ওভাল: টেস্ট কেরিয়ারের পাঁচ হাজার রান পূরণ করলেন উসমান খাওয়াজা। এই মুহূর্তে অ্যাশেজ খেলতে ব্যস্ত অজি তারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া খেলতে নেমেছে পঞ্চম টেস্টে। সেই ম্য়াচেই প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকালেন বাঁহাতি অজি ওপেনার। আর সেই সঙ্গেই টেস্টে ৫ হাজার রান পূরণ করলেন। পঞ্চম টেস্টের চতুর্থ দিনে ব্যাট করার সময় এই মাইলস্টোন স্পর্শ করেন খাওয়াজা। 


৩৮৪ রান তাড়া করতে নেমেছে অস্ট্রেলিয়া। অজি ব্যাটিংয়ের ৩৭ তম ওভারে মার্ক উডের বলে ডাবলস নিয়ে নিজের টেস্ট কেরিয়ারের পাঁচ হাজার রান পূরণ করেন তিনি। অজি ব্য়াটারদের তালিকায় ২১ নম্বর ব্যাটার হিসেবে পাঁচ হাজার রান পূরণ করেন খাওয়াজা। চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া বোর্ডে তুলে নিয়েছে ১৩৫ রান। হাতে রয়েছে ১০ উইকেটই। খাওয়াজা অপরাজিত রয়েছেন ৬৯ রানে। এখনও পর্যন্ত আটটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। আগামীকাল সেঞ্চুরি করার সুযোগ রয়েছে খাওয়াজার সামনে। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ৫৮ রান করে অপরাজিত রয়েছে।


অবসর লগ্নে গার্ড অফ অনার ব্রডকে


গতকালই হঠাৎ করে জানিয়ে দিয়েছিলেন যে ৩১ জুলাই ২২ গজে শেষবার মাঠে নামবেন। আজ মাঠে নামলেন আবেগে ভাসলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গার্ড অফ অনার দিলেন তারকা ইংরেজ পেসারকে। ব্যাট করতে এসে নিজের কেরিয়ারের শেষ বলে ছক্কা হাঁকালেন। ওভালের গ্যালারির প্রতিটি দর্শক উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন। অ্যাশেজের মঞ্চ আরও এক তারকা ক্রিকেটারের বিদায়ের সাক্ষী থাকল। 


ম্যাচের চতুর্থ দিন ব্যাট হাতে নেমে মিচেল স্টার্কের বলে পেল্লাই ছক্কা হাঁকান ব্রড। তাঁর আগে অ্যান্ডারসনের সঙ্গে জুটি বেঁধে ড্রেসিংরুম থেকে নামার সময় গার্ড অফ অনার দিয়েছিলেন অজি ক্রিকেটারা। এর আগে তৃতীয় দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ৩৮৯ রান বোর্ডে তুলে নিয়েছিল ইংল্যান্ড। এদিন সকালে ব্রড ও অ্য়ান্ডারসনই ব্যাট হাতে নামে। ৩৯৫ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। 


 তৃতীয় দিনের শেষেই নিজের অবসরের কথা ঘোষণা করে ব্রড জানান, 'কাল (রবিবার) বা সোমবার আমার শেষ ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এই সফরটা দুর্দান্ত ছিল। নটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের হয়ে এতদিন ধরে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে দারুণ গর্বের। আমি সবসময়ই শীর্ষে থেকে শেষটা করতে চেয়েছি। এই সিরিজটা আমার কেরিয়ারের অন্যতম সেরা সিরিজ। দারুণ উপভোগ করেছি এই সিরিজটা।'