কলকাতা: এবার নতুন ফ্রেমে, নব আঙ্গিকে, তীব্র রসবোধের মোড়কে, বনফুলের ছোটগল্প নিয়ে হাজির হয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির নাম 'একটু সরে বসুন।' (Ektu Sore Bosun) আজই হয়ে গেল এই ছবির ট্রেলর লঞ্চ। নরেন্দ্র মোদির 'অ্যাবানডান্স ইন মিলেটস' গানটি পেল গ্র্যামিতে মনোনয়ন। টলিউড থেকে শুরু করে বলিউড... সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন পোস্ট? এক ঝলকে আজকের সোশ্যালের সেরা খবরগুলি।
এবার নতুন ফ্রেমে, নব আঙ্গিকে, তীব্র রসবোধের মোড়কে, বনফুলের ছোটগল্প নিয়ে হাজির হয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির নাম 'একটু সরে বসুন।' (Ektu Sore Bosun) আজই হয়ে গেল এই ছবির ট্রেলর লঞ্চ।মুখে হালকা হাসি, চোখ নিচের দিকে। কথা শেষ করে আপনার দিকে সোজা চোখে চোখ রেখে তাঁকাবেন তিনি। তারপর তীব্র রসিকতা। আচমকাই সিরিয়াস। ফের নিজের মনে গভীরভাবে কিছু বলে যাওয়া। এক্সপ্রেশনের এই ডিটেলিং শুনে বলার আর অপেক্ষা রাখে না, তিনি ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty)। রামধনুর সাতরঙে তাঁকে দেখা যায় মাঝেমাঝেই। এছবিতেও রয়েছেন স্বমহিমায়। এই ছবিতে তার পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছে, ইশা সাহা , পাওলি দাম , পরাণ বন্দ্যোপাধ্যায় , রজতাভ দত্ত , পায়েল সরকার , খরাজ মুখোপাধ্যায় , বিশ্বনাথ বসু-সহ একাধিকজনকে। এদিন ছবির ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে,প্রায় প্রত্যেকেই খোশমেজাজে দেখা গিয়েছে।
'গ্র্যামি অ্যাওয়ার্ডস'-এর জন্য মনোনীত (Grammy Awards 2024 nomination) হল 'অ্যাবানডান্স ইন মিলেটস' ('Abundance in Millets') গানটি যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বক্তৃতার অংশ রয়েছে। 'বেস্ট গ্লোবাল মিউজিক পারফর্ম্যান্স' ('Best Global Music Performance') বিভাগে মনোনীত হল গানটি। ফালু ও গৌরব শাহের তৈরি গান 'অ্যাবানডান্স ইন মিলেটস'। এই গানে নরেন্দ্র মোদির বক্তৃতার একটি অংশ রয়েছে যা তিনি চলতি বছরের 'গ্লোবাল মিলেট কনফারেন্স' (শ্রী আন্না) শুরুর সময় দিয়েছিলেন। গ্র্যামির অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই গানের মনোনয়নের কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন, চাকরির খোঁজে শহরে, মাঝপথে কার সঙ্গে দেখা ? ঋত্বিক অভিনীত ছবির ট্রেলর প্রকাশ্যে
দিল্লি ইভেন্টের এই বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছিলেন, 'আমি আনন্দিত যে আজ, বিশ্ব যখন 'ইন্টারন্যাশনাল মিলেট ইয়ার' উদযাপন করছে, ভারত এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে।' ফালু ও গৌরব শাহ্ প্রধানমন্ত্রী বক্তৃতার একটি অংশ তাঁদের গানে ব্যবহার করেছে। মিউজিক ভিডিওটি ভারতে বাজরা বৃদ্ধির প্রক্রিয়াকে চিত্রিত করে এবং উল্লেখযোগ্যভাবে ক্ষুধা হ্রাস করার সম্ভাবনা দেখায় ।