কলকাতা:  মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই খবর দিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। ফলে এবারের জন্মদিনও অপরাজিতা কাটান মায়ের সঙ্গেই।  এবিপি লাইভের সাক্ষাৎকারে অরিজিৎতের সঙ্গে কাজ নিয়ে মুখ খুললেন রূপম। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


'দোষ আমার', 'সেলফি'র অসাফল্যের পর বললেন অক্ষয় কুমার


বলিউড অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সেলফি' (Selfiee)। বক্স অফিসে বিশেষ ভাল লাভ করতে পারেনি এই ছবি। সূত্রের খবর, নিজের ছবির অসাফল্য নিয়ে অক্ষয়ের বক্তব্য এটি সম্পূর্ণ তাঁর দোষ। ছবি বক্স অফিসে ভাল লাভ না করার পিছনে ওই নির্দিষ্ট ছবির প্রযোজকের কোনও হাত থাকে না।একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, তারকা অক্ষয় কুমার দাবি করেছেন যে এমন পরিস্থিতির সম্মুখীন তিনি তাঁর কর্মজীবনের প্রথম দিকেও হয়েছিল। তখন তাঁর ১৬টি ছবি পরপর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সূত্রের খবর, অক্ষয় কুমার বলেছেন, 'এরকম আমার সঙ্গে প্রথমবার হচ্ছে তা নয়। আমার কর্মজীবনে, আমি পরপর ১৬টা ছবি ফ্লপ হতে দেখেছি। এমন সময়ও গেছে যখন আমার পরপর ৮টি ছবি ভাল ব্যবসা করতে পারেনি। এখন আমার তিন থেকে চারটি ছবি ভাল ব্যবসা করেনি। ব্যাপারটা হচ্ছে ছবির না চলা কিন্তু তোমার নিজের দোষেই হয়। দর্শক বদলে গেছেন, তোমাকেও বদলাতে হবে, নিজেকে ভেঙে গড়তে হবে। আবার শুরু থেকে শুরু করা উচিত কারণ দর্শক তোমাকে অন্যভাবে দেখতে চাইছে।'


প্রকাশিত হল 'রায়বাড়ি'


ঘরোয়া গল্প, ব্যক্তিগত স্মৃতি থেকে ইতিহাস (memories to history), কী নেই! রবিবার, নন্দনে লীলা মজুমদারের (Leela Majumdar) সেই দুষ্প্রাপ্য লেখাই প্রকাশিত হল, দুই মলাটে। নাম 'রায়বাড়ি' (Ray Bari)। উপস্থিত ছিলেন, রায়বাড়ির সদস্য সন্দীপ রায় (Sandip Ray), প্রসাদরঞ্জন রায়-সহ (Prasad Ranjan Ray) অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বাঙালি যে দুটি পরিবারকে নিয়ে গর্ব করে, তার একটি যদি হয় ঠাকুর পরিবার তবে অন্যটি রায় পরিবার। সেই বাড়ি ও তার সদস্যদের কথা, একের পর এক লেখায় ফুটিয়ে তুলেছেন লীলা মজুমদার। ঘরোয়া গল্প, ব্যক্তিগত স্মৃতি থেকে ইতিহাস, কী নেই সেখানে! রবিবার, নন্দনে সেই দুষ্প্রাপ্য লেখাই প্রকাশিত হল, দু'মলাটে। নাম 'রায়বাড়ি'।


আরও পড়ুন: Rupam Islam Exclusive: অরিজিতের সঙ্গে জুটি বেঁধে গান, ঠিক কী পরিকল্পনা? এবিপি লাইভে এক্সক্লুসিভ রূপম ইসলাম


 


মাকে হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য


মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই খবর দিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। ফলে এবারের জন্মদিনও অপরাজিতা কাটান মায়ের সঙ্গেই। গত ২২ ফেব্রুয়ারি জন্মদিন ছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। প্রত্যেক বছর বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড় করে এই বিশেষ দিন পালন করলেও এবারে থেকেছিলেন মায়ের সঙ্গে। অসুস্থ মায়ের হাত ধরেই জন্মদিন কাটান। মায়ের সঙ্গে কাটানো এই বছরের জন্মদিনই শেষ জন্মদিন হয়ে রইল। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রীর মা।


রুক্মিণীর সেটে হাজির দেব


নিজের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জ রুক্মিণী মৈত্রের সামনে। তা যেন কঠিন, তেমনই উপভোগ্য। এই প্রথম পর্দায় কারোও জীবনকে তুলে ধরবেন অভিনেত্রী। তাও, বিনোদিনীর। শ্যুটিং শুরু হয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'বিনোদিনী-এক নটির উপাখ্যান'-এর শ্যুটিং। আর সেই ছবিতেই রুক্মিণীকে সঙ্গ দিতে সেটে হাজির থাকলেন দেব। আজ সেট থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। হেডফোন কানে নিয়ে তিনি চোখ রেখেছেন মনিটরে। পাশ বসে পরিচালক রামকমল। সামনে রাখা বিনোদিনীর স্ক্রিপ্ট। এই ছবিটিতে অভিনয় না করলেও প্রযোজক হিসেবে থাকছেন দেব। এই ছবি শেয়ার করে নিয়ে দেব লিখেছেন, 'বিনোদিনীর সেট থেকে, আমার প্রিয় বন্ধু ও পরিচালক রামকমলের সঙ্গে।' এখানেই থামেননি দেব, লিখেছেন, 'এই কাজটার জন্য আমি অপেক্ষা করছি রুক্মিণী।'   


ঘনিষ্ঠ ছবি পোস্ট করে চারুকে শুভেচ্ছা রাজীবের


 বরফ গলল? জন্মদিন কী কাছাকাছি আনল সুস্মিতা সেন (Sushmita Sen) -এর ভাই রাজীব সেন (Rajeev Sen) ও স্ত্রী অশোপা চারু (Ashopa Charu)-কে? জন্মদিন ফুরিয়ে আসার আগেই সোশ্যাল মিডিয়ায় চারুর সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেতা। সঙ্গে রইল ছোট্ট মেয়ে জিয়ানাও। জন্মদিনে সব অভাব অভিযোগ উড়িয়ে চারুর উদ্দেশে আদুরে পোস্ট রাজীবের। সেখানে কখনও জিয়ানা ও চারুর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেল রাজীবকে। কখনও আবার রাজীবের কাঁধে মাথা রাখলেন চারু। রাজীব এই সমস্ত ছবি শেয়ার করে লিখছেন, 'শুভ জন্মদিন চারু। তোমায় অনেক ভালবাসা জানাই সুস্বাস্থ্য আর খুশি সর্বদা বজায় থাকুক।'


অরিজিৎ প্রসঙ্গে রূপম


গানের সুরে তখন সন্ধে গাঢ় হচ্ছে একটু একটু করে। সেদিকে খেয়াল নেই তিলোত্তমার। মঞ্চে তখন সুরের জাল বিস্তার করছেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। হঠাৎ চমকের ওপর চমক। দর্শকাসনে যে রয়েছেন রূপম ইসলাম (Rupam Islam), তা জানতেন না অনেকেই। হঠাৎ ম্যাজিক। মঞ্চ থেকে নেমে আসেন অরিজিৎ, রূপমের কাছে। অরিজিতের গলায় রূপমের গান শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা আর দর্শকদের অনুরোধ.. একসঙ্গে তাঁরা দেখতে চান রূপম আর অরিজিৎকে। হতে পারে তা কনসার্ট অথবা অ্যালবাম, জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পীর কন্ঠ একসঙ্গে শুনতে চান শ্রোতারা। আর সেই ডাকেই সাড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ ঘোষণা করেছিলেন রূপম। জানিয়েছিলেন, একসঙ্গে একটি কাজ করবেন তিনি। কিন্তু কী সেই কাজ, সে বিষয়ে মুখ খোলেননি শিল্পী। এদিন এবিপি লাইভের সাক্ষাৎকারে অরিজিৎতের সঙ্গে কাজ নিয়ে মুখ খুললেন রূপম। বললেন, 'আমরা একসঙ্গে একটা প্রোজেক্ট করছি। আমার তরফ থেকে কাজটার সূচনা হয়েছে। আর আমাদের দুজনের সম্মতির কথা তো ভিডিওতেই দেখেছেন সবাই। এরপরে অরিজিতের একটা রেকর্ডিং করে পাঠানোর কথা। ওও তো ব্যস্ত মানুষ। ও রেকর্ডিং পাঠালে তারপরে আমি আবার কাজ শুরু করব। প্রথম দানটা ধরুন আমরা ২ জনে মিলে খেলেছি। দ্বিতীয় দানটা আমি খেলেছি। তৃতীয় দানের অপেক্ষায় রয়েছি আমি। আর হ্যাঁ, আমাদের একসঙ্গে অনুষ্ঠান দেখতে চাইলে সেটা আয়োজকদেরই ভাবতে হবে। আমরা নিজেরা তো অনুষ্ঠান আয়োজন করি না। ফলে আয়োজকেরা আমাদের একসঙ্গে মঞ্চে না ভাবলে একসঙ্গে আমাদের দেখার সম্ভাবনা নেই।'