কলকাতা: তিনি কিং খান (King Khan)। বাদশাহ (Badshah)। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে.. কেবল কি অভিনয়ের জোরেই দীর্ঘ এত বছর ধরে বলিউডে সাম্রাজ্য করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)? তা যে নয়... তা মাঝে মাঝেই প্রমাণ হয় যায় যখন এই কিংবদন্তিকে নিয়ে প্রকাশ্যে আসে বিভিন্ন অজানা গল্প। আর কফি উইথ কর্ণ (Koffee With Karan)-এ এসে এমনই এক গল্প শোনালেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। 


সামনেই মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ছবি 'ডাঙ্কি' (Dunki)। আর সেখানেই একটি বিশেষ চরিত্রে রয়েছেন ভিকি। সদ্য 'কফি উইথ কর্ণ'-তে এসেছিলেন ভিকি। আর সেখানেই কর্ণ ভিকিকে প্রশ্ন করেন শাহরুখের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে। মুগ্ধ ভিকি জানান, শাহরুখের সঙ্গে কাজ করলে বোঝা যায়, তিনি কেন এত বড় তারকা।


একদিনের ঘটনা তুলে ধরেন ভিকি। অভিনেতা বলেন, 'আমরা একদিন শ্যুটিং করছি খুব তাড়াহুড়োতে। শাহরুখ স্যারে সঙ্গে আমার একটা দৃশ্য ছিল। তবে সেখানে ক্যামেরা থাকবে শাহরুখের পিছনে, দেখা যাবে কেবল তাঁর কাঁধ। আমি কেবল তাঁর দিকে তাকিয়ে সংলাপ বলব। তবে সেইদিন ওঁর ভীষণ ব্যস্ততা ছিল অন্য় কোনও এক কাজের। নিজের শ্যুটটা শেষ করেই উনি সেট ছেড়ে বেরিয়ে যান। আমার শটটা তখনও দেওয়া হয়নি। শেষে ওঁর বডি ডাবল দিয়েই শ্যুটটা করি। যেহেতু শাহরুখের পিছনে ক্যামেরা থাকবে, ফলে কোনও সমস্যাই হয়নি শটটা দিতে। তবে এরপরে রাতের দিকে আমায় ফোন করেছিলেন শাহরুখ স্যার.. আমি তখন অন্য একটা কাজে থাকায় ফোনটা ধরতে পারিনি। এরপরে উনি আমায় মেসেজ করেন একটা। সেটা দেখে তো আমি অবাক!। দুঃখপ্রকাশ করে উনি লিখেছেন, আমার শটের সময় উনি না থাকার জন্য উনি দুঃখিত। আর তাই.. ওই শটটা আরও একবার শ্যুট করতে চান উনি।'


ভিকির এই কথা শুনে কর্ণ বলেন, 'আমি যতবার শাহরুখের সঙ্গে কাজ করেছি, লক্ষ করেছি ও ওর সংলাপ নিয়ে ভীষণ সচেতন। কোনোদিন সেটে সংলাপ ভুলতে দেখিনি ওঁকে।' ভিকি বলেন, 'কেবল নিজের কেন.. সবার সংলাপই ওঁর মনে থাকে। ওই শটটা শাহরুখ স্যার আবার দিতে চাওয়ায় আমিই বারণ করেছিলাম। বলেছিলাম, 'ওই অনুভূতি আমার আর আসবে কি না কে জানে। শটটা হয়ে গিয়েছে, আমি পরিচালক সবাই খুশি। আর ওটা শ্যুট করার প্রয়োজন নেই।' তবে শাহরুখ স্যার সেটা শুনতে রাজিই নন। শটে ওর কাঁধের পিছনটা দেখা যায়নি। শেষে পরেরদিন সেটে এসে, নিজে ওই শটটা দেখলেন তিনি। তারপরে সন্তুষ্ট হয়ে নিরস্ত হলেন আবার শ্যুট করা থেকে। এই জন্য উনি বাদশা।'


আরও পড়ুন: Jeetu Kamal: আলাদা হয়ে কাজ করছেন অঙ্কুশ, এবার রক্তিমের ছবি থেকে সরলেন জিতুও!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে