কলকাতা: এই বছরের ভাইফোঁটা একটু আলাদা কাটল তাঁর। বাড়ির একমাত্র মেয়ে তিনি, কোনও দাদা বা ভাই নেই। কিন্তু তিনি পর্দার 'রানিমা'। আর তাই, ভাই ফোঁটার দিন, পথশিশুদের ভাইফোঁটা দিয়ে উৎসব পালন করলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। নন্দন চত্বরে ভাইফোঁটার দিনই তারকাদ্যুতি। নাহ.. কোনও ছবির প্রিমিয়ার নয়, মুক্তি পেল দুই তারকার নতুন ছবির পোস্টার। 'প্রজাপতি'-র প্রথম লুক। প্রথমবার একসঙ্গে কাজ করলেন মিঠুন চক্রবর্তী। বিনোদনের দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।


শুভশ্রীর ভাইফোঁটা নিতে হাজির জিৎ


প্রত্যেক বছরই এই দিনটা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-র বাড়িতে ফোঁটা নিতে আসেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। বাদ গেল না এই বছরটাও। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, আরবানার আবাসনে রাজ-শুভশ্রীর আস্তানায় আয়োজন করা হয়েছে ভাইফোঁটার। হাজির রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র বোনেরা। অন্যদিকে লাল কাজ করা কুর্তিতে হাজির শুভশ্রীও। একরত্তি ইউভানের সঙ্গে কখনও তিনি খেলায় মেতে উঠছেন, কখনও আবার তাকেই বসিয়ে দিচ্ছেন ফোঁটা নেওয়ার আসনে। 


পথশিশুদের সঙ্গে দিতিপ্রিয়ার ভাইফোঁটা


 এই বছরের ভাইফোঁটা একটু আলাদা কাটল তাঁর। বাড়ির একমাত্র মেয়ে তিনি, কোনও দাদা বা ভাই নেই। কিন্তু তিনি পর্দার 'রানিমা'। আর তাই, ভাই ফোঁটার দিন, পথশিশুদের ভাইফোঁটা দিয়ে উৎসব পালন করলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। গতকাল দক্ষিণ কলকাতার একটি এলাকায় হাজির হন দিতিপ্রিয়া। লাল কুর্তিতে ঝলমলে নায়িকা সবার মধ্যেই নজর কাড়ছিলেন। সেখানে হাজির হয়েছিল এক ঝাঁক খুদে। সকলের কপালেই ফোঁটা দেন দিতিপ্রিয়া। সামনেই শীতকাল তাই প্রত্যেকের হাতেই কম্বল তুলে দেন দিতিপ্রিয়া। ছিল খাওয়া দাওয়ার আয়োজনও।


'প্রজাপতি'-র পোস্টার রিলিজ


নন্দন চত্বরে ভাইফোঁটার দিনই তারকাদ্যুতি। নাহ.. কোনও ছবির প্রিমিয়ার নয়, মুক্তি পেল দুই তারকার নতুন ছবির পোস্টার। 'প্রজাপতি'-র প্রথম লুক। প্রথমবার একসঙ্গে কাজ করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেব।ভাইফোঁটার দিন নন্দন চত্বরে হাজির দেব, মমতা শঙ্কর (Mamata Shankar), শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharyya), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Kanineeka Banerjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও অন্যান্য়রা। মুক্তি পেল 'প্রজাপতি'-র অফিসিয়াল পোস্টার। বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স যৌথভাবে প্রযোজনা করছে এই ছবির। পরিচালনায় অভিজিৎ সেন। এই ছবি এক বাবা ও ছেলের অম্লমধুর সম্পর্কের গল্পের। বাবার ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী আর ছেলের ভূমিকায় দেখা যাবে দেবকে। আবেগ, অনুভূতি ও দুই প্রজন্মের ভাবনার মিশেলে এগিয়ে যাবে ছবির গল্প। পুত্রবধূকে খুঁজে পাওয়া নিয়ে ছবির গল্প মোড় নেবে অন্যদিকে।


আরও পড়ুন: Vishal Dadlani: টাকায় লক্ষ্মী-গণেশের ছবি চান কেজরি, ধর্মের কারবারিদের সঙ্গে সম্পর্ক নেই, বললেন সমর্থক বিশাল


 


ঢাকা চলচ্চিত্র উৎসবে 'ঝরা পালক'


ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ঝরা পালক (Jhora Palok)। জয়া আহসান (Jaya Ahsan) ও ব্রাত্য বসু (Bratya Basu) অভিনীত, সায়ন্তন মুখোপাধ্যায় (Shayantan Mukherjee) পরিচালিত ছবি ঝরা পালক। ২১তম ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এই ছবি। এবিপি লাইভের সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই ঢাকায় প্রদর্শিত হবে এই ছবি। বাংলায় জুন মাসে মুক্তি পেয়েছিল এই ছবি। জীবনানন্দ দাশের জীবন আধারিত এই ছবি দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে ইতিমধ্যেই। জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে জানুয়ারির ২২ তারিখ পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।


ভারত সরকার সম্মানিত করল 'অভিযাত্রিক'-কে


 'অভিযাত্রিক'-এর মুকুটে নতুন পালক। ভারত সরকারের পক্ষ থেকে এই ছবিকে 'অপু ট্রিলজি'-র অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হল। এবিপি লাইভের সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন খোদ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। ভারত সরকারের পক্ষ থেকে শংসাপত্র নিয়ে জানানো হয়েছে, সত্যজিৎ রায় যে কিংবদন্তি অপু ট্রিলজিকে তুলে ধরেছিলেন পর্দায়, সেই ট্রিলজিরই সিক্যুয়াল বা ধারাবাহিক হল অভিযাত্রিক (Abhijatrik)। অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সম্মানিত হয়েছে 'অভিযাত্রিক'। শ্রী গিরীশ কাসারাভল্লি (Shri Girish Kasaravalli) এই ছবি দেখে খোদ পরিচালককে প্রশংসা করেছিলেন।