কলকাতা: অ্যাকশনের (Action) মেজাজে কলকাতায় চিরঞ্জীবী (Chiranjeevi)। তেলুগু ফিল্ম (Telugu Film) ভোলা শঙ্করের (Bhola Shankar) শ্যুটিংয়ে কলকাতায় এলেন তিনি। ১০ মে পর্যন্ত চলবে শ্যুটিং। চিরঞ্জীবীর সঙ্গে শ্যুটিং করছেন তমান্না ভাটিয়া (Tamanna Bhatia)।  পরিচালক বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta) হাত ধরে এবার ব্যোমকেশ (Byomkesh) রূপে দেখা যেতে চলেছে টলিউড তারকা দেবকে (Dev)। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস এবং আলোচনা তুঙ্গে। কিন্তু কে হচ্ছেন সত্যবতী (Satyabati)? কোনও নাম ঘোষণা হয়নি এতদিন। বুধবার ছবির মহরতের পরই খোলসা হল সবটা। 'রিয়েল লাইফ' জুটি দেব ও রুক্মিণীক মৈত্রকে (Rukmini Maitra) ফের একবার পর্দায় দেখবেন দর্শক, এবার ব্যোমকেশ ও সত্যবতীর চরিত্রে। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন। 

'ব্যোমকেশ' দেবের বিপরীতে 'সত্যবতী' রুক্মিণী

পরিচালক বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta) হাত ধরে এবার ব্যোমকেশ (Byomkesh) রূপে দেখা যেতে চলেছে টলিউড তারকা দেবকে (Dev)। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস এবং আলোচনা তুঙ্গে। কিন্তু কে হচ্ছেন সত্যবতী (Satyabati)? কোনও নাম ঘোষণা হয়নি এতদিন। বুধবার ছবির মহরতের পরই খোলসা হল সবটা। 'রিয়েল লাইফ' জুটি দেব ও রুক্মিণীক মৈত্রকে (Rukmini Maitra) ফের একবার পর্দায় দেখবেন দর্শক, এবার ব্যোমকেশ ও সত্যবতীর চরিত্রে। বিরসা দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে দেবকে। বুধবার হয়ে গেল ছবির মহরত। কিন্তু সত্যবতীর চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। মহরতের ছবি প্রকাশ্যে আসতেই জানা গেল সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেও সেই খবর জানান। 

কলকাতায় চিরঞ্জীবী, তমান্না ভাটিয়া

অ্যাকশনের (Action) মেজাজে কলকাতায় চিরঞ্জীবী (Chiranjeevi)। তেলুগু ফিল্ম (Telugu Film) ভোলা শঙ্করের (Bhola Shankar) শ্যুটিংয়ে কলকাতায় এলেন তিনি। ১০ মে পর্যন্ত চলবে শ্যুটিং। চিরঞ্জীবীর সঙ্গে শ্যুটিং করছেন তমান্না ভাটিয়া (Tamanna Bhatia)। কলকাতায় শ্যুটিংয়ের জন্য হাজির হয়েছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। মেহের রমেশ পরিচালিত অ্যাকশন ড্রামা 'ভোলা শঙ্কর'-এর (Bhola Shankar) শ্যুটিংয়ে যোগ দিলেন তেলুগু ইন্ডাস্ট্রির সুপারস্টার। এই ছবিতে চিরঞ্জীবীকে একজন প্রাক্তন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে, যিনি এখন ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বৃহস্পতিবার সকাল থেকে শ্যুটিং শুরু করেন চিরঞ্জীবী। আগামী ১০ মে পর্যন্ত কলকাতার নানা জায়গায় ছবিটির শ্যুটিং চলবে। হাওড়া ফুল বাজারেও হবে শ্যুটিং। এই ছবিতে চিরঞ্জিবীর বিপরীতে অভিনয় করছেন তমান্না ভাটিয়া। তিনিও আজ থেকেই চিরঞ্জীবীর সঙ্গে শ্যুটিং শুরু করলেন কলকাতায়। তমান্না ভাটিয়াকে এই ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ২২ অগাস্ট চিরঞ্জীবীর জন্মদিনের আগে, ১১ অগাস্ট ছবিটির মুক্তির সম্ভাবনা রয়েছে। 

ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে সুশান্ত সিংহ রাজপুতের 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি'

ফের বড়পর্দায় দেখা যাবে সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-কে। নতুন করে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি' (MS Dhoni: The Untold Story)। আগামী ১২ মে, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)-র বায়োপিক। সুশান্ত সিংহ রাজপুতের কেরিয়ারের অন্যতম হিট ছবি 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি'। ধোনির জীবনের জানা-অজানা অনেক গল্প দর্শকদের সামনে তুলে ধরেছিল এই ছবি। নীরজ পাণ্ডে পরিচালিত এই ছবিতে সুশান্ত ছাড়াও ছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani), দিশা পাটানি (Disha Patani) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। আর এই ছবিই কার্যত বদলে দিয়েছিল সুশান্তের জীবন। এই ছবিতে ধোনির চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য ভারতীয় প্রাক্তন অধিনায়কের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন ধোনি। এমএস জানিয়েছিলেন, সেই সময়ে সুশান্ত ধোনিকে প্রচুর প্রশ্ন করতেন। ধোনিও যতটা সম্ভব মন খুলেই উত্তর দিতেন তাঁর। নিজের সম্পর্কে এত কথা বলা সোজা ছিল না ধোনির পক্ষে। কিন্তু কেবল ছবির স্বার্থেই সুশান্তের কাজে কার্যত নিজের জীবনটা উজাড় করে দিয়েছিলেন ধোনি। আর তার সদব্যবহারও করেছিলেন সুশান্ত। যাঁরা ধোনিকে কাছ থেকে দেখেছেন, তাঁরাও অবাক হয়ে গিয়েছিলেন যে দুটো চরিত্রের মধ্যে এত মিল কখনও হতে পারে! 

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার হাঁটবেন অনুষ্কা শর্মা

এবার কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival)-এর রেড কার্পেটে দেখা যাবে অনুষ্কা শর্মা (Anushka Sharma)-কে। মে মাসের ১৬ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। আর সেখানেই প্রথমবার দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohi) পত্নীকে। এই প্রথম কানের রেড কার্পেটে হাঁটবেন বলিউড অভিনেত্রী। ভারতের ফ্রেঞ্চ অ্যাম্বাস্যাডর Emmanuel Lenain সদ্যই একটি ছবি ট্যুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। ইমানুয়েল লিখেছেন, 'বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সঙ্গে একটি বৈঠক। আশা করি বিরাট আর ভারতীয় দল তাদের আগামী টুর্নামেন্টগুলিতে দারুণ পারফর্ম করবে। আর অনুষ্কার সঙ্গে কান ফিল্ম ফেস্টিভ্যালে ওঁর যাওয়া নিয়েও আলোচনা হয়েছে।'

তথ্যচিত্রে 'নাচনি' সম্প্রদায়ের জীবনের গল্প

টলিউডে রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নজর কেড়েছেন তাঁর প্রথম ছবি 'ডেথ সার্টিফিকেট' (Death Certificate)-এর হাত ধরে। এই ছবি জিতে নিয়েছে জাতীয় পুরস্কারও। আর এবার তিনি একটি তথ্যচিত্র তৈরি করছেন 'নাচনি' সম্প্রদায়ের ওপর শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য। তাঁর নতুন তথ্যচিত্র 'অচ্ছুত-দ্য আনটাচেবল' (Acchut-The Untouchable)-এর গল্প তৈরি হয়েছে নাচনি সম্প্রদায়ের মানুষকে নিয়ে, যাঁদের কথা তথাকথিতভাবে রয়ে গিয়েছে অন্ধকারেই। পুরুলিয়ার 'নাচনি' সম্প্রদায়ের মানুষ, পস্তুবালা দেবী, জ্যোৎস্না দেবী, চারুবালা দেবীদের জীবনের কথাই তুলে ধরবে এই ছবি। ঠিক কেমন হয় নাচনিদের জীবন? পরিচালকের মনে হয়েছিল, একবিংশ শতাব্দীতে এসেও, নিজেদের অস্তিত্ব, সংস্কৃতিকে রক্ষার জন্য লড়াই করছে এই সমস্ত মানুষেরা। এখনও ঝাড়খণ্ড ও পুরুলিয়ার রাঢ় এলাকায় নাচনিদের দেখা পাওয়া যায়। বর্তমানে নাচনি প্রথায় আর আসতে চাইছেন না নতুন প্রজন্মের মানুষেরা। আর তাই কার্যত বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছে এই সংস্কৃতি। বর্তমানে নাচনিদের বয়স চল্লিশ থেকে শুরু করে ৮০-র মধ্যে। এই পেশার খারাপ অবস্থার কথাই তথ্যচিত্রে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। 

আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: দেব আর আমার ব্যক্তিগত সম্পর্ককে সেটে নিয়ে যাই না: রুক্মিণী

আরও পড়ুন:Health Tips: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা