কলকাতা: তিনি আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী। ভারতের ম্যাচ থাকলে মাঠেও দেখা যেত। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অবশ্য নিজে মজা করে বলেন, তিনি ম্যাচ দেখলেই ভারত হেরে যায়। তবে ভারতের ম্যাচের আগে-পরে তিনি নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই প্রযোজক তাঁর ছবি নিয়ে বারে বারেই সমস্যার মুখে পড়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় আগামী ছবির ঘোষণা থেকে শুরু করে প্রচার, সবই চালাচ্ছিলেন তিনি। কিন্তু এবার নতুন সেই ছবি থেকেও সরে গেলেন আরও এক নায়ক! সোশ্যাল মিডিয়ায় হঠাৎ পোস্ট করে নায়ক জানালেন, তিনি নাকি এই ছবির অংশই নন! আজ দিনভর চর্চায় থাকল কোন কোন পোস্ট? দেখে নেওয়া যাক আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি


ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন শাহেনশাহ, মুম্বইয়ের দলের মালিক অমিতাভ


তিনি আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী। ভারতের ম্যাচ থাকলে মাঠেও দেখা যেত। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অবশ্য নিজে মজা করে বলেন, তিনি ম্যাচ দেখলেই ভারত হেরে যায়। তবে ভারতের ম্যাচের আগে-পরে তিনি নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিগ বি এবার সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন। শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)। সেই টুর্নামেন্টে মুম্বই দলের মালিকানা কিনেছেন অমিতাভ। প্রসঙ্গত, আইএসপিএল হল টেনিস বলে ভারতের প্রথম টি-টেন টুর্নামেন্ট। যা খেলা হবে স্টেডিয়ামে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, প্রথম পর্বের টুর্নামেন্ট আয়োজিত হবে মুম্বইয়ে। ২ থেকে ৯ মার্চ।টুর্নামেন্টে ১৯টি ম্যাচ খেলা হবে। ছ'টি দল নিয়ে হবে টুর্নামেন্ট। মুম্বই ছাড়াও থাকবে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও শ্রীনগর। অমিতাভ জানিয়েছেন, এই লিগের সঙ্গে যুক্ত হতে পারাটা তাঁর কাছে নতুন এক ইনিংস। সোশ্যাল মিডিয়ায় বলিউডের শাহেনশাহ লিখেছেন, 'নতুন একটা দিন। নতুন উদ্যোগ। মুম্বইয়ের সঙ্গে টিম মালিক হিসাবে যুক্ত হতে পারাটা আমার কাছে গর্বের ও সম্মানের। কত প্রতিভার বিকাশ ঘটবে এই টুর্নামেন্টে। তার সঙ্গে জড়িত থাকার সুযোগ পেয়েছি। দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাভাবনা।' উমরন মালিকের মতো ক্রিকেটার টেনিস বল ক্রিকেটে খেলে উঠে এসেছেন। ৮১ বছরের কিংবদন্তি অভিনেতা জানিয়েছেন, যাঁরা রাস্তায়, গলিতে ক্রিকেট খেলে থাকেন, তাঁদের জন্য নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়ার বড় মঞ্চ এই টুর্নামেন্ট। এবার পেশাদার মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন টেনিস বলের ক্রিকেটারেরা।   


 






আলাদা হয়ে কাজ করছেন অঙ্কুশ, এবার রক্তিমের ছবি থেকে সরলেন জিতুও!


এই প্রযোজক তাঁর ছবি নিয়ে বারে বারেই সমস্যার মুখে পড়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় আগামী ছবির ঘোষণা থেকে শুরু করে প্রচার, সবই চালাচ্ছিলেন তিনি। কিন্তু এবার নতুন সেই ছবি থেকেও সরে গেলেন আরও এক নায়ক! সোশ্যাল মিডিয়ায় হঠাৎ পোস্ট করে নায়ক জানালেন, তিনি নাকি এই ছবির অংশই নন! ব্যাপারটা একটু বিস্তারিতই বলা যাক। প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের (Raktim Chatterjee)-এর আগে 'জতুগৃহ' ছবিটি প্রযোজনা করে চর্চায় এসেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), পায়েল সরকার (Paayel Sarkar) ও বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। এরপরে, তাঁর ছবি করার কথা ছিল অঙ্কুশ হাজরা (Ankush Hazra) -কে নিয়ে। ছবির নাম ছিল মির্জা (Mirza)। সবকিছু পাকাপাকি হয়ে যাওয়ার পরেও হঠাৎ রক্তিমের প্রযোজনা সংস্থা নেক্সটজেন ভেঞ্চারর্সের সঙ্গে কাজ করবেন না বলে জানান অঙ্কুশ। বদলে নায়ক নিজেই নাকি প্রযোজনা সংস্থা খুলছেন এবং তার প্রথম ছবি হবে এই 'মির্জা'। এই ঘোষণায় অনেকেই ভেবেছিলেন, ছবিটি হয়তো আদৌ হবেই না। তবে সবাইকে ভুল প্রমাণিত করে নিজের প্রযোজনায় ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন অঙ্কুশ, নায়িকা হচ্ছেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)।  এই ঘটনার পরে, নিজের আগামী ছবির কাজ শুরু করেছিলেন রক্তিম। সোশ্যাল মিডিয়ায় ঘোষণাও করেছিলেন সেই কথা। তাঁর আগামী ছবির নাম, 'M10-Bengal Police'। এই ছবিতে দেখা যাওয়ার কথা ছিল জিতু কমল (Jeetu Kamal) ও বিশ্বনাথ বসু (Biswanath Basu)-কে। তবে আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জিতু জানান, তিনি আর এই ছবিটির অংশ নয়। ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। গোটা ঘটনা জানতে জিতুর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। অভিনেতা বলছেন, 'আমি প্রযোজকের কোনও ক্ষতি করাইনি। আমার সঙ্গে কনট্র্যাক্ট হয়নি, একদিনও শ্যুটিং করিনি আমি। তবে কাজ করতে গিয়ে ভীষণ সমস্যা হচ্ছিল। আমি 'অপরাজিত' ছবিটার পরে দেড় বছর অপেক্ষা করেছি একটা ভাল কাজের জন্য। বক্সঅফিস জানি না, তবে মানুষ আমায় ভালবেসেছেন। প্রশংসা পেয়েছি। 'M10-Bengal Police' ছবির যে পোস্টারটা মুক্তি পেয়েছে, তার জন্য লুক টেস্ট পর্যন্ত হয়নি আমার। গোটাটাই এডিট। টিজার শ্যুট করতে গিয়ে পোশাক পর্যন্ত পাইনি। আমি আমার সমস্যার কথা বোঝানোর চেষ্টা করেছিলাম তবে ফল হয়নি। বুঝলাম বেশিদিন এই সংস্থার সঙ্গে কাজ করলে সমস্যা বাড়বে। তাই সরে দাঁড়িয়েছি।'


 






আরও পড়ুন: Vicky on Shah Rukh: শ্যুটিং শেষ না করেই চলে গিয়েছিলেন সেট ছেড়ে, শাহরুখের ব্যবহারে অবাক ভিকি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে