কলকাতা: প্রতি শুক্রবার বক্স অফিসে ভাগ্য নির্ধারণ হয় তারকাদের। কখনও ছবি চলে, কখনও আবার মার খায় ব্যবসা। ব্যক্তিগত জীবনেও ওঠাপড়া লেগে থাকে তেমনই। ব্য়ক্তিগত জীবন নিয়েই এবার খবরের শিরোনামে উঠে এলেন অভিনেতা ফারদিন খান (Fardeen Khan)। স্ত্রী নাতাশা মাধবনীর সঙ্গে তাঁর দাম্পত্যে ফাটল ধরেছে বলে খবর। তাঁরা বিবাহবিচ্ছেদের (Celeebrity Divorce) দিকে এগোচ্ছেন বলে জোর গুঞ্জন মায়ানগরীতে। (Bollywood Updates)। 'গরিবের মসিহা'-কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির সামনে হাজির হয়েছিলেন বহু অনুরাগী। হবে নাই বা কেন.. শুধু অভিনয় নয়, তিনি যে হাজার হাজার মানুষের মন জয় করেছেন তাঁর ব্যবহারে! করোনাকালে যখন হাজার হাজার মানুষ হাহাকার করছে বাঁচার জন্য, খাবারের জন্য... তখন কার্যত নিজের সাধ্যের বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। আর সেই মানুষকেই শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। তিনি সোনু সুদ (Sonu Sood)। দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নেওয়া যাক বিনোদনের সারাদিন
বড়পর্দায় দেব-রুক্মিণীর মুখোমুখি মধুমিতা-সৌম্যর রোম্যান্স
ব্যোমকেশ আর সত্যবতীর রসায়নের মুখোমুখি 'চিনি'-র রসায়ন! ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে মৈনাক ভৌমিক (Mainal Bhowmik) পরিচালিত, অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), মধুমিতা সরকার (Madhumita Sircar), সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) অভিনীত ছবি 'চিনি ২' (Cheeni 2)। আর সদ্য শহরে আয়োজন করা হয়েছিল এই ছবির গান মুক্তির। এদিনের অনুষ্ঠানে পরিচালক খোদ, সৌম্য ও মধুমিতা ছাড়াও উপস্থিত ছিলেন দেবদূত ঘোষ। মুক্তি পেয়েছে ছবির দুটি গান। ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাবে এসভিএফ-এর প্রযোজনায় তৈরি এই ছবি। কয়েক বছর আগে মুক্তি পাওয়া ছবি চিনি সাফল্য পেয়েছিল বক্সঅফিসে আর সেই কারণেই ফের চিনির গল্প বলতে পর্দায় হাজির হচ্ছেন মৈনাক। তবে 'চিনি' ছবির সিক্যুয়াল নয় এই গল্প। 'চিনি' ছবিতে মধুমিতার বিপরীতে দেখা গিয়েছিল সৌরভ দাসকে। আর এই ছবিতে মধুমিতার বিপরীতে দেখা যাবে সৌম্যকে। প্রসঙ্গত, এই একই দিনে মুক্তি পাচ্ছে বিরসা দাশগুপ্ত পরিচালিত, দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) অভিনীত ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' (Byomkesh and Durgo Rohosshyo)। এর আগে, দেব এই ছবির কথা বলতে গিয়ে বলেছিলেন, 'আমরা সবাই একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি। যদি 'চিনি ২' চলে তাহলেও আমার ছবির লাভ, যদি ব্যোমকেশ চলে তাহলেও চিনির লাভ।'
সোনু সুদের জন্মদিন কাটল ভালবাসা, শুভেচ্ছায়
আজ তাঁর জন্মদিন। 'গরিবের মসিহা'-কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির সামনে হাজির হয়েছিলেন বহু অনুরাগী। হবে নাই বা কেন.. শুধু অভিনয় নয়, তিনি যে হাজার হাজার মানুষের মন জয় করেছেন তাঁর ব্যবহারে! করোনাকালে যখন হাজার হাজার মানুষ হাহাকার করছে বাঁচার জন্য, খাবারের জন্য... তখন কার্যত নিজের সাধ্যের বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। আর সেই মানুষকেই শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। তিনি সোনু সুদ (Sonu Sood)। আজ ছিল সোনু সুদের জন্মদিন। তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। ফুল, বিভিন্ন পোস্টারে শুভেচ্ছা জানানো হয় অভিনেতাকে। আর তিনিও সেই শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। সোনু সুদের জন্মদিন তো এমনই হওয়ার কথা। একেবারে রাস্তায়, সাধারণ মানুষদের মধ্যে। একটি হুডখোলা গাড়িতে করে অনুরাগীদের মধ্যে হাজির হয়েছিলেন সোনু। পরে তিনি একেবারে নেমে আসেন অনুরাগীদের মধ্যে। তাঁদের সঙ্গে কথা বলেন। অনুরাগীরাও উচ্ছ্বসিত প্রিয় অভিনেতাকে নিজেদের মধ্যে পেয়ে। তাঁরা সোনু সুদের হাতে তুলে দেন গোলাপ ও বিভিন্ন ছবি, পোস্টার ও তাঁরই অনুকরণে তৈরি করা পুতুল। সোনুও মিশে যান সবার সঙ্গে।
বিবাহবিচ্ছেদের পথে অভিনেতা ফারদিন খান! জল্পনা তুঙ্গে
প্রতি শুক্রবার বক্স অফিসে ভাগ্য নির্ধারণ হয় তারকাদের। কখনও ছবি চলে, কখনও আবার মার খায় ব্যবসা। ব্যক্তিগত জীবনেও ওঠাপড়া লেগে থাকে তেমনই। ব্য়ক্তিগত জীবন নিয়েই এবার খবরের শিরোনামে উঠে এলেন অভিনেতা ফারদিন খান (Fardeen Khan)। স্ত্রী নাতাশা মাধবনীর সঙ্গে তাঁর দাম্পত্যে ফাটল ধরেছে বলে খবর। তাঁরা বিবাহবিচ্ছেদের (Celeebrity Divorce) দিকে এগোচ্ছেন বলে জোর গুঞ্জন মায়ানগরীতে। (Bollywood Updates)। ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারদিন এবং নাতাশা। তাঁদের দুই সন্তান রয়েছে, কন্য়া দিয়ানি এবং পুত্র আজারিয়াস। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য তাঁদের। ফারদিনের কেরিয়ারে মন্দা এলেও, নাতাশার সঙ্গে তাঁর সম্পর্কে ফাটল ধরেনি। বরং বলিউডের 'দ্য ইট' কাপল বলা হতো তাঁদের। সঙ্কটে স্ত্রীকে স্তম্ভের মতো পাশে পেয়েছেন বলেও একাধিক বার জানান ফারদিন। কিন্তু ফারদিন এবং নাতাশার বিবাহবিচ্ছেদের খবরেই এখন সরগরম মায়ানগরী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি সামনে এনেছে। শোনা যাচ্ছে, গত এক বছর ধরে আলাদাই থাকছিলেন ফারদিন এবং নাতাশা। নাতাশা দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন। ফারদিন মায়ের সঙ্গে রয়েছেন মুম্বইয়েই। ফারদিন এবং নাতাশা বিষয়টি নিয়ে মুখ খোলেননি যদিও। তবে সূত্রের খবর, পারস্পরিক সম্মতিতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ফারদিন এবং নাতাশা।
নায়িকার প্রিয় মানুষের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্ত থেকে শেয়ার করে ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড নায়িকা সোনম কপূর (Sonam Kapoor)। আজ তাঁর স্বামী আনন্দ আহুজা (Anand Ahuja)-র জন্মদিন। আর সোশ্যাল মিডিয়ায়, তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন ভালবাসার মুহূর্ত ভাগ করে নিলেন পর্দার 'নীরজা'। সোশ্যাল মিডিয়ায় আজ আনন্দ আহুজার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সোনম। আর সেইসঙ্গে শেয়ার করে নেওয়া লম্বা নোটে সোনম লিখেছেন, 'প্রিয় আনন্দ, আরও একটা বছর পেরিয়ে গেল। আর এই বছর, কেবল আমি আর তুমি ছাড়াও, এক সুন্দর শিশু আমাদের সঙ্গে রয়েছে। আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালবাসি তোমায়। তুমি দয়ালু, সংবেদনশীল আর একজন ভীষণ ভাল মানুষ। তোমার সঙ্গে যাঁরা মেশেন, তাঁরাই হয়তো বোঝেন তুমি ঠিক কতটা বিশেষ, কিন্তু কেউ জানে না, তোমার কাজের জন্য তুমি ঠিক কতটা পরিশ্রমী হতে পারো। তোমার সাফল্যের পিছনে যে কতটা পরিশ্রম রয়েছে তা কেবল আমরাই জানি। তোমার লক্ষ্যে পৌঁছে যাও... শিখর ছুঁয়ে ফেল তুমি। তোমার জীবন প্রতিদিন আরও একটু করে সুন্দর হয়ে উঠুক। জীবনের সব ভালটুকু তুমি পাও।' সোনমের এই পোস্টে আনন্দ মন্তব্য করেছেন, 'সোনম তোমায় অনেক ধন্যবাদ আমাদের জন্য সবসময় একটা উদাহরণ তৈরি করার জন্যব, নিজেকে আগুনে পুড়িয়ে, নিজের সেরা হয়ে ওঠা শেখানোর জন্য।' ভূমি পেডনেকর থেকে শুরু করে একাধিক অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন আনন্দকে।