঁরা। একটি সাদা কালো হাঁটুর ওপর ফ্রক পরেছিলেন নাতাশা। বরুণ পরেছিলেন একটি নীল হুডি। দুজনেই ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান গন্তব্য়ে।


কর্ণাটকে উদ্ধার নথিবিহীন বিপুল পরিমাণ রুপো, মালিক বনি কপূর?


কর্ণাটকের দাওয়াঙ্গেড়ে থেকে প্রায় ৪০ লাখ টাকার রূপোর সামগ্রী বাজেয়াপ্ত করল ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)। কর্ণাটকের প্রান্তে এক টোল প্লাজার কাছাকাছি, একটি চেকপোস্টে গাড়ি পরীক্ষা করার সময় ধরা পড়ে এই নথিবিহীন বিপুল পরিমাণ রুপোর সামগ্রী। অভিযোগ, এই সামগ্রী নাকি বলিউডের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব, প্রযোজন বনি কপূরের (Bonny Kapoor)-এর! সূত্রের খবর, শুক্রবার ভোরে একটি বিএমডব্লু গাড়িতে করে ৫টি রুপোর সামগ্রী ভর্তি বাক্স চেন্নাই থেকে মুম্বইয়ের পথে নিয়ে যাওয়া হচ্ছিল। সামগ্রীর মধ্যে মূলত ছিল রূপোর বাটি, চামচ, প্লেট, জল রাখার পাত্র ও অন্যান্য ব্যবহারকারী জিনিস। সব মিলিয়ে ৬৬ কেজির কিছু বেশি রুপো নিয়ে যাওয়া হচ্ছিল ওই গাড়িতে। সুলতান খান নামের এক ব্যক্তি ওই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন ও তাঁর সঙ্গে ছিলেন হরি সিংহ নামের এক ব্যক্তি। কর্ণাটকের দাওয়াঙ্গেড়ের গ্রামীণ থানায় হরি সিংহের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে। 


 


Subhrajit Mitra: শ্রাবন্তীর স্বামীর চরিত্রে বড়পর্দায়, রাজর্ষির ছবিতে 'বিশেষ অতিথি' পরিচালক শুভ্রজিৎ