কলকাতা: জনপ্রিয় অভিনেত্রী মেহক চহাল (Mahekk Chahal) আক্রান্ত নিউমোনিয়ায়। জানা গিয়েছে, তাঁর স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। আইসিইউভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। অভিনেত্রী জানান যে, তিনি একেবারেই শ্বাস নিতে পারছিলেন না। আর তার জন্যই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যেদিন থেকে 'শেহজাদা' (Shehzada) ছবিতে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) লুক প্রকাশ্যে এসেছে, উত্তেজনা টের পাওয়া গিয়েছে দর্শকদের। এতদিন পর্যন্ত চকোলেট বয় রূপেই দেখা গিয়েছিল অভিনেতাকে। এবার তাঁকে দেখা যেতে চলেছে অ্যাকশন অবতারে। প্রকাশ্যে এল 'শেহজাদা' ছবির ট্রেলার (Shehzada Trailer)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।


আদালতের দ্বারস্থ অনুষ্কা শর্মা


 হিসেব বহির্ভূত কর চাপানো হচ্ছে, বোম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সেলস ট্যাক্সের ডেপুটি কমিশনারের পাস করা ২টো অর্ডারকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন অনুষ্কা। তাঁর দাবি, যে পরিমাণ কর চাওয়া হচ্ছে, একজন শিল্পীর কাছে তা চাওয়া যেতে পারে না। ২০১২-১৩ এবং ২০১৩-১৪, এই দু বছরের দুটি অর্ডারকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন অনুষ্কা। বিচারকদ্বয় নীতিন জামদার ও অভয় আহুজা আজ সেলস ট্যাক্স বিভাগকে অভিনেত্রীর আপিলের পরিপ্রেক্ষিতে উত্তর দিতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির ৬ তারিখ। সেলস ট্যাক্স বিভাগের দুটি অর্ডারকে বাতিল করার আর্জি জানিয়েছেন অনুষ্কা। তাঁর দাবি, তিনি একজন শিল্পী ও সেটা মনে রেখেই তাঁর জন্য করের অঙ্ক বরাদ্দ হওয়া উচিত। তিনি যে সমস্ত অ্যাওয়ার্ড ও ফিল্ম-শো তে পারফর্ম করেন, তার সমস্তই তৃতীয় সংস্থার চুক্তিভিত্তিক। অনুষ্কা জানান, শুধুমাত্র একজন শিল্পী হিসেবে নয়, অনুষ্কার ওপর কর চাপানো হয়েছে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি করার জন্য ও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্যও।


আইনত বিয়ে সেরেছেন রাখী


 রাখী সবন্তের বিয়ে যেন সবসময়েই রহস্যে মোড়া। কখনও বিয়ের সাজ প্রকাশ্যে আসলেও দেখা যায় না বরকে, কখনও আবার সামাজিক বিয়ে সেরে ফেললেও আইনি বিয়ে করার আগেই বিচ্ছেদের পথে হাঁটেন এই অভিনেত্রী। তবে সদ্য রাখীর যে বিয়ের খবর নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, তা মোটেই মিথ্যে নয়। প্রেমিক আদিল দুরানির সঙ্গে যে বিয়ের খবর প্রকাশ্যে এসেছে, তা ১০০ শতাংশ আইনত বলেই জানিয়েছেন আইনজীবী। সম্প্রতি রাখীর আইনজীবী ফাল্গুনি ব্রহ্মভট্ট সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাবি করেন, রাখীর এই বিয়ে ১০০ শতাংশ আইনত। তিনি আরও বলেন, 'এই বিয়েটা মিথ্যে নয়। সামাজিক ও আইনত ভাবেই বিয়ে সেরেছেন রাখী। আইনতভাবে নথিবদ্ধও হয়েছে এই বিয়ে। এমনকি পালন করা হয়েছে বিয়ের যাবতীয় সামাজিক নিয়মও। মুম্বইতে নিয়ম রয়েছে, সমস্ত বিয়ে পুরনিগমে নথিবদ্ধ করাতে হয়। সেই নিয়ম মেনেই বিয়ে করেছেন রাখি ও আদিল।'


আরও পড়ুন: Sobhan Swastika: সুরের বাঁধনে শোভন-স্বস্তিকা, একসঙ্গে করা নতুন মিউজিক ভিডিও প্রকাশ পাবে ১৪ জানুয়ারি


 


কিয়ারার সঙ্গে সাত পাকের জল্পনা ওড়ালেন সিদ্ধার্থ


সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) আর কিয়ারা আডবাণী (Kiara Advani)-র বিয়ে নিয়ে বলিউডে চর্চা এখন তুঙ্গে। শুধু বিয়ের তারিখ নয়, হাওয়া ভাসছে, পাকা হয়ে গিয়েছে বিয়ের ভ্যেনুও। কোন রাজপ্রাসাদে সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা, সেই ছবিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শেষ মুহূর্তে কী বেঁকে বসলেন সিদ্ধার্থ? আজ একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল সিদ্ধার্থকে। আপাতত নিজের নতুন ছবি মিশন মজনু (Mission Majnu)-র প্রচারে ব্যস্ত তিনি। বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে হঠাৎ সিদ্ধার্থ বলে ওঠেন, কেউ আমায় এই বিয়েতে আমন্ত্রণই জানায়নি। অনুরাগীরা বলছেন বটে, কিন্তু আমি এই সম্পর্কে কিছুই জানি না। আমি বিয়ের দিন সম্পর্কেও পড়েছি। বেশ কিছুক্ষণ ভেবেওছি বিষয়টা নিয়ে। আমার কি সত্যিই বিয়ে হচ্ছে?' শেষে সিদ্ধার্থ অনুরোধ করেন বিয়ে বা তাঁর অন্য সমস্ত ব্যক্তিগত বিষয়কে ছেড়ে যদি দর্শকেরা যেন তাঁর সিনেমা নিয়ে কথা বলেন বা আলোচনা করেন। 


নিউমোনিয়ায় আক্রান্ত সলমনের 'ওয়ান্টেড' অভিনেত্রী


জনপ্রিয় অভিনেত্রী মেহক চহাল (Mahekk Chahal) আক্রান্ত নিউমোনিয়ায়। জানা গিয়েছে, তাঁর স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। আইসিইউভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। অভিনেত্রী জানান যে, তিনি একেবারেই শ্বাস নিতে পারছিলেন না। আর তার জন্যই দ্রুত তাঁকে হালপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী মেহক চহাল জানান যে, নতুন বছরের শুরুতেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। গত ২ জানুয়ারি তাঁর স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৪ থেকে ৪দিন তাঁকে আইসিইউতে রাখা হয়। অক্সিজেন ভেন্টিলেটরে থাকার পর তাঁর শরীর এখন আগের থেকে ভালো রয়েছে। অভিনেত্রী জানাচ্ছেন, তাঁর স্বাস্থ্যের এতটাই অবনতি হয়েছিল যে, তিনি একেবারেই শ্বাস নিতে পারছিলেন না। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সিটি স্ক্যান করা হয়। ৮ দিন হাসপাতালে ছিলেন তিনি। আইসিইউতে ৩ থেকে ৪ দিন থাকার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে নর্মাল বেডে দেওয়া হয়। মেহক জানাচ্ছেন যে, তাঁর দুটি ফুসফুসই নিউমোনিয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।


প্রকাশ্যে 'শেহজাদা'র ট্রেলার


যেদিন থেকে 'শেহজাদা' (Shehzada) ছবিতে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) লুক প্রকাশ্যে এসেছে, উত্তেজনা টের পাওয়া গিয়েছে দর্শকদের। এতদিন পর্যন্ত চকোলেট বয় রূপেই দেখা গিয়েছিল অভিনেতাকে। এবার তাঁকে দেখা যেতে চলেছে অ্যাকশন অবতারে। প্রকাশ্যে এল 'শেহজাদা' ছবির ট্রেলার (Shehzada Trailer)। আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত ছবি 'শেহজাদা'। আজ প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। 'শেহজাদা' ছবিটি মূলত তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র হিন্দি রিমেক। তেলুগু ছবিটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কৃতী শ্যাননকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা এবং আরও অনেকে। ট্রেলারে ধুমধাড়াকা অ্যাকশন করতে দেখা যাচ্ছে কার্তিককে। যা দেখে আরও উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। আল্লু অর্জুনের জুতোয় পা গলিয়ে দর্শকদের কতটা মন জিততে পারেন কার্তিক, এখন সেটাই দেখার।