কলকাতা: ছবির প্রচার হোক বা তারকাদের ব্যক্তিগত জীবন, রুপোলি পর্দার সঙ্গে অনুরাগীদের সেতুবন্ধন ঘটায় সোশ্যাল মিডিয়া। সেখানে যেমন অনুরাগীরা ভাগ করে নেন তাঁদের নিজেদের জীবনের কথা, তেমনই অনুরাগীরাও তাঁদের মতামত পৌঁছে দিতে পারেন তাঁদের কাছে। ছবির টিজার, ট্রেলার থেকে শুরু করে ছবির প্রস্তুতি বা ক্যামেরার পিছনের খুঁটিনাটি, এ সব কিছুরই ঝলক মেলে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আবার, দিনভর সোশ্যাল মিডিয়ায় নিজেদের টুকরো টুকরো জীবনযাপনও ভাগ করে নিতে ভালবাসেন তারকারা। ট্রেলার মুক্তির অন্য স্বাদের অনুষ্ঠান হোক বা নস্ট্যালজিয়া মোড়া ছবির ঝলক...  প্রতিদিন,  আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। .. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 


মুক্তি পেল 'গদর ২'-র ট্রেলার


আগামী মাসের শুরুর দিকেই মুক্তি পাচ্ছে সানি দেওল ও আমিশা প্য়াটেল অভিনীত ছবি 'গদর ২'। আর গতকাল কার্গিল দিবসে প্রকাশ্য়ে এল ছবির ট্রেলার। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সানি দেওয়ল ও আমিশা পটেল সহ ছবির অন্য়ান্য় কলাকুশলীরা। এদিনের ইভেন্টে সানি দেওয়ল (Sunny Deol ) ও আমিশা পটেলকে (Amisha Patel) দেখা  গেল তারা সিং ও সাকিনার বেশে। উল্লেখ্য়, পরিচালক অনিল শর্মা এই পাওয়ার প্যাকড ট্রেলারটির মাধ্য়মে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে আসতে চলেছে এই ছবিতে। ট্রেলারেই স্পষ্ঠ যে ছবিতে দুর্দান্ত অ্য়াকশান সিকোয়েন্সের দেখা মিলতে চলেছে।


 









শিবের বেশে দেব, ব্যোমকেশের ট্রেলার দেখে নেটিজেনদের উক্তি, 'খেলা হবে'


ট্রেলার শুরু হোক ব্যোমকেশ আর সত্যবতীর রসায়ন দিয়ে, এটা চেয়েছিলেন দেবই। তারপরে ধীরে ধীরে গল্পে প্রবেশ.. জড়িয়ে আস রহস্যের জট.. হত্যা। সব মিলিয়ে ২ মিনিট ১২ সেকেন্ডে টান টান রহস্যের জাল বোনার চেষ্টা করলেন বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta)। মুক্তি পেল 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র ট্রেলার। মুখ্যভূমিকায় দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini maitra) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)। আজ ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির ছিলেন দুই ব্যোমকেশ ও তার দুই পরিচালক। অর্থাৎ, অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও দেব (Dev)। অন্যদিকে বিরসা ও সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আজ এই ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে, আড্ডা আলোচনাতেও যোগ দিলেন সমস্ত কলাকুশলীরা। ট্রেলার মুক্তির পরে সাংবাদিকদের তরফ থেকে অনির্বাণ ও দেবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এতজন অভিনেতা একসঙ্গে ব্যোমকেশ-এর ভূমিকায় অভিনয় করলে নতুন প্রজন্মের কাছে ব্যোমকেশ হিসেবে কার ছবিটা থাকবে? অনির্বাণ এই প্রশ্নের উত্তরে বলেন, 'ধর্মের দেশ আমাদের। ৩৩ কোটি দেবতাকে মান্য করেন মানুষ। সেখানে ৭টা ব্যোমকেশে কী সমস্যা?' অনির্বাণের এই উত্তরের প্রশংসা করেন সবাই। 


আরও পড়ুন: Anurager Chowa Exclusive: রোজ দুর্ঘটনা ঘটায় সোনা-রুপা, সেটে কার টিফিনবক্স সবচেয়ে আকর্ষণীয় লাগে দিব্যজ্যোতির?