গুয়াহাটি: আইপিএলের (IPL) সর্বকালের সেরা খেলোয়াড়দের নাম করা হলে ডেভিড ওয়ার্নারের (David Warner) নাম অবশ্যই তালিকার একেবারে উপরের দিকেই আসবে। এবার দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের (RR vs DC) ম্যাচে এক নতুন ইতিহাসও গড়ে ফেললেন অজি তারকা ওয়ার্নার। 


নয়া নজির


এক মরসুম বাদ দিলে টুর্নামেন্টে বরাবরই ধারাবাহিকভাবে পারফর্ম করে এসেছেন ওয়ার্নার। তিন তিনবার টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে জিতেছেন অরেঞ্জ ক্যাপ, অধিনায়ক হিসাবেও সানরাইজার্সা হায়দরাবাদকে জিতিয়েছেন আইপিএল খেতাব। তবে এবার আইপিএলে ইতিহাস গড়লেন ব্যাটার ওয়ার্নার। রাজস্থানের বিরুদ্ধে ৫৭ রানের বড় ব্যবধানে দিল্লি পরাজিত হলেও ৬৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। এই ইনিংসের সুবাদেই তিনি আইপিএলে মাত্র তৃতীয় ব্যাটার হিসাবে ছয় হাজার রান পূর্ণ করে ফেললেন।


ওয়ার্নারের আগে কেবলমাত্র বিরাট কোহলি ও শিখর ধবনের দখলেই আইপিএলে ছয় হাজার রান করার কৃতিত্ব ছিল। এবার সেই তালিকায় নাম লেখালেন ওয়ার্নার। আর শুধু নামই লেখালেন না, ইনিংসের নিরিখে দ্রুততম ব্যাটার হিসাবেও এই মাইলফলক স্পর্শ করলেন। এতদিন পর্যন্ত ১৮৮ ইনিংসে বিরাটের ছয় হাজার রানই ছিল দ্রুততম। কিন্তু ওয়ার্নার মাত্র ১৬৫ ইনিংসেই ছয় হাজার আইপিএল রান করে ফেললেন। ধবন ছয় হাজার রান করতে নিয়েছেন ১৯৯ ইনিংস।


ওয়ার্নারের রেকর্ড


ওয়ার্নার এখনও পর্যন্ত আইপিএলে ৪২.২৩ গড় ও ১৩৯.৯৫ স্ট্রাইক রেটে নিজের রান করেছেন। তাঁর দখলে টুর্নামেন্টে চারটি শতরান ও ৫৭টি অর্ধশতরান করার রেকর্ডও রয়েছে। এবার ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করে আইপিএলের সর্বকালীন কিংবদন্তি হওয়ার দিকে আরও একধাপ এগোলেন ওয়ার্নার।