কলকাতা: ফের একবার শিরোনামে সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala)। এবার ইউটিউব থেকে মুছে ফেলা হল, সিধু মুসেওয়ালার শেষ গান। এক মাসে যার দর্শক সংখ্যা ছিল ২৭ মিলিয়নেরও বেশি। কিন্তু সেই গান মুছে ফেলার পিছনে ঠিক কী কারণ ছিল? পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা (Tarun Majumder Health Update) আজও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, অবস্থার অবনতি না হলেও, নতুন করে ফুসফুসে নিউমোনিয়া (Pneumonia) সংক্রমণ ধরা পড়েছে। ওষুধ দেওয়া হচ্ছে। বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


 


অবস্থার অবনতি না হলেও শারীরিক অবস্থা সঙ্কটজনক তরুণ মজুমদারের


পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা (Tarun Majumder Health Update) আজও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, অবস্থার অবনতি না হলেও, নতুন করে ফুসফুসে নিউমোনিয়া (Pneumonia) সংক্রমণ ধরা পড়েছে। ওষুধ দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি প্রবীণ পরিচালক তরুণ মজুমদার। জানা গিয়েছে তাঁর অবস্থার অবনতি বিশেষ হয়নি। তবে ফুসফুসে নতুন করে নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়ায় তা চিন্তা বাড়াচ্ছে। ওষুধ দেওয়া হয়েছে, চলছে প্রয়োজনীয় চিকিৎসা। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রবীণ পরিচালক। সেটাই আপাতত স্বস্তির খবর। এছাড়া, হৃদযন্ত্র ও কিডনির অবস্থা খারাপ হলেও, নতুন করে অবনতি হয়নি। ভেন্টিলেটর নির্ভরশীলতা একইরকম রয়েছে। খবর হাসপাতাল সূত্রে।


 


শিবপ্রসাদ-নন্দিতা জুটির 'কণ্ঠ' ছবির অফিসিয়াল মালয়লম রিমেক


আজকাল দক্ষিণী ছবির (South Movies) রমরমা। গোটা ভারত জুড়ে একাধিক ভাষায় দক্ষিণী ছবি মুক্তি পায়, এবং তা দেখতে ভিড় করেন দর্শক। সেই নিয়ে তর্কবিতর্কও নেহাত কম হয়নি। কিন্তু এমন পরিস্থিতিতেও বাংলা ছবির জন্য সুখের খবর। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'কণ্ঠ' (Kontho) ছবির আনুষ্ঠানিক মালয়লম রিমেক মুক্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন পরিচালক স্বয়ং। 


 


Malaika On Arjun's Birthday: প্যারিসের নিভৃত উপকন্ঠে মালাইকার প্রেম মেখে অর্জুনের জন্মদিন উদযাপনআরও পড়ুন: 


 


ঋতাভরীর জন্মদিন


 তখন তাঁর মাত্র ৪ বছর বয়স। বাবা-মায়ের সদ্য বিচ্ছেদ হয়েছে। মায়ের সঙ্গেই রয়েছেন দুই কন্যা। কিন্তু জন্মদিন বলে কথা। মা কোনোদিন অভাব বুঝতে দেননি মেয়েদের। নিজের হাতে বানিয়ে দিতেন জামা, সঙ্গে মিলিয়ে হেয়ারব্যান্ড। জন্মদিনে অতিথিদের দেওয়ার জন্যও ছোট ছোট উপহার নিজের হাতে বানিয়ে দিতেন মা। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতিও। একরত্তি সেই মেয়ে এখন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এখন মেয়ে 'পলিন'-এর জন্মদিনে মা ভেবে পান না, তাঁকে কী দেওয়া যায়, মেয়ের তো সবই আছে! এই বছর জন্মদিনে তাই অন্য পরিকল্পনা। অভিনেত্রীর মায়ের কাছে থেকেই পড়াশোনা করছে চার খুদে। তারাই এই বছর নিজের হাতে উপহার বানিয়ে নিয়ে এসেছে তাদের 'দিদি'-র জন্য। আইসক্রিমের কাঠি আর দেশলাই দিয়ে বানানো নৌকো, হাতে বানানো চাঁদ মালা.. ছোট্ট উপহারে মাখানো একরাশ ভালোবাসা। এবিপি লাইভকে (ABP Live) ফোনের ওপার থেকে উচ্ছসিত গলায় সেই গল্পই শোনালেন বার্থ ডে গার্ল, ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)


 


আসছে 'সাহেবের চিঠি'


রাত পোহালেই নতুন ধারাবাহিক শুরু। মোবাইল আর ই-মেলের জুগে এই গল্প 'চিঠি'-র। গল্পের নায়িকার জীবিকা পিওন-এর। মানুষের কাছে 'চিঠি' পৌঁছে দেয় সে। নামও মানানসই, 'চিঠি'। মধ্যবিত্ত হাসিখুশি 'চিঠি' প্রেমে পড়ে এক তারকার। সাহেব। কিন্তু সাহেবের জীবনে তারকাসুলভ আলোর আড়ালে লুকিয়ে এক অন্ধকার! গানের সুরে ভর করে হাজার হাজার মানুষের মন জয় করেছেন গল্পের সাহেব। তার একঝলক দেখা পাওয়ার জন্য বাড়ির সামনে ভীড় জমে। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা বদলে দেয় সবটা। দুর্ঘটনায় একটা পা হারিয়ে ফেলে সাহেব। আর তরপরেই বদলে যায় তার চরিত্র, মেজাজ। বদমেজাজি সাহেব আর দর্শকদের সামনে আসতে চায় না। আর তখনই তার জীবনে আসে 'চিঠি'।


 


ইউটিউব থেকে মোছা হল সিধু মুসেওয়ালার শেষ গান


ফের একবার শিরোনামে সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala)। এবার ইউটিউব থেকে মুছে ফেলা হল, সিধু মুসেওয়ালার শেষ গান। এক মাসে যার দর্শক সংখ্যা ছিল ২৭ মিলিয়নেরও বেশি। কিন্তু সেই গান মুছে ফেলার পিছনে ঠিক কী কারণ ছিল? চণ্ডীগড় সংবাদমাধ্যম সূত্রের খবর, সরকারের রোষেই এই গান মুছে ফেলতে হয়েছে ইউটিউব থেকে। কারণ এই গানের শুরুতেই নাকি রাজনীতির উল্লেখ ছিল। সংবাদমাধ্যমের দাবি, পাঞ্জাবে সরকার গঠনের পরে আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য সুশীল গুপ্ত ঘোষণা করেছিলেন, ‘‘২০২৪-এ হরিয়ানায় সরকার গড়ব আমরা। আর ২০২৫-এ জল পৌঁছে যাবে হরিয়ানার প্রত্যেক চাষির কাছে। এটা শুধু প্রতিশ্রুতি নয়, গ্যারান্টি দিচ্ছি।’’ মুসেওয়ালার গানের লাইনগুলির অর্থ ছিল কিছুটা এমন, ‘আমাদের অতীত আর উপজাতি ফিরিয়ে দাও। দিয়ে দাও চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল। জল ভুলে যাও, সার্বভৌমত্ব না পেলে এক বিন্দুও দেব না। সেতুর নীচ দিয়ে জল বইবে। তোমরা ভালবাসায় মন জিততেই পারো, কিন্তু আমরা মাথা নত করব না। আমরা জল দেব না তোমাদের, কারণ তোমাদের চাওয়ার ধরণে বড্ড অপমান।’


 


নজরুল মঞ্চে অনুষ্ঠান করলেন সোনু


নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে গত ৩১ মে মারা যান কেকে। শনিবার ওই নজরুল মঞ্চেই (Nazrul Mancha) অনুষ্ঠান করলেন সোনু। লালবাজারের তরফে নির্ধারিত SOP মেনেই হল অনুষ্ঠান (Kolkata News)। ছিল আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা। অনুষ্ঠানস্থলের বাইরে মোতায়েন রাখা হয়েছিল তিনটি অ্যাম্বুল্যান্স এবং দমকলের গাড়িও। এ ছাড়াও উদ্যোক্তাদের তরফে অতিরিক্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়। নির্বিঘ্নেই অনুষ্ঠান সম্পন্ন করেছেন সোনু। কোথাও একচুল বিচ্যূতি চোখে পড়েনি। কেকে-র অনুষ্ঠানের কথা মাথায় রেখে, এ বারে যাতে অনুষ্ঠানস্থলে মাত্রাতিরিক্ত ভিড় না হয়, সে দিকে কড়া নজর ছিল আয়োজকদের। তাঁরা জানিয়েছেন, আসন সংখ্যার থেকে একটিও অতিরিক্তি টিকিট বিক্রি করা হয়নি। পাশাপাশি, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় নজরুল মঞ্চকে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের অফিসারের নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।