কলকাতা: একেবারে শুরু থেকে শেষ অবধি ঘটনার ঘনঘটা, পরতে পরতে কমার্শিয়াল ছবির রসদ..  আজ মুক্তি পাওয়া 'প্রধান' (Pradhan)-এর ট্রেলারে যেমন রইল গল্পের আভাস, তেমনই রইল অ্যাকশন, বন্ধুত্ব ও আদর্শের লড়াই। দেব (Dev), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতা শঙ্কর (Mamata Shankar), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee) অভিনীত এই ছবির ট্রেলারে মুক্তির পরেই চর্চায় এসেছে বিভিন্ন বিষয়ের জন্য। অন্যদিকে, 'কাবুলিওয়ালা' শব্দটা শুনলেই আপামর বাঙালির চোখে যে ছবিটি ভেসে ওঠে, সেটি ছবি বিশ্বাসের (Chobi Biswas)। সেই চরিত্রে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-কে বাঙালি মেনে নেবেন তো? ছবির ঘোষণা থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল অনেকের মনেই। ইতিমধ্য়েই প্রকাশ পেয়েছে ছবির লুক। আর এবার মুক্তি পেল এসভিএফ ও জিও স্টুডিও (SVF and Jio Studio)-র প্রযোজনার নতুন ছবি 'কাবুলিওয়ালা'-র ট্রেলার। টলিউডে দুই ছবির ট্রেলার মুক্তি পেল আজই। আজকের সোশ্যাল মিডিয়া পোস্টে থাক এই দুই ছবির ট্রেলারই। 


পুলিশকে নিয়ে চিরাচরিত ধারণা বদলে দেবেন দেব! অভিনেতার 'প্রধান' লক্ষ্য কী?


একেবারে শুরু থেকে শেষ অবধি ঘটনার ঘনঘটা, পরতে পরতে কমার্শিয়াল ছবির রসদ..  আজ মুক্তি পাওয়া 'প্রধান' (Pradhan)-এর ট্রেলারে যেমন রইল গল্পের আভাস, তেমনই রইল অ্যাকশন, বন্ধুত্ব ও আদর্শের লড়াই। দেব (Dev), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতা শঙ্কর (Mamata Shankar), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee) অভিনীত এই ছবির ট্রেলারে মুক্তির পরেই চর্চায় এসেছে বিভিন্ন বিষয়ের জন্য। এই ছবিতে দেবের চরিত্রের নাম হয়েছে দীপক প্রধান। একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। দেবের মতোই একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সোহম। ট্রেলারে সোহমকে দেখা গেল দেবকে দাদা বলে সম্বোধন করতে.. যেন তাঁরই আদর্শে দিক্ষীত তিনি। অন্যদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন একজন শিক্ষকের, যাঁর কাছে সবচেয়ে বড় হল আদর্শ। মমতাশঙ্কর রয়েছেন তাঁর স্ত্রী-এর ভূমিকায়। ছেলের কাছ থেকে অপমানিত হয়ে নিজেরাই জীবন চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা। তবে পদে পদে বাধা আসতে থাকে। বৃদ্ধ শিক্ষক পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্কুলে হামলা চালানো থেকে শুরু করে তাঁকে হুমকি দেওয়া... বিভিন্ন বাধা-বিপত্তি এসে উপস্থিত হয়। আর এই পরিস্থিতিতেই ধর্মপুরে বদলি হয়ে আসেন দীপক প্রধান। একজন সৎ চরিত্রের পুলিশ অফিসার। সমস্ত বেআইনি কাজকর্ম রুখতে যেন বদ্ধপরিকর তিনি। ছবির পর্দায় গা শিরশিরে ভিলেনকে যখন নায়ক শায়েস্তা করে.. তখন দর্শকদের মনেও যেন এক অনাবিল আনন্দ হয়। ওই কয়েক ঘণ্টায় মানুষ বিশ্বাস করতে শুরু করেন, অন্যায়ের ওপর ন্যায়ের জয় হয় সবসময়। কিছুটা এই অনুভূতিই দেবে প্রধান-এর ট্রেলার। এই ছবির ট্রেলার শুরু হয়েছে সৌমিতৃষা ও দেবের সমীকরণ দিয়ে। এই প্রথম বড়পর্দায় পা রাখছেন সৌমিতৃষা ও দেবের বিপরীতে। এই ছবির নিয়ে তাই 'মিঠাই'  অনুরাগীদেও এক আলাদা উন্মাদনা রয়েছে। ট্রেলারে দেব ও সৌমিতৃষার যে মিষ্টি সমীকরণ দেখা গিয়েছে, তাতে দর্শকেরা আরও উৎগ্রীব এই জুটিকে বড়পর্দায় দেখার জন্য। সব মিলিয়ে 'প্রধান'-এর ট্রেলার বেশ আশা জাগাচ্ছে এ কথা বলাই যায়। তবে বক্সঅফিসে তা কতটা ছাপ ফেলবে সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে ক্রিসমাসের ছুটি পর্যন্ত। 


 






'কাবুলিওয়ালা'-র ট্রেলারে কিংবদন্তি সংলাপ, গান.. কতটা মন জিততে পারলেন মিঠুন?


'কাবুলিওয়ালা' শব্দটা শুনলেই আপামর বাঙালির চোখে যে ছবিটি ভেসে ওঠে, সেটি ছবি বিশ্বাসের (Chobi Biswas)। সেই চরিত্রে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-কে বাঙালি মেনে নেবেন তো? ছবির ঘোষণা থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল অনেকের মনেই। ইতিমধ্য়েই প্রকাশ পেয়েছে ছবির লুক। আর এবার মুক্তি পেল এসভিএফ ও জিও স্টুডিও (SVF and Jio Studio)-র প্রযোজনার নতুন ছবি 'কাবুলিওয়ালা'-র ট্রেলার। আজ মুক্তি পাওয়া ছবির ট্রেলার যেন একরাশ নস্ট্যালজিয়া। সেখানে যেমন রইল আইকনিক বেশ কিছু পুরনো সংলাপ-দৃশ্য.. তেমনই দেখা গেল নতুন কিছু সংযোজনও। রয়েছে বেশ কিছু গান ও কোর্টরুমের দৃশ্য যেগুলো বেশ কিছুটা নতুন লাগতে পারে দর্শকদের। নতুন এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসে। এই ছবিতে, মিনির মা স্নেহলতার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার (Sohini Sarkar)-কে। মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে। চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। শীতের ছুটিতে সাহিত্য আর বিনোদনের মেলবন্ধনকে উপভোগ করতে তৈরি অনুরাগীরা। কাবুলিওয়ালার গল্প কমবেশি সবারই জানা। 'এসভিএফ এন্টারটেনমেন্ট' প্রযোজিত, 'জিও স্টুডিওজ' ও 'এসভিএফ এন্টারটেনমেন্ট' নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের। ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন 'কাবুলিওয়ালা'।  এই ছবি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য, অনুভূতি ভাগ করে নিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দিচ্ছে এই ছবি। অনেকে মুগ্ধ তৎকালীন সময়ের প্রেক্ষাপটের ছবিতে। তবে কেবলমাত্র নস্ট্যালজিয়াই নয়, আবিরের সংলাপে রয়েছে দেশ, ধর্ম, জাতপাতের উর্ধ্বে উঠে মানুষকে চেনার বার্তাও। দেবের নতুন ছবি 'প্রধান'-এর সঙ্গেই মুক্তি পাচ্ছে এই ছবি। একদিকে কমার্শিয়াল ছবি বনাম একরাশ নস্ট্যালজিয়ার লড়াই বক্সঅফিসে। 


 






আরও পড়ুন: Top Entertainment News: 'অথৈ' এবার পর্দায়, প্রথম ৩ দিনে রেকর্ড আয় 'অ্যানিম্যাল'-এর, দেখে নিন বিনোদনের সারাদিন