কলকাতা: মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী ও তাব্বু অভিনীত 'ভুল ভুলাইয়া ২'। মুক্তির দিন থেকেই বেশ ভালই ব্যবসা করছে এই ছবি। শুক্রবারে প্রায় ১৪ কোটির ব্যবসা করার পর সপ্তাহান্তে বেড়েছে সেই পরিমাণ। ০ মে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু' (Belashuru)। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাঙালি সিনেপ্রেমীরা ভিড় জমিয়েছেন হলে। এবার এই ছবির প্রতি সম্মান জানিয়ে পোস্ট করল আমূল (Amul)। আজ সারাদিন বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
সৌমিত্র-স্বাতীলেখার উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন আমূলের
২০ মে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু' (Belashuru)। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাঙালি সিনেপ্রেমীরা ভিড় জমিয়েছেন হলে। এবার এই ছবির প্রতি সম্মান জানিয়ে পোস্ট করল আমূল (Amul)।
'বেলাশুরু'র প্রতি সম্মান আমূলের
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। আর আজ, অর্থাৎ সোমবার 'আমূল' নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ক্রিয়েটিভ পোস্ট করে। 'বেলাশুরু'র বিখ্যাত পোস্টার সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) বসে স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) চুল আঁচড়ে দিচ্ছেন। প্রয়াত দুই কিংবদন্তি তারকাকে সম্মান জানিয়ে তাঁদের সেই পোস্টারকেই রিক্রিয়েট করা হয়েছে আমূলের তরফে। তাতে 'আমূল ফ্লেভার' যোগ করতে স্বাতীলেখা সেনগুপ্তের সামনে আয়না ধরেছে 'আমূল গার্ল'। পোস্টের ওপরে লেখা, 'এই "বেলা" কখনও শেষ হবে না... আমূল, স্বাদ এর থেকে "শুরু"...'। ছবির ক্যাপশনে লেখা, 'বেলাশুরু, সিনেমাটি শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শ্রীমতি স্বাতীলেখা সেনগুপ্তের কামব্যাক তুলে ধরেছে- ভারতীয় চলচ্চিত্রে এই প্রথমবার কোনও সিনেমার উভয় প্রধান অভিনেতা ও অভিনেত্রী মারা গেছেন।'
আরও পড়ুন: Belashuru: 'অসুস্থ হওয়ার সময় ঠিক এমন করেই মায়ের যত্ন করেছিলেন বাবা', আবেগে ভাসছেন সোহিনী
৫০ কোটির গণ্ডি ছাড়াল 'ভুল ভুলাইয়া ২'
মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী ও তাব্বু অভিনীত 'ভুল ভুলাইয়া ২'। মুক্তির দিন থেকেই বেশ ভালই ব্যবসা করছে এই ছবি। শুক্রবারে প্রায় ১৪ কোটির ব্যবসা করার পর সপ্তাহান্তে বেড়েছে সেই পরিমাণ। শুক্রবারের পর শনিবার ও রবিবারও ভালই ব্যবসা করেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, রবিবারের শেষে ৫০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে 'ভুল ভুলাইয়া ২'। শুক্রবার এই ছবি দেশজুড়ে ব্য়বসা করেছিল ১৪.১১ কোটি টাকার। শনিবার ব্যবসার পরিমাণ ছিল ১৮.৩৪ কোটি টাকার। মোট ৩২.৪৫ কোটির ব্যবসা। রবিবারের শেষে এই ছবি প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। কেবল যুবক-যুবতীদের মধ্যেই নয়, পরিবার নিয়েও দর্শক হলে ভিড় করেছেন এই ছবি দেখতে।
'বুম্বা'কে শুভেচ্ছা অমিতাভের
রবিবারই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। কিন্তু তারপরে ছুটির দিনের রাতেই যে 'আয় খুকু আয়' এর গোটা টিমের জন্য এই চমক অপেক্ষা করছিল, তা বোধহয় ভাবতে পারেনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) থেকে শুরু করে গোটা টিমই। রবিবার রাতে 'আয় খুকু আয়'-এর ট্রেলার ট্যুইটারে শেয়ার করেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ক্যাপশানে বলিউডের শাহেনশাহ লেখেন, 'অল দ্য় বেস্ট বুম্বা' এই পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া লিখেছেন, 'আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মিস্টার বচ্চন নিজে এই ট্রেলার শেয়ার করেছেন। আমি উড়ছি।' পর্দায় বাবা-মেয়ে হয়েই আগামী ১৭ জুন হাজির হচ্ছেন প্রসেনজিৎ এবং দিতিপ্রিয়া। ছবির নাম ‘আয় খুকু আয়’। ছবির প্রচারেই রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন দু’জনে। তারই সাক্ষী রইল রবিবার সকালের উত্তর কলকাতা। প্রসেনজিৎ ও দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়া পেজ থেকে তার লাইভ সম্প্রচারের সৌজন্যে দু’জনের এমন কাণ্ডকারখানা দেখতে পেলেন অসংখ্য অনুরাগীও।
শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত সামান্থা-বিজয়
কাশ্মীরে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু (Samantha Prabhu)। বিজয় দেবেকোন্ডার Vijay Deberakonda)) সঙ্গে খুশি ছবির শ্যুটিং করছিলেন তিনি। সেখানেই একটি গাড়ি দুর্ঘটনায় আহত হন তাঁরা। কাশ্মীরের পহেলগাঁও-তে ছবির একটি স্টান্সের দৃশ্য শ্যুটিং করছিলেন তাঁরা। সেইসময়েই নদীতে পড়ে যায় তাঁদের গাড়ি। সূত্রের খবর, সামান্থা ও দেবেকোন্ডা যে দৃশ্যটির শ্যুটিং করছিলেন, সেটি যথেষ্ট শক্ত ছিল। নদীর মাঝখানে দড়ির ওপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার একটি দৃশ্য ছিল। সেই গাড়িতেই সওয়ার হয়েছিলেন সামান্থা প্রভু ও বিজয় দেবেকোন্ডা। কিন্তু সেই শ্যুটিং চলতে চলতেই গাড়ি হঠাৎ ওপর থেকে পড়ে যায় নদীর জলে। দড়ি ছিঁড়ে যাওয়ার ফলেই ঘটে এই দুর্ঘটনা। পিঠে চোট পান দুই অভিনেতাই। তাড়াতাড়ি তাঁদের সেখান থেকে উদ্ধার করে সাময়িক চিকিৎসার ব্যবস্থা করা হয়।