কলকাতা: পর্দা থেকে শুরু করে বাস্তব,  রুপোলি পর্দার সঙ্গে অনুরাগীদের সেতুবন্ধন ঘটায় সোশ্যাল মিডিয়া। সেখানে যেমন অনুরাগীরা ভাগ করে নেন তাঁদের নিজেদের জীবনের কথা, তেমনই অনুরাগীরাও তাঁদের মতামত পৌঁছে দিতে পারেন তাঁদের কাছে। ছবির টিজার, ট্রেলার থেকে শুরু করে ছবির প্রস্তুতি বা ক্যামেরার পিছনের খুঁটিনাটি, এ সব কিছুরই ঝলক মেলে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আবার, দিনভর সোশ্যাল মিডিয়ায় নিজেদের টুকরো টুকরো জীবনযাপনও ভাগ করে নিতে ভালবাসেন তারকারা। ছবি মুক্তি হোক বা নতুন ছবির ঘোষণা...  প্রতিদিন,  আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। .. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 


দর্শকের সঙ্গে 'অন্দরমহলের খুশি' ভাগ করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়


২ জুন। প্রেক্ষাগৃহে মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত 'অর্ধাঙ্গিনী' (Ardhangini)। ২৮ জুলাই। প্রেক্ষাগৃহে হাজির হল কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। দুই ছবির মধ্যে মিল কোথায়? দুই ছবিতেই সমান দাপটের সঙ্গে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। আর স্ত্রীয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই আনন্দের পারদ আরও খানিকটা বেড়েছে। কেন? উত্তর মিলবে পরিচালকের কিছুক্ষণ আগে করা সোশ্যাল পোস্টে। এদিন একটি ছবি পোস্ট করেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ওপর নীচে করে দুটো ছবির পোস্টার সাঁটানো। ওপরে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র পোস্টার, তার ঠিক নীচেই 'অর্ধাঙ্গিনী'র পোস্টার। এই ছবি শেয়ার করে খুব মিষ্টি ক্যাপশনে লেখেন কৌশিক। তিনি লেখেন, 'একজন অভিনেতার জীবনে এমন দিন বারবার আসে না। একসঙ্গে দুটো ছবি উপচে পড়ে দর্শক দেখছেন। চূর্ণীর জন্য আমাদের পরিবার ও বন্ধুরা গর্বিত। এতটাই ভাললাগা যে মনে হল আপনাদের জানাই আমাদের অন্দরমহলের খুশি।' 



 


নীল সমুদ্রের জলে সিদ্ধার্থ-কিয়ারার উচ্ছ্বল প্রেম, একান্তে কাটল জন্মদিন


জন্মদিনের আগেই সিদ্ধার্থ মলহোত্রর (Siddharth Malhotra)-র সঙ্গে ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর সকাল থেকে অনুরাগীদের নজর ছিল, পর্দার 'বিক্রম বত্রা' কিছু পোস্ট করেন কি না তাঁর প্রিয় মানুষের জন্য। তবে সিদ্ধার্থ নয়, নিজের জন্মদিনের ঝলক শেয়ার করে নিলেন কিয়ারাই। আর সেই ঝলকেই মন গলল নেটদুনিয়ার। সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগেই একটি ঝলক শেয়ার করে নিয়েছেন কিয়ারা। সেখানে দেখা যাচ্ছে, পাহাড় ঘেরা নীল সমুদ্রের জলে ঝাঁপ দিচ্ছেন সিদ্ধার্থ ও কিয়ারা। আর তারপরে, নীল জলে হাসছেন, ভাসছেন আনন্দে। কিয়ারার উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে টু মি'। বিয়ের পর থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম চোখে পড়ার মতোই। একে অপরের সঙ্গে যেমন মানানসই তাঁরা, তেমনই তাঁদের দাম্পত্য জীবন কাটছে সুখে, শান্তিতে। একের পর এক ছবিতে কাজ করছেন কিয়ারা, ব্যস্ততা রয়েছে সিদ্ধার্থেরও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারাকে সিদ্ধার্থকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি 'আমার ঘর' বলে অভিহিত করেন ভালবাসার মানুষকে। নিজের বিয়ে ও সম্পর্ক প্রসঙ্গে কিয়ারা বলেন, 'সদ্য আমার বিয়ে হয়েছে। সেটা প্রেমের বিয়েই ছিল। ফলে অবশ্যই আমি প্রেমের বিয়েতে বিশ্বাস করি।' কিয়ারা আরও বলেন, 'আমি বিশ্বাস করি, ঘর দুটো মানুষ তৈরি করে। আর আমি খুব ভাগ্যবতী যে আমি যাকে পছন্দ করেছি, যে আমার স্বামী, সে আমার সবচেয়ে প্রিয় বন্ধুও। আমার জন্য ও সবকিছু। আমার জন্য, সিদ্ধার্থই আমার ঘর। আমি যেখানেই থাকি না কেন, যাই করি না কেন... সিদ্ধার্থ আমার ঘর। আমার শান্তির আশ্রয়।'


 






আরও পড়ুন: Top Entertainment News Today: মুক্তি পেল 'জওয়ান'-এর নতুন গান, কিয়ারার জন্মদিন পালন, দেখে নিন বিনোদনের সারাদিন